প্রশ্নঃ CNG-এর অর্থ –
[ বিসিএস ২৫তম ]
ক. কার্বনমুক্ত নতুন পরিবেশ-বান্ধব তেল
খ. নতুন ধরনের ট্রাক্সি ক্যাব
গ. সীসামুক্ত পেট্রোল
ঘ. কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যাঃ
CNG- এর পূর্ণরূপ হচ্ছে Compressed Natural Gas। উচ্চ চাপে প্রাকৃতিক গ্যাসকে তরলে রূপান্তরিত করে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এ ধরনের জ্বালানি থেকে অব্যবহৃত কার্বন কম নির্গত হয় বলে এটি পরিবেশবান্ধব।