শিক্ষক নিয়োগ প্রশ্নব্যাংক
শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা
বাংলা ব্যাকরণ
বাক্য সংকোচন (এককথায় প্রকাশ)
প্রশ্নঃ 'যে নারীর হাসি পবিত্র'-তাকে কী বলে?
[ 18th ntrca (স্কুল সমপর্যায়-২) (15-03-2024) ]
ক. সুচিস্মিতা
খ. শুচিস্মিতা
গ. সুহাসিনী
ঘ. সুহাস্য
উত্তরঃ শুচিস্মিতা
ব্যাখ্যাঃ
'যে নারীর হাসি পবিত্র' - তাকে শুচিস্মিতা বলা হয়।
প্রশ্নঃ 'দেখা যায়নি যা'-
[ 18th ntrca (স্কুল সমপর্যায়-২) (15-03-2024) ]
ক. অদৃষ্ট
খ. অদৃশ্য
গ. অদৃষ্টপূর্ব
ঘ. অদেখা
উত্তরঃ অদৃশ্য
ব্যাখ্যাঃ
'দেখা যায়নি যা' - এর এক কথায় প্রকাশ হলো অদৃষ্ট।
দেখা যায়না যা- অদৃশ্য
যা পূর্বে দেখা যায়নি- অদৃষ্টপূর্ব
প্রশ্নঃ 'যা বলা হয়নি'-এক কথায় তাকে কী বলে?
[ 18th ntrca (স্কুল পর্যায়) (15-03-2024) ]
ক. অকথ্য
খ. অনুক্ত
গ. নির্বাক
ঘ. মুক
উত্তরঃ অনুক্ত
ব্যাখ্যাঃ
'যা বলা হয়নি' - এক কথায় তাকে অনুক্ত বলে।
প্রশ্নঃ ‘কর্মে অতিশয় তৎপর' এক কথায় কী হবে?
[ 17th ntrca (স্কুল পর্যায়) (30-12-2022) ]
ক. ত্বরিৎকর্মা
খ. কর্মবীর
গ. কর্মপটু
ঘ. কর্মনিষ্ঠ
উত্তরঃ ত্বরিৎকর্মা
ব্যাখ্যাঃ
'কর্মে অতিশয় তৎপর'—এর এক কথায় প্রকাশ হলো কর্মঠ বা ত্বরিৎকর্মা।
প্রশ্নঃ 'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?
[ 17th ntrca (স্কুল পর্যায়) (30-12-2022) ]
ক. উক্ত
খ. বাচ্য
গ. ভবিতব্য
ঘ. বক্তব্য
উত্তরঃ বক্তব্য
ব্যাখ্যাঃ
'যা বলা হবে' -এর বাক্য সংকোচন হলো বক্তব্য।