প্রশ্নঃ Identify the correct sentence:
[ বিসিএস ৪৩তম ]
সঠিক উত্তর হল খঃ The girl burst into tears।
"Burst into tears" একটি সঠিক phrase যার অর্থ হল হঠাৎ করে কাঁদতে শুরু করা।
অন্যান্য বিকল্পগুলো ব্যাকরণগতভাবে ভুল:
- কঃ The girl burst out tears: "Burst out" এর পরে সাধারণত একটি gerund (verb + ing) বা একটি noun phrase (তবে "tears" এর সাথে নয়) বসে।
- গঃ The girl burst with tears: এই ব্যবহারটি স্বাভাবিক নয়।
- ঘঃ The girl bursted out tears: "Burst" একটি অনিয়মিত verb, এর Past Simple এবং Past Participle form "burst", "bursted" নয়। এছাড়াও, "burst out tears" সঠিক ব্যবহার নয়।
প্রশ্নঃ An extra message added at the end of a letter after it is signed is called _____.
[ বিসিএস ৪০তম ]
চিঠির শেষে স্বাক্ষর করার পর অতিরিক্ত কোনো বার্তা যোগ করা হলে তাকে postscript বলা হয়। এটিকে সংক্ষেপে P.S. লেখা হয়।
অন্যান্য অপশনগুলোর অর্থ:
- corrigendum: ভুল সংশোধনীর তালিকা।
- NB (nota bene): মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহৃত একটি ল্যাটিন শব্দবন্ধ, যার অর্থ "ভালোভাবে লক্ষ্য করুন"।
- RSVP (répondez s'il vous plaît): একটি ফরাসি শব্দবন্ধ, যার অর্থ "অনুগ্রহ করে উত্তর দিন"। এটি সাধারণত কোনো আমন্ত্রণপত্রে উত্তরের অনুরোধ জানাতে ব্যবহৃত হয়।
Shrug- কাঁধ ঝাঁকানো অর্থাৎ To raise the shoulders es-pecially as a gesture of doubt, disdain, or indiffer-ence. So shrug is associated with shoulders.
প্রশ্নঃ One of the four sentences given in each question is grammatically wrong.
That alternative is your answer :-
[ বিসিএস ৩১তম ]
Detrimental এরপর preposition ‘to’ হয়। বাক্যটির সঠিক রূপ হবে Laziness is detrimental to success.
প্রশ্নঃ 'Botany' is to 'plants' as 'Zoology' is to-
[ বিসিএস ২৯তম ]
Botany (উদ্ভিদবিদ্যা) plants (উদ্ভিদ) নিয়ে আলোচনা করে। তদ্রূপ, Zoology (প্রাণিবিদ্যা) animals বা প্রাণিদের নিয়ে আলোচনা করে। তাহলে option animals ঠিক।
প্রশ্নঃ Who did write first engligh dictionary?
[ বিসিএস ২৮তম ]
James Boswell (1740-1795) ছিলেন স্কটল্যান্ডের একজন আইনজীবী ও লেখক। তিনি Samuel Johnson -এর Biography লেখার কারণে বিখ্যাত। Ben Jonson (1572-1637) ছিলেন ইংলিশ রেনেসাঁর নাট্যকার, কবি ও অভিনেতা। Samuel Johnson (1709-1784) ছিলেন ইংলিশ লেখক। তিনি ১৭৫৫ সালে প্রথম 'Dictionary of the English Language' নামে একটি Dictionary প্রকাশ করেন। এটা ছিল তার নয় বছর সাধনার ফল। এজন্য তাকে 'Father of the English Dictionary' বলা হয়। John Milton (1608-1674) ছিলেন একজন বিখ্যাত ইংরেজ মহাকাব্য রচয়িতা। তার বিখ্যাত মহাকাব্য হলো 'Paradise Lost', 'Paradise Regained'।
প্রশ্নঃ Which of the following best describes the author’s attitude towards learning?
[ বিসিএস ২১তম ]
শিক্ষা হলো সেটাই যা ছাত্র-ছাত্রীদের মধ্যে creativity (সৃজনশীলতা) বৃদ্ধি করে।
সঠিক উত্তর (গ)। কারণ, ২য় লাইনে বলা হয়েছে, “They do not have any fixed home but wander about from place to place” কারণ ৪র্থ লাইনে আছে “They were originally natives of India”. (ঘ) সঠিক নয়। কারণ, সর্বশেষ লাইনটিতে বলা হয়েছে, “This attitude towards the gypsies has gradually changed”.
