ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:
১. লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?
[ বিসিএস ৪৩তম ]
30 পাউন্ড
25 পাউন্ড
40 পাউন্ড
35 পাউন্ড
ব্যাখ্যাঃ ভারসাম্য বিন্দু থেকে দূরত্ব বিবেচনায় ধরে -
ডানপাশে মোমেন্ট = বামপাশে মোমেন্ট
$\implies a.x = 20.x + 30.\frac{x}{2}$
$\implies a = 35lb$
ডানপাশে মোমেন্ট = বামপাশে মোমেন্ট
$\implies a.x = 20.x + 30.\frac{x}{2}$
$\implies a = 35lb$
২. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ-
[ বিসিএস ১২তম ]
ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
ব্যাখ্যাঃ
পালতোলা নৌকা যথাযথভাবে হাল ঘুরিয়ে অন্যদিকের বাতাসকেও সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে।
৩. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?
[ বিসিএস ১২তম ]
বাষ্পীয় ইঞ্জিন
অন্তর্দহন ইঞ্জিন
স্টারলিং ইঞ্জিন
রকেট ইঞ্জিন
ব্যাখ্যাঃ
নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই বেলুন ছুড়লে পিছন দিয়ে বাতাস নির্গত হয় এবং বেলুন সামনের দিকে এগোয়। একই সূত্র রকেট তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে।