প্রশ্নঃ বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
[ বিসিএস ৩৮তম ]
বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে ট্রপোমন্ডলে (Troposphere)।
বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রপোমন্ডলেই পৃথিবীর সমস্ত আবহাওয়ার ঘটনা, যার মধ্যে বজ্রপাতও অন্তর্ভুক্ত, ঘটে থাকে।
Related MCQ
প্রশ্নঃ সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?
[ বিসিএস ৩৯তম ]
সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে নাইট্রোজেন।
ব্যাখ্যা:
সমুদ্রতীরও পৃথিবীর বায়ুমণ্ডলের অংশ। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, যা আয়তনে প্রায় ৭৮%। এরপর রয়েছে অক্সিজেন, যা প্রায় ২১%।
সুতরাং, সমুদ্রতীরে অন্যান্য স্থানের মতোই নাইট্রোজেনের প্রাচুর্য সবচেয়ে বেশি থাকে।
প্রশ্নঃ বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আর্গন বিদ্যমান?
[ বিসিএস ৩৬তম ]
- নাইট্রোজেন ($N_2$): প্রায় ৭৮.০৯%
- অক্সিজেন ($O_2$): প্রায় ২০.৯৫%
- আর্গন (Ar): প্রায় ০.৯৩%
- কার্বন ডাইঅক্সাইড ($CO_2$): প্রায় ০.০৪% (এই পরিমাণ শিল্পায়ন ও অন্যান্য কারণে পরিবর্তনশীল)
এছাড়াও, সামান্য পরিমাণে নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপটন, হাইড্রোজেন এবং জলীয় বাষ্পের মতো অন্যান্য গ্যাসও থাকে।
প্রশ্নঃ কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?
[ বিসিএস ৩৬তম ]
যে জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড (SO₂) বাতাসে আসে, তা হলো সালফারযুক্ত জীবাশ্ম জ্বালানি।
প্রধানত:
- কয়লা (Coal): কয়লায় উচ্চ মাত্রার সালফার থাকতে পারে। কয়লা পোড়ালে প্রচুর পরিমাণে সালফার ডাই-অক্সাইড নির্গত হয়, যা অম্লবৃষ্টি এবং বায়ু দূষণের একটি প্রধান কারণ।
- পেট্রোলিয়াম (Petroleum) বা অপরিশোধিত তেল: কিছু পেট্রোলিয়াম পণ্যে (যেমন কিছু ডিজেল বা ফার্নেস অয়েল) সালফারের উপস্থিতি থাকে। এসব পোড়ালেও সালফার ডাই-অক্সাইড নির্গত হয়, যদিও বর্তমানে সালফার কমানোর জন্য পরিশোধনের প্রক্রিয়া উন্নত হয়েছে।
প্রাকৃতিক গ্যাসে (Natural Gas) সালফারের পরিমাণ সাধারণত খুবই কম থাকে, তাই এটি পোড়ালে সালফার ডাই-অক্সাইড নির্গমন অনেক কম হয়।
প্রশ্নঃ বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
[ বিসিএস ৩৮তম ]
বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, সেটি হলো আয়নোস্ফিয়ার (Ionosphere)।
আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের একটি অংশ এবং এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 60 কিমি থেকে 1000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে, সূর্যের বিকিরণের (যেমন অতিবেগুনি রশ্মি এবং এক্স-রে) কারণে বায়ু অণুগুলো আয়নিত হয়, যার ফলে মুক্ত ইলেকট্রন এবং আয়ন তৈরি হয়। এই আয়নিত কণাগুলো বেতার তরঙ্গকে প্রতিফলিত করে পৃথিবীতে ফিরিয়ে আনতে সাহায্য করে, যার ফলে দীর্ঘ-পাল্লার বেতার যোগাযোগ সম্ভব হয়।
প্রশ্নঃ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
[ বিসিএস ৩৫তম ]
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ প্রায় ৭৮.০৯ শতাংশ।
এটি বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাস।
প্রশ্নঃ বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়–
[ বিসিএস ৩১তম ]
বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার (Ionosphere) স্তরটি বেতার তরঙ্গ প্রতিফলিত করে।