তাদের তাঁবুতে বাসের কারণ (ক) তে আছে, চুরি করা শিশুদের তাঁবুতে লুকানো সহজ। কিন্তু তারা যেহেতু শিশু চুরি করে না, কাজেই (ক) গ্রহণযোগ্য নয়। (খ) তে আছে, তাঁবুর মধ্যে হাতের তালু পঠন (ভাগ্য গণনা) সহজ। কিন্তু তাঁবুর মধ্যেই বরং অন্ধকার, তাই এটিও গ্রহণযোগ্য নয়। (গ) তে আছে, মিশর থেকে তাঁবু আনয়ন সহজ। আলোচ্য passage -এ ধরনের কোনো তথ্য দেয়া নেই। তাছাড়া মিশর সস্তায় তাঁবু তৈরি ও সরবরাহ করে তাও নয়। (ঘ) তে আছে, তাঁবু স্থাপন করা সহজ। হ্যাঁ এটা গ্রহণযোগ্য কারণ, যেকোনো বাসস্থানের চেয়ে তাঁ স্থাপন করা সহজ।
‘The English took them for Egyptians’ অর্থ হলো ইংরেজরা তাদেরকে মিশরীয় মনে করত। সুতরাং অর্থের ক্ষেত্রে 'মনে করা' অর্থটির উপস্থিতি জরুরি। যেহেতু Option (খ) তে consider রয়েছে যার অর্থ মনে করা, তাই সঠিক উত্তর (খ)।
Option (ক) তে বলা হচ্ছে ধারণা পূর্বের মতই রয়েছে। Option (খ) তে বলা হচ্ছে, অনেক বছর পরেও তা তেমন পরিবর্তিত হয়নি। Option (গ) তে বলা হচ্ছে, তারা শিশু চুরি বন্ধ করলে হয়তো পরিবর্তন হতে পারে, Option (ঘ) বলা হচ্ছে পরিবর্তনের ইঙ্গিত বহন করছে (have shown the sings of change). অন্যদিকে passage এর শেষ লাইনে বলা হয়েছে। But this attitude towards the gypsies has gradually changed. সুতরাং মূল passage এর সাথে অর্থের সাযুজ্যের বিচারে সঠিক উত্তর (ঘ)।
বাক্যটির অর্থ: ঝড়ো বাতাসে গাছটি উপড়ে পড়ল। | |||
Blow away | উড়িয়ে নিয়ে যাওয়া | Blow off | নির্গত করা |
Blow up | বিস্ফোরিত হওয়া | Blow out | নিভিয়ে ফেলা |
প্রশ্নঃ The antonym for ‘inimical’-
[ বিসিএস ১৭তম ]
inimical- বৈরী, প্রতিকূল, ক্ষতিকর । এখন, (ক) তে আছে, Hostile- শত্রুভাবাপন্ন, বৈরী (সমার্থক)। (খ) তে আছে, Friendly- বন্ধুভাবাপন্ন, অনুকূল (বিপরীতার্থক)। (গ) তে আছে, Indifferent- অনীহ, নিরুৎসক, উদাসীন (সম্পর্কহীন)। (ঘ) তে আছে, Angry- রাগান্বিত (সম্পর্কহীন)।
প্রশ্নঃ বাস্তিল দুর্গের পতন ঘটেছিল–
[ বিসিএস ১২তম ]
ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের শাসনামলের অসাম্য ও অনাচারপূর্ণ সমাজব্যবস্থা এবং রানি অ্যান্টোনয়েটের অপরিণামদর্শী বিলাসিতা ও অর্থব্যয়ের কারণে শ্রমজীবী মানুষের মধ্যে ক্ষুধা, অনাহার ও দারিদ্র্য বৃদ্ধি পায়। এ অবস্থার প্রেক্ষিতে দার্শনিক রুশো, ভলতেয়ার ও মন্টেস্কুর হৃদয়স্পর্শী আহ্বানে জনগণ ১৪ জুলাই, ১৭৮৯ সালে ক্ষমতার কেন্দ্রবিন্দু বাস্তিল দুর্গ ধ্বংস করে।
প্রশ্নঃ What kind of noun is ‘Girl’?
[ বিসিএস ১০তম ]
যে সকল শব্দ শ্রেণিবাচক বা জাতিবাচক সাধারণ নামকে নির্দেশ কর, তাদেরকে Common noun বলে। যেমন- Boy, Girl, King, Queen, River, City, Country, Sheep, Cow etc.
