প্রশ্নঃ একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে মি এবং উচ্চতা ৬ সে মি হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
[ বিসিএস ৪৬তম ]
যেখানে,
- ( r = 2 ) সেমি (ব্যাসার্ধ),
- ( h = 6 ) সেমি (উচ্চতা)।
বর্গক্ষেত্রের কর্ণই হবে পরিলিখিত বৃত্তের ব্যাস।
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য
এখানে,
সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ
প্রশ্নঃ একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
[ বিসিএস ৪৫তম ]
যেখানে
আমাদের দেওয়া আছে:
কেন্দ্রের কোণ,
বৃত্তের ব্যাস = 12 cm
সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ,
প্রথমে, কোণটিকে রেডিয়ানে পরিবর্তন করতে হবে:
এখন, বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করি:
সুতরাং, বৃত্তচাপের দৈর্ঘ্য
প্রশ্নঃ একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
[ বিসিএস ৪৪তম ]
এখানে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য
সুতরাং, উচ্চতা
অতএব,
উত্তর:
বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হল
প্রাথমিক বৃত্তের ব্যাসার্ধ
নতুন বৃত্তের ব্যাসার্ধ
অতএব, বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ১৬ গুণ বৃদ্ধি পাবে।
প্রশ্নঃ একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
[ বিসিএস ৪২তম ]
সুতরাং, ৮০০০ লিটার =
চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে ২.৫৬ মিটার এবং প্রস্থ দেওয়া আছে ১.২৫ মিটার। মনে করি চৌবাচ্চার গভীরতা
চৌবাচ্চার আয়তনের সূত্র হল: দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
সুতরাং, ২.৫৬ মিটার × ১.২৫ মিটার ×
৩.২ ×
অতএব, চৌবাচ্চাটির গভীরতা ২.৫ মিটার।
প্রশ্নঃ এক বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
[ বিসিএস ৪২তম ]
প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা =
প্রশ্নানুসারে, প্রথম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমার সমান।
সুতরাং,
প্রথম বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য =
দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য =
বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত =
আমরা জানি,
অতএব, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত হবে
প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
[ বিসিএস ৪১তম ]
তাহলে প্রাথমিক ক্ষেত্রফল,
দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে:
নতুন দৈর্ঘ্য,
প্রস্থ অপরিবর্তিত থাকায় (
ক্ষেত্রফলের বৃদ্ধি:
শতকরা বৃদ্ধি:
উত্তর:
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য,
প্রথম আয়তক্ষেত্রের প্রস্থ,
প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল,
দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য,
প্রশ্ন অনুযায়ী, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে।
সুতরাং, দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল,
ধরি, দ্বিতীয় আয়তক্ষেত্রের প্রস্থ,
আমরা জানি,
সুতরাং, আয়তক্ষেত্রটির প্রস্থ
প্রশ্নঃ একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
[ বিসিএস ৩৮তম ]
ক্ষেত্রফল
প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
[ বিসিএস ৩৭তম ]
ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
দেওয়া আছে:
প্রস্থ (
কর্ণের দৈর্ঘ্য (
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে:
মানগুলো বসিয়ে পাই:
এখন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি:
ক্ষেত্রফল = দৈর্ঘ্য
ক্ষেত্রফল =
ক্ষেত্রফল =
ক্ষেত্রফল =
সুতরাং, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো
তাহলে, প্রাথমিক ক্ষেত্রফল
ব্যাসার্ধ ২০% কমে গেলে, নতুন ব্যাসার্ধ হবে:
এখন, নতুন ক্ষেত্রফল
ক্ষেত্রফল কমেছে =
শতকরা কমার হার =
সুতরাং, উক্ত বৃত্তের ক্ষেত্রফল ৩৬% কমবে।
১. বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়:
বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো
বৃত্তের ক্ষেত্রফল =
২. বৃত্তের অন্তঃস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়:
যদি একটি বর্গক্ষেত্র বৃত্তের অন্তঃস্থ হয়, তাহলে বৃত্তের ব্যাস (Diameter) হবে বর্গক্ষেত্রের কর্ণ (Diagonal)।
বৃত্তের ব্যাস (
সুতরাং, বর্গক্ষেত্রের কর্ণ (
ধরি, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, বর্গক্ষেত্রের কর্ণ (
আমরা জানি
সুতরাং,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =
৩. আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয়:
আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হলো বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলে যা থাকে।
আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল = বৃত্তের ক্ষেত্রফল - বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
=
সুতরাং, আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হলো
প্রশ্নঃ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পরিসীমা কত?