আয়নোস্ফিয়ারের ভূমিকা
আয়নোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উচ্চ স্তর, যা থার্মোস্ফিয়ারের অন্তর্ভুক্ত। এই স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি এবং অন্যান্য মহাজাগতিক রশ্মির প্রভাবে গ্যাসীয় অণুগুলো আয়নিত অবস্থায় থাকে। এই আয়ন ও মুক্ত ইলেকট্রনগুলোর কারণে আয়নোস্ফিয়ার বেতার তরঙ্গকে পৃথিবীতে ফিরিয়ে প্রতিফলিত করে। এই প্রতিফলনের জন্যই দীর্ঘ দূরত্বে বেতার যোগাযোগ সম্ভব হয়।
প্রশ্নঃ আকাশে বিজলী চমকায়-
[ বিসিএস ২৬তম ]
‘ধনাত্মক’ ও ‘ঋণাত্মক’ চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেকট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।
প্রশ্নঃ সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. এ-
[ বিসিএস ২৬তম ]
যে কোনো পদার্থের মতো বায়ুরও ওজন আছে। বায়ুর এ ওজনজনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাই বায়ুর চাপ। চাপের মান মিলিবারে দেখানো হয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৬.৪৫ বর্গ সেন্টিমিটারের বা ৬.৭ কেজি।
প্রশ্নঃ আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
[ বিসিএস ২৩তম ]
আকাশ পরিষ্কার থাকলে ভূপৃষ্ঠের বিকীর্ণ তাপ আকাশে উঠে যায়। ফলে ভূপৃষ্ঠ শীতল হয়ে পড়ে। কিন্তু মেঘ অপরিবাহী এবং তাপ বিকিরণে বাধা দেয়। তাই আকাশ মেঘলা থাকলে ভূপৃষ্ঠের বিকীর্ণ তাপ এর আশে পাশেই থেকে যায়। ফলে ভ্যাপসা গরম লাগে।
প্রশ্নঃ ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
[ বিসিএস ১৯তম ]
প্রশ্নঃ সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
[ বিসিএস ১৮তম ]
বায়ু তার ওজনের জন্য চতুর্দিকে যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। সমুদ্র সমতল অর্থাৎ নিম্নস্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি। কারণ নিম্নস্তরে বায়ুর ওজন ও গভীরতা বেশি থাকে। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতিবর্গ সে.মি. এ ১০ নিউটন বা ৭৬ সে.মি.।
প্রশ্নঃ উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থোকে; কারণ উচ্চ পর্বত চূড়ায়-
[ বিসিএস ১৩তম ]
ভূপৃষ্ঠ থেকে যতো উপরে উঠা যায় বায়ুর চাপ ততো কমতে থাকে। উচ্চ পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকায় শরীরের অভ্যন্তরীণ চাপ ও বাহ্যিক চাপের মধ্যকার ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে।
প্রশ্নঃ আকাশে বিজলী চমকায়-
[ বিসিএস ১২তম ]
‘ধনাত্মক’ ও ‘ঋণাত্মক’ চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেকট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।
প্রশ্নঃ সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে–
[ বিসিএস ১১তম ]
যে কোনো পদার্থের মত বায়ুর নিজস্ব ওজন আছে। বায়ুর এই ওজনজনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাই বায়ুর চাপ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন।
প্রশ্নঃ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে ওজোন স্তরকে অভিহিত করা হয়।
ওজোন স্তর হলো বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরে অবস্থিত একটি স্তর, যা সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে। এই অতিবেগুনি রশ্মি জীবজগতের জন্য ক্ষতিকর। ওজোন স্তর এই রশ্মি শোষণ করে জীবজগতকে রক্ষা করে বলে একে 'প্রাকৃতিক সৌরপর্দা' বলা হয়।