আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

ক. অপগত
খ. পরাগত
গ. সমীভবন
ঘ. বিষমীভবন
উত্তরঃ বিষমীভবন
ব্যাখ্যাঃ

দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।

উদাহরণস্বরূপ, শরীর থেকে শরীল, লাল থেকে নাল।

প্রশ্নঃ অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?

[ 17th ntrca (স্কুল পর্যায়) (30-12-2022) ]

ক. 'চ' ধ্বনি
খ. ‘জ' ধ্বনি
গ. ‘ছ' ধ্বনি
ঘ. ‘ঝ' ধ্বনি
উত্তরঃ 'চ' ধ্বনি
ব্যাখ্যাঃ

অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হলো সেইসব ব্যঞ্জনধ্বনি, যা উচ্চারণের সময় স্বরতন্ত্রী কম্পিত হয় না এবং ফুসফুস থেকে কম বাতাস বের হয়।

বাংলা বর্ণমালায় কিছু নির্দিষ্ট বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনগুলো সাধারণত অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হিসেবে বিবেচিত হয়। এদের মধ্যে:

  • বর্গীয় 'ক'
  • বর্গীয় 'চ'
  • বর্গীয় 'ট'
  • বর্গীয় 'ত'
  • বর্গীয় 'প'

উদাহরণ:

  • ক (কণ্ঠ্য)
  • চ (তালব্য)
  • ট (মূর্ধন্য)
  • ত (দন্ত্য)
  • প (ওষ্ঠ্য)