[ বিসিএস ২৫তম ]
প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?
[ বিসিএস ২৪তম ]
প্রশ্নঃ একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
[ বিসিএস ২৩তম ]
প্রশ্নঃ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
[ বিসিএস ২১তম ]
প্রশ্নঃ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
[ বিসিএস ২১তম ]
এখন, এই রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে:
যদি রেখার এক চতুর্থাংশ অর্থাৎ
তাহলে, প্রথম বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের:
অর্থাৎ, প্রথম বর্গের ক্ষেত্রফল দ্বিতীয় বর্গের ক্ষেত্রফলের ১৬ গুণ।
প্রশ্নঃ ৫৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?
[ বিসিএস ১৮তম ]
তাহলে,
ধরি, মইটির দৈর্ঘ্য
প্রশ্নঃ একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষ বিন্দু হতে ভূমির ওপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
[ বিসিএস ১৭তম ]
প্রশ্নে প্রদত্ত অনুযায়ী:
ভাঙ্গা অংশটি ভূমির সাথে
প্রশ্নঃ কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
[ বিসিএস ১৪তম ]
ত্রিভুজের ক্ষেত্রফল =
অতএব,
সামান্তরিকের ক্ষেত্রফল = 2 ×
প্রশ্নঃ একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০π হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
[ বিসিএস ১৩তম ]
ধাপ ১: বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়
বৃহত্তম বৃত্তের আয়তন
প্রদত্ত আয়তন ব্যবহার করে:
সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ
সমবাহু ষড়ভুজের আয়তনের সূত্র:
প্রশ্নঃ একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
[ বিসিএস ১১তম ]
দৈর্ঘ্য
এখন, ক্ষেত্রটির পরিসীমা
অতএব, ক্ষেত্রটির পরিসীমা ১২৮ মিটার।
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r -এর মান কত?
[ বিসিএস ১১তম ]
এবং
প্রশ্নঃ পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট। BC = ৬, CF = ৫ ফুট, DE = কত?
[ বিসিএস ১১তম ]
A ------ B ------ C ------ D ------ E ------ F
প্রত্যেকটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ২০ ফুট।
BC = ৬ ফুট এবং CF = ৫ ফুট।
আমাদের DE বের করতে হবে।
DE = পুরো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য - (BC + CF)
প্রশ্নঃ ত্রিভুজ ABC এর BE = FE = CF। AEC এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?
[ বিসিএস ১০তম ]

BE = EF = CF হওয়ায়, AE ও AF মধ্যমা। এখানে, ΔAEC = 48 বর্গফুট এবং ΔABE = ΔAEF = ΔAFC = 24 বর্গফুট।
∴ ΔABC = ΔABE + ΔAEC = 24 + 48 = 72 বর্গফুট।
প্রশ্নঃ একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৬ সে. মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?
[ প্রা.বি.স.শি. 29-03-2024 ]
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
[ প্রা.বি.স.শি. 29-03-2024 ]
প্রশ্নঃ একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি. মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?
[ প্রা.বি.স.শি. 29-03-2024 ]
- মোট দূরত্ব =
- মোট ঘূর্ণন সংখ্যা =
তাহলে, চাকার পরিধি:
প্রশ্নঃ বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
বর্গক্ষেত্রের কর্ণ হলো:
প্রশ্নঃ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?
