প্রশ্নঃ তিব্বত একটি-
[ বিসিএস ৪৫তম ]
সঠিক উত্তর: কঃ উপত্যকা।
তিব্বত হলো পৃথিবীর সবচেয়ে উঁচু প্লেটু (High Plateau), যা "বিশ্বের ছাদ" নামে পরিচিত। এটি একটি বিশাল উপত্যকা, যা প্রায় ৪,০০০ মিটার উচ্চতায় অবস্থিত এবং চারপাশে হিমালয় পর্বত দ্বারা পরিবেষ্টিত।
তিব্বত ভূ-প্রকৃতিগতভাবে মরুভূমির কিছু বৈশিষ্ট্য ধারণ করলেও এটি মূলত একটি উচ্চভূমি উপত্যকা।
Related MCQ
প্রশ্নঃ ‘Friday For Future’ কোন ধরনের আন্দোলন?
[ বিসিএস ৪৬তম ]
‘Friday For Future’ হলো একটি জলবায়ু আন্দোলন।
এই আন্দোলনটি সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ ২০১৮ সালের আগস্ট মাসে সুইডিশ পার্লামেন্টের বাইরে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মাধ্যমে শুরু করে। সে প্রতি শুক্রবার স্কুলে না গিয়ে "স্কুল ধর্মঘট জলবায়ুর জন্য" (Skolstrejk för klimatet) লেখা একটি প্ল্যাকার্ড হাতে পার্লামেন্টের সামনে বসে থাকত।
প্রশ্নঃ জাপানিজ শব্দ ‘সুনামি’ এর অর্থ কী?
[ বিসিএস ৪৬তম ]
জাপানিজ শব্দ ‘সুনামি’ এর অর্থ হল পোতাশ্রয়ের ঢেউ (港の津波 - minato no tsunami)।
'সু' (津) শব্দের অর্থ পোতাশ্রয় বা বন্দর এবং 'নামি' (波) শব্দের অর্থ ঢেউ। ভূমিকম্প বা অন্য কোনো কারণে সমুদ্রের তলদেশে আকস্মিক আলোড়ন সৃষ্টি হলে বিশাল আকারের ঢেউ উপকূলে আঘাত হানে, যা পোতাশ্রয় বা বন্দরের কাছাকাছি বেশি দেখা যায়। এই কারণেই জাপানি জেলেরা এই ঢেউগুলোকে "পোতাশ্রয়ের ঢেউ" নামে অভিহিত করে।
প্রশ্নঃ সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম –
[ বিসিএস ৩১তম ]
যে সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে সঠিকভাবে কাল নিরূপণ করে সাগরবক্ষে দ্রাঘিমাংশ নির্ণয় করা যায় তাকে ক্রনোমিটার বলে। কম্পাস হচ্ছে দিক নির্দেশক যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র। সেক্সট্যান্ট হলো কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করার যন্ত্র।
প্রশ্নঃ জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়?
[ বিসিএস ২৯তম ]
কোনো স্থানে একবার মুখ্য জোয়ার হওয়ার পর প্রায় ২৪ ঘণ্টা ৫২ মিনিট সময় অতিক্রম করলে পুনরায় সেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয়। আবার কোনো স্থানে একবার মুখ্য জোয়ারের প্রায় ১২ ঘণ্টা ২৬ মিনিট পরে একবার গৌণ জোয়ার সংঘটিত হয়। জোয়ারের প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট পরে ভাঁটা সংঘটিত হয়।
প্রশ্নঃ হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?
[ বিসিএস ২৮তম ]
হোয়াংহো নদী চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিমি; উৎপত্তিস্থল কুয়েনলুন পর্বত। এটি পতিত হয়েছে পীত সাগরে। হোয়াংহো নদীর তীরবর্তী শহর বেইজিং। হোয়াংহোকে বলা হয় হলদে নদ বা পীত নদী।
প্রশ্নঃ পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
[ বিসিএস ২৫তম ]
১৯১৪ সালে যুক্তরাষ্ট্র পানামা সরকারের সাথে এক চু্ক্তি বলে পানামার সংকীর্ণ স্থলভাগ কেটে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে যা ‘পানামা খাল’ নামে পরিচিত। এ খালের দৈর্ঘ্য ৮১ কি.মি.। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর এ খালের নিয়ন্ত্রণ পানামার কাছে হস্তান্তর করে।
প্রশ্নঃ বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
[ বিসিএস ১৭তম ]
জীবন্ত ফসিল হলো এমন কতগুলো জীব, দূর অতীতে জন্ম হলেও যাদের বংশধরেরা আজও পৃথিবীতে বেঁচে আছে। অথচ এদের সমসাময়িক ও সমগোত্রীয় সকল প্রাণীই বহু পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বিবর্তনের ইতিহাসে এদের অঙ্গ প্রত্যঙ্গের কোনো পরিবর্তন হয়নি। যেমন– ‘প্লাটিপাস’, মাছের মধ্যে ‘সিলাকান্হ’, সরীসৃপেদের মধ্যে ‘স্কেনোডন’, উদ্ভিদ শ্রেণির মধ্যে ডিঙ্গো বাইলোবা ইত্যাদি। বাংলাদেশের জীবন্ত ফসিলের উদাহরণ হচ্ছে ‘রাজ কাঁকড়া’।
প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন তারিখে পালিত হয়।