প্রশ্নঃ ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
[ বিসিএস ৩২তম ]
ক. ক্যাপাসিটর হিসেবে
খ. ট্রান্সফরমার হিসেবে
গ. রেজিস্টর হিসেবে
ঘ. রেক্টিফায়ার হিসেবে
উত্তরঃ রেক্টিফায়ার হিসেবে
ব্যাখ্যাঃ
সঠিক উত্তরটি হলো ঘঃ রেক্টিফায়ার হিসেবে।
ব্যাখ্যা
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসেবে। রেকটিফায়ার হলো এমন একটি সার্কিট যা পর্যায়ক্রমিক তড়িৎপ্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট (AC) কে সরাসরি তড়িৎপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্টে (DC) রূপান্তরিত করে। ডায়োডের মূল ধর্ম হলো এটি শুধুমাত্র এক দিকে বিদ্যুৎ প্রবাহকে যেতে দেয়, যা রেকটিফায়ার তৈরির জন্য অপরিহার্য। এই কারণে প্রায় সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের পাওয়ার সাপ্লাইতে (যেমন, মোবাইল চার্জার, কম্পিউটার) রেকটিফায়ার ব্যবহৃত হয়।