[ প্রা.বি.স.শি. 08-12-2023 ]
ধাপ ১: প্রতি মিনিটে চাকাটি কত ডিগ্রী ঘুরে
একবার সম্পূর্ণ ঘূর্ণন মানে চাকাটি ৩৬০° ঘোরে।
প্রতি মিনিটে চাকাটি ১২ বার ঘোরে।
সুতরাং, প্রতি মিনিটে চাকাটি ঘোরে:
প্রতি মিনিটে
প্রতি সেকেন্ডে চাকাটি ঘুরবে:
৫ সেকেন্ডে চাকাটি ঘুরবে:
প্রশ্নঃ একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২.৫ মিটার, ২ মিটার ও ১০০ সে.মিটার। জলাধারটির আয়তন কত ঘনমিটার?
[ প্রা.বি.স.শি. 08-12-2023 ]
উচ্চতা
ধাপ ২: সূত্রে মান বসানো
দৈর্ঘ্য =
প্রস্থ =
উচ্চতা =
সুতরাং:
প্রশ্নঃ ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
(প্রান্তে একটি চারা ধরলে +১ যোগ করতে হয়, তাই ৫০-এর জায়গায় ৫১ হয়েছে)
প্রশ্নঃ একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান । আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ । বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ কত?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
সুতরাং ছোট বাহুর দৈর্ঘ্য ২১ ÷ ৩ = ৭ মিটার
অতএব বর্গের পরিসীমা = আয়তের পরিসীমা
প্রশ্নঃ একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গ মিটার। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত মিটার?
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
ক্ষেত্রফল দেওয়া আছে,
⇒ প্রস্থ = ১৬ মিটার
⇒ দৈর্ঘ্য =
এখন, আয়তক্ষেত্রের পরিসীমা:
প্রশ্নঃ একটি সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল ১৪৪ বর্গএকক । সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটির কত একক?
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
⇒ ক্ষেত্রফল = ১৪৪
⇒ একটি বাহুর দৈর্ঘ্য = ১২
এখন, অপর বাহুর দৈর্ঘ্য
প্রশ্নঃ একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার। পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কিত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
ধরি, গাড়িটি
⇒ সামনের চাকার পরিধি = ৩ মিটার
⇒ পিছনের চাকার পরিধি = ৪ মিটার
তাহলে, সামনের চাকা ঘুরবে:
প্রশ্নঃ একটি ত্রিভূজের ৩ টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভূজটির ক্ষেত্রফল কত?
[ প্রা.বি.স.শি. 31-05-2019 ]
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো:
এখানে, ভূমি ও উচ্চতা হলো সমকোণ সংলগ্ন বাহু দুটি, অর্থাৎ ৩ ও ৪।
ক্ষেত্রফল =
=
= ৬ বর্গ একক
উত্তর: ত্রিভুজটির ক্ষেত্রফল ৬ বর্গ একক।
প্রশ্নঃ একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার , পরিধি ৮ মিটার। এর ব্যাসর্ধ কত মিটার?
[ প্রা.বি.স.শি. 31-05-2019 ]
- একটি বৃত্তের ক্ষেত্রফল = ১৬ বর্গমিটার
- বৃত্তের পরিধি = ৮ মিটার
বৃত্তের ক্ষেত্রফলের সূত্র:
বৃত্তের পরিধির সূত্র:
যেখানে
আমরা পরিধির সূত্র ব্যবহার করে ব্যাসার্ধ বের করতে পারি:
প্রশ্নঃ 35 বর্গ সে: মি: ক্ষেত্রফলবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেঃ মিঃ এবং প্রন্থ (x-2) সেঃ মিঃ হলে, x এর মান কত?
[ 18th ntrca (স্কুল সমপর্যায়-২) (15-03-2024) ]
এখানে, ক্ষেত্রফল = 35 বর্গ সেমি
দৈর্ঘ্য =
প্রস্থ =
প্রশ্নানুসারে,
এখন এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করতে হবে।
মধ্যপদ বিশ্লেষণ করে পাই:
এখানে দুটি সমাধান পাওয়া যায়:
অথবা
যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই
অতএব,
প্রশ্নঃ একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক হলে, এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত একক?
[ 18th ntrca (স্কুল সমপর্যায়-২) (15-03-2024) ]
প্রশ্নানুসারে, এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক।
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হল
এখানে,
সুতরাং, কর্ণের দৈর্ঘ্য
এখন, কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ বের করতে হবে।
কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ =
অতএব, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