প্রশ্নঃ ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
[ বিসিএস ৪১তম ]
ক. ব্রিটিশ আমলে
খ. সুলতানি আমলে
গ. মুঘল আমলে
ঘ. স্বাধীন নবাবী আমলে
উত্তরঃ মুঘল আমলে
ব্যাখ্যাঃ
ঢাকা শহরের গোড়াপত্তন হয় মোঘল আমলে।
১৬১০ সালে মোঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী সুবেদার ইসলাম খান চিশতী ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে স্থাপন করেন এবং এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তবে, এর আগেও ঢাকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে বিদ্যমান ছিল। মোঘলরাই মূলত ঢাকাকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলেন এবং এর রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি করেন।