প্রশ্নঃ স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান-
[ বিসিএস ৩৩তম ]
Related MCQ
প্রশ্নঃ কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
[ বিসিএস ৪১তম ]
সঠিক উত্তর হলো ঘঃ ক্যালসিয়াম কার্বনেট।
ক্যালসিয়াম কার্বনেট (CaCO₃) পানিতে প্রায় অদ্রবণীয়। এটি কঠিন অবস্থায় থাকে এবং পানিতে মেশালে খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হয়।
অন্যদিকে, গ্লিসারিন, ফিটকিরি (অ্যালুমিনিয়াম পটাসিয়াম সালফেট), এবং সোডিয়াম ক্লোরাইড (সাধারণ লবণ) পানিতে সহজেই দ্রবীভূত হয়।
প্রশ্নঃ সংকর ধাতু পিতলের উপাদান-
[ বিসিএস ৩৩তম ]
প্রশ্নঃ পিতলের উপাদান হলো-
[ বিসিএস ৩২তম ]
প্রশ্নঃ কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
[ বিসিএস ২৯তম ]
সোডিয়াম (Na), ম্যাগনেসিয়াম (Mg), পটাসিয়াম (K) ও ক্যালসিয়াম (Ca) এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 12, 19 ও 20 এবং এদের আপেক্ষিক পারমাণবিক ভর যথাক্রমে 23.0, 24.3, 39.1 ও 40.1। উল্লিখিত ধাতুসমূহের মধ্যে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সবচেয়ে কম হওয়ায় এটি অন্য তিনটি ধাতু অপেক্ষা হালকা এবং সোডিয়াম পানি অপেক্ষাও হালকা।
প্রশ্নঃ কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
[ বিসিএস ২৯তম ]
জীবণুনাশক ও পরিষ্কারক হিসেবে সাধারণত পায়খানা-প্রস্রাবখানায় সলিড ফিনাইল ব্যবহার করা হয়।
প্রশ্নঃ কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
[ বিসিএস ২৮তম ]
রসায়ন বিদ্যা থেকে আমরা জানি যে, ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম (Ca) ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে গ্লিসারিন, ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয়।
প্রশ্নঃ তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
[ বিসিএস ২৩তম ]
পিতল একটি সংকর ধাতু। পিণ্ড দস্তা বা জিঙ্ক গলিত তামার সঙ্গে মিশিয়ে ছাঁচে ফেলে অথবা রোলিং (rolling), এক্সট্রুডিং (extruding), পিটানো (forging) অথবা অন্যান্য প্রক্রিয়ায় বিলেটের (billet) মধ্যে ঢেলে প্রস্তুত করা হয়। তামার সাথে টিন মেশালে ব্রোঞ্জ হয়।
প্রশ্নঃ ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে–
[ বিসিএস ১১তম ]
লোহার সঙ্গে সুনিয়ন্ত্রিত মাত্রার কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি হয়। এত ০.১৫%-১.৫% কার্বন থাকে। ফলে এর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়।
প্রশ্নঃ সংকর ধাতু পিতলের উপাদান হলো–
[ বিসিএস ১০তম ]
সংকর ধাতু পিতলে ৬৫% তামা এবং ৩৫% দস্তা থাকে। তামা ও টিনের সংকর ধাতু হলো ব্রোঞ্জ।