আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?

[ বিসিএস ৩৬তম ]

ক. $$A+\overline{A}=1$$
খ. $$A+A=1$$
গ. $$A+A=2A$$
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ $$A+\overline{A}=1$$
ব্যাখ্যাঃ A, B, C, D... এইগুলো সবই হলো বুলিয়ান ভেরিয়েবল, যাদের মান কেবল $0$ বা $1$ হতে পারে। $\overline{A}$ হলো $A$-এর পরিপূরক (complement), অর্থাৎ $A$ যদি $0$ হয়, তাহলে $\overline{A}$ হবে $1$ এবং $A$ যদি $1$ হয়, তাহলে $\overline{A}$ হবে $0$।

বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী, নিচের কোনটি সঠিক?

কঃ $A+\overline{A}=1$

যদি $A=0$ হয়, তাহলে $0+\overline{0} = 0+1 = 1$
যদি $A=1$ হয়, তাহলে $1+\overline{1} = 1+0 = 1$
এই উক্তিটি সঠিক

খঃ $A+A=1$
যদি $A=0$ হয়, তাহলে $0+0=0$ (যা $1$ নয়)
যদি $A=1$ হয়, তাহলে $1+1=1$ (বুলিয়ান অ্যালজেব্রায় $1+1=1$)
কিন্তু, $A+A$ সবসময় $1$ হবে না। এই উক্তিটি সঠিক নয়

গঃ $A+A=2A$
বুলিয়ান অ্যালজেব্রায় $2A$ বলে কিছু নেই, কারণ মান কেবল $0$ বা $1$ হতে পারে। এই উক্তিটি সঠিক নয়

ঘঃ উপরের কোনোটিই নয়

সুতরাং, সঠিক উক্তিটি হলো কঃ $A+\overline{A}=1$