প্রশ্নঃ What is the meaning of ‘White Elephant’?
[ বিসিএস ১০তম ]
White Elephant– কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক।
প্রশ্নঃ পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
ধাপ ১: বর্তমান বয়সের যোগফল নির্ণয়
পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। তাই তাদের বয়সের যোগফল:
৬ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ : ১। ধরি, ৬ বছর পর পুত্রের বয়স
ধাপ ৩: বর্তমান বয়সের সমীকরণ ৬ বছর পর পিতা ও পুত্রের বয়সের যোগফল:
পুত্রের বর্তমান বয়স:
প্রশ্নঃ প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা (hour) সময় লাগবে?
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
অনুকূলে যাত্রার জন্য মোট গতি হবে
এখন, সময় = দূরত্ব ÷ গতি প্রয়োগ করে,
সুতরাং, প্রতিস্রোতে সময় =
সুতরাং, ফিরে আসার জন্য নৌকার সময় লাগবে ১১ ঘন্টা।
প্রশ্নঃ What is the adjective form of the word 'People'?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
Adjective of the word "People" is populous.
populous - Adjective যার অর্থ : জনাকীর্ণ, জনপূর্ণ, জনাকীর্ণ।
প্রশ্নঃ The study of plants ____.
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
উদ্ভিদবিদ্যা জীববিদ্যার একটি শাখা । উদ্ভিদ সম্পৰ্কীয় বিজ্ঞানই হল উদ্ভিদবিজ্ঞান বা উদ্ভিদবিদ্যা । ব্যাপক অর্থে যে বিদ্যা আমাদের সমস্ত প্রকার উদ্ভিদের আকার, গঠন, প্রকৃতি, শ্বসন, পুষ্টি, রেচন, বৃদ্ধি, জনন, বাসস্থান ইত্যাদি বিস্তারিত ভাবে জ্ঞানার্জনে সাহায্য করে তাকে উদ্ভিদবিজ্ঞান বা উদ্ভিদবিদ্যা বলে । ‘Botany’ শব্দটি গ্রিক শব্দ ‘Botane’ (plant) থেকে উদ্ভব হয়েছে, যার অর্থ গাছপালা বা উদ্ভিদ ।
প্রশ্নঃ The reading of history is interesting . এখানে ‘reading' কী হিসেবে ব্যবহার হয়েছে?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
Proposition ও Article এর মাঝে কোন word থাকলে সেটা Noun হয়।
প্রশ্নঃ Penny wise pound-
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
সঠিক উত্তর হলো foolish।
"Penny wise, pound foolish" একটি প্রবাদ যা বোঝায় যে ছোটখাটো সঞ্চয়ের ক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রদর্শন করা হলেও বড় ক্ষেত্রে অসাবধানতা বা অদূরদর্শিতা দেখা যায়। এটি সাধারণত এমন মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ক্ষুদ্র বিষয়ে অতিরিক্ত মনোযোগ দেয় কিন্তু বড় বিষয়ে গুরুত্বহীন সিদ্ধান্ত নেয়।
প্রশ্নঃ Sin is to confess as fault is to-
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
Sin: Confess
fault: admit
confess-Admit,accept, Acknowledgement.
Confess -Antonym- deny,Repress
প্রশ্নঃ A 'Myth' is-
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
Myth - পৌরাণিক কাহিনী Legend, Legend হলো পৌরাণিক কাহিনী অর্থাৎ, mythological story বা a traditional story. The answer is (a)
প্রশ্নঃ What is the adjective of the word 'Heart' ?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
Heart - Noun ; Hearten - Verb ; Heartening - Adjective
প্রশ্নঃ The antonym of the `awesome'-
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
Awesome - ভয়ানক, চিত্তাকর্ষক,
অন্য option গুলোর অর্থ ভিন্ন।
সুতরাং awesome এর Anthonym হচ্ছে disgusting.
