সঠিক উত্তর: গঃ had left
‘My father had left before I came.’ - এই বাক্যটিতে past perfect tense (পুরাঘটিত অতীত কাল) ব্যবহার করা হয়েছে। এর কারণ হলো, ‘I came’ (আমি এসেছিলাম) - এই অতীত কালের ঘটনাটির পূর্বে ‘My father’-এর চলে যাওয়ার কাজটি সম্পন্ন হয়েছিল। অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে শেষ হয়েছিল, সেটি past perfect tense-এ লেখা হয়।
প্রশ্নঃ He had written the book before he-
[ বিসিএস ২৮তম ]
Tense-এর ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। Before conjunction যুক্ত Past Perfect Tense-এর ব্যবহার হলো Before-এর পূর্বের বাক্য Past Perfect Tense হবে এবং Before-এর পরের অংশ Past Indefinite বা Simple Past Tense হবে।
প্রশ্নঃ The prices of rice are -
[ বিসিএস ২৮তম ]
Rise অর্থ ঘুম থেকে ওঠা, জেগে ওঠা, বৃদ্ধি পাওয়া। এর Past ও Past Participle Form যথাক্রমে rose, risen. Raise দ্বারা কোনো কিছুকে ওঠানো বোঝায়। এর Past Form ও Past Participle Form হবে raised. ‘Rise’ verb টির Present Participle হবে rising. উপর্যুক্ত বাক্যটিতে rice-এর মূল্য বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ Continuous Process. অতএব বাক্যটিতে ‘rise’ verb-এর Continuous Tense হবে। অর্থাৎ ing যোগ হয়ে হবে rising.
প্রশ্নঃ Choose the correct sentence.
[ বিসিএস ২৬তম ]
সাধারণত past perfect tense -এ দুটি clause থাকে। এ দুটি clause ‘before বা after’ দ্বারা যুক্ত থাকে। clause দুটি before দ্বারা যুক্ত হলে, before এর পূর্বের clause টি past perfect tense হয় এবং পরের clause টি হয় past indefinite tense.
প্রশ্নঃ I opened the door as soon as I ___ the bell.
[ বিসিএস ২৪তম | ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]
অতীতে কোনো ঘটনা সমসাময়িক সময়ে ঘটলে উভয়ই একই tense-এ হয়। সুতরাং as soon as এর পূর্বে past indefinite থাকায় এর পরেও past indefinite (heard) হবে।
প্রশ্নঃ I am looking for someone who ____ play the piano.
[ বিসিএস ২৪তম ]
কারো কোনো কিছু করার যোগ্যতা, সামর্থ্য বা সুযোগ (Ability or opportunity) রয়েছে বা কেউ কোনো কিছু করতে সক্ষম এরূপ বুঝাতে can ব্যবহৃত হয়। উল্লেখ্য, can শুধু present indefinite tense-এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর present perfect ও future tense-এর ক্ষেত্রে can-এর পরিবর্তে be able to ব্যবহৃত হয়।
প্রশ্নঃ Choose the correct tense –
[ বিসিএস ২৩তম ]
উপরের বাক্যগুলোতে দুটি করে past tense এর clause রয়েছে, যা that দ্বারা যুক্ত হয়েছে। সুতরাং উভয় clause একই tense এর হবে। এখানে অপশনে ‘lie’ verb এর past participle- lain ব্যবহার করা হলেও তাতে lain- এর পূর্বে যথাযথ have verb (had) বসানো হয়নি। laid down ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো ডিম পাড়া বা কোথাও কিছু রাখা (lay)। সুতরাং এর সাথে sleeping এর কোনো সম্পর্ক নেই। Tense এর ভুল ব্যবহার এবং verb এর যথাযথ ব্যবহার হয়নি। Javed was so exhausted that he was lying down for a sleep যেখানে উভয় ক্ষেত্রেই যথাযথভাবে past tense এবং 'lie' verb এর যথাযথ রূপ ব্যবহৃত হয়েছে।
প্রশ্নঃ Three fourths of the work ____ finished.
[ বিসিএস ২৩তম | প্রা.বি.স.শি. 21-06-2019 ]
| Subject | Verb |
|---|---|
| Uncountable noun হলে | Singular হয় |
| Countable noun হলে | Plural হয় |
প্রশ্নঃ What is the past participle form of put?
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
| Present | Past | Past participle |
|---|---|---|
| Put | Put | Put |