প্রশ্নঃ প্রথম বাংলা ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন-
[ বিসিএস ২৩তম ]
ক. অশোক মুখোপাধ্যায়
খ. জগন্নাথ চক্রবর্তী
গ. মুহাম্মদ হাবিবুর রহমান
ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ মুহাম্মদ হাবিবুর রহমান
ব্যাখ্যাঃ
প্রথম বাংলা ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন মুহাম্মদ হাবিবুর রহমান। তাঁর সংকলিত অভিধানের নাম “যথাশব্দ”। এটি ১৯৭৪ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। অপরদিকে, অশোক মুখোপাধ্যায়ের সংসদ সমার্থ শব্দকোষ প্রকাশিত হয় ১৯৮৭ সালে। এটি সাহিত্য সংষদ (ভারত) থেকে প্রকাশিত হয়।