প্রশ্নঃ Which spelling is correct?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
Secretariat মানে - দপ্তর, সম্পাদকবর্গ, সচিবালয়
প্রশ্নঃ Which one is the correct passive form of
'Who will do the work'?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
By whom+ auxiliary verb+ object +be + v3
প্রশ্নঃ 'A person who was before another person refers to-
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
predecessor means পূর্বপুরুষ, পূর্ববর্তী ব্যক্তি, পূর্বগামী ব্যক্তি
প্রশ্নঃ 'Out and Out' means-
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
Out and out একটি Phrase, যার অর্থ পুরোপুরি।
Option (b) তে প্রদত্ত Thoroughly অর্থ পুরোপুরি এবং অর্থ
option (d) তে প্রদত্ত whole heartedly অর্থ সর্বাত্তকরণে। প্রদত্ত option - গুলোর মধ্যে
option (c) তে প্রদত্ত Throughly শব্দটিই একমাত্র out and out নামক phrase - টির সমার্থক।
প্রশ্নঃ Which is the meaning of - White Elephant?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
প্রশ্নে ‘White Elephant’ বা কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক’ এই phrase - টির meaning বা মর্মার্থ জানতে চাওয়া হয়েছে। প্রদত্ত option - গুলোর মধ্যে option (b) তে প্রদত্ত An elephant of white colour অর্থ হলো সাদা রং এর হাতি এবং এটি সঠিক নয়। আবার option (b) তে প্রদত্ত A hoarder বা মজুদদার এটিও সঠিক নয় কারণ প্রদত্ত phrase এর সাথে এর কোন সাদৃশ্য নেই। আবার option (d) তে প্রদত্ত A black marketer অর্থ হলো কালোবাজারি যা সঠিক নয়। অন্যদিকে option (d) তে প্রদত্ত A very costly or troublesome possession অর্থাৎ অত্যন্ত দামি অথচ বিরক্তিকর সম্পদ - সঠিক উত্তর।
প্রশ্নঃ 'Felicitation' means-
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
Felicitation - অভিনন্দন এর সমার্থক শব্দ হচ্ছে- Expression of good wish
প্রশ্নঃ If a substance is cohesive, it tends to ____.
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
Cohesive - দৃঢ়ভাবে একত্রে লেগে থাকে এমন। এখন, Retain heat - তাপ অব্যাহত রাখা। Bend without too much difficulty - খুব বেশি কাঠিন্য ছাড়াই বাঁকা হয়। Stick together । একত্রে লেগে থাকা । Break easily - সহজেই ভেঙে যায়। এখন, আঠাল জিনিস স্বাভাবিকভাবেই নমনীয় বা অর্ধ তরল হয়। যেমন, চুইংগ্রাম , রাবার ইত্যাদি। কাজেই এ ধরনের জিনিস বাঁকা করা (খ) ও ভেঙে যাওয়ার (ঘ) বিষয়টি বাদ দেয়া যায়। আবার, তাপ উৎপাদানকারী বস্তু ব্যতীত তাপ ধরে রাখা যায় না । তাই 'খ' কেও বাদ দেয়া যায়। যে জিনিসি Cohesive (দৃঢ়ভাবে লেগে থাকে) তা অবশ্যই together (একত্রে লেগে থাকে)। অতএব , সঠিক উত্তর 'ক'।
প্রশ্নঃ He insisted ____ my going there.
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
He insisted ____ there. বাক্যের শূন্যস্থানে on my going বসবে ।
Insist on sth/sb doing sth - হচ্ছে একটি appropriate use যা কোনো কিছুর উপর বা কারও কোনো কিছু করার উপর জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
প্রশ্নঃ একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
ধরি, ঘরটির প্রস্থ x মিটার।
সুতরাং, দৈর্ঘ্য ৩x মিটার।
ঘরটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ৩x × x = ৩x² বর্গমিটার।
প্রতি বর্গমিটার কার্পেট ঢাকতে খরচ ৯.৫০ টাকা।
সুতরাং, ৩x² বর্গমিটার কার্পেট ঢাকতে খরচ ৯.৫০ × ৩x² টাকা।
প্রশ্নমতে, ৯.৫০ × ৩x² = ১৮২৪
বা, ২৮.৫x² = ১৮২৪
বা, x² = ১৮২৪/২৮.৫ = ৬৪
বা, x = √৬৪ = ৮
সুতরাং, ঘরটির প্রস্থ ৮ মিটার।
এবং দৈর্ঘ্য ৩ × ৮ = ২৪ মিটার।
অতএব, ঘরটির দৈর্ঘ্য ২৪ মিটার।
প্রশ্নঃ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে দ্বিখণ্ডিত করে। অর্থাৎ, কর্ণ দুটি একে অপরকে সমকোণে (৯০ ডিগ্রি) অতিক্রম করে এবং পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে।