আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
16

ক. a noun clause
খ. an adjective clause
গ. an independent clause
ঘ. a co-ordinate clause
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হলো Option1 - a noun clause।

ব্যাখ্যা:

  • "that he will be a B.C.S cadre" অংশটি বাক্যের subject complement হিসেবে কাজ করছে এবং এটি His dream (তার স্বপ্ন) সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে।
  • এটি একটি noun clause, কারণ এটি বাক্যের noun (His dream) কে সংজ্ঞায়িত করছে এবং "what his dream is" এর উত্তর দিচ্ছে।

অন্যান্য অপশন বিশ্লেষণ:

  • Option2 - an adjective clause: ভুল, কারণ এটি কোনো noun বা pronoun কে বিশেষিত করছে না, বরং His dream কে সংজ্ঞায়িত করছে।
  • Option3 - an independent clause: ভুল, কারণ এটি স্বতন্ত্রভাবে একটি সম্পূর্ণ বাক্য হতে পারে না।
  • Option4 - a co-ordinate clause: ভুল, কারণ এটি কোনো conjunction দিয়ে অন্য clause এর সাথে যুক্ত হয়নি।
ক. noun clause
খ. subordinate clause
গ. independent clause
ঘ. coordinate clause
ব্যাখ্যাঃ

অধীন খণ্ডবাক্য (subordinate clause)।

"Sitting happily" এই অংশটি একটি ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য (adverbial subordinate clause)। এটি "laid eggs" (ডিম পাড়ল) এই প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে বিশেষিত করছে, অর্থাৎ কীভাবে ডিম পাড়া হয়েছিল (সুখীভাবে বসে)।

ক. Noun clause
খ. Adjective clause
গ. Adverbial clause
ঘ. Subordinate clause
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হলো Adverbial clause

ব্যাখ্যা:

'Strike while the iron is hot' একটি প্রবাদ বাক্য, যেখানে 'while the iron is hot' অংশটি একটি subordinate clause। এটি main clause 'Strike' (যেটি একটি imperatve sentence-এর মতো) কে বিশেষিত করছে।

  • 'while' একটি subordinating conjunction যা সময় (time) নির্দেশ করে।
  • এই ক্লজটি (while the iron is hot) মূল ক্রিয়া 'Strike' কখন করতে হবে তা নির্দেশ করছে। অর্থাৎ, এটি একটি Adverbial clause of time

অন্যান্য বিকল্পগুলো:

  • Noun clause: একটি Noun clause বাক্যে বিশেষ্য হিসেবে কাজ করে (কর্তা, কর্ম বা পূরক হিসেবে)। যেমন: "I know that he is honest." (এখানে that he is honest একটি Noun clause)।
  • Adjective clause: একটি Adjective clause বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে। যেমন: "This is the boy who won the race." (এখানে who won the race একটি Adjective clause)।
  • Subordinate clause: এটি একটি বিস্তৃত শ্রেণী। Adverbial clause, Noun clause এবং Adjective clause সকলেই Subordinate clause-এর অন্তর্ভুক্ত। যেহেতু Adverbial clause হলো সবচেয়ে নির্দিষ্ট উত্তর এবং এটি সঠিক, তাই এটিই সবচেয়ে ভালো বিকল্প।
ক. A noun clause
খ. An adverbial clause
গ. An adjective clause
ঘ. None of the three
ব্যাখ্যাঃ

'This is the book I lost.' এই বাক্যে 'I lost' হলো: An adjective clause (বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য)

  • একটি বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য (Adjective Clause) বিশেষণের মতো কাজ করে এবং বাক্যে কোনো বিশেষ্য বা সর্বনাম সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।
  • এখানে 'I lost' অংশটি 'book' (বিশেষ্য) সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এটি বোঝায় "যে বইটি আমি হারিয়েছিলাম"।
  • যদিও এখানে একটি সম্পর্কবাচক সর্বনাম (যেমন 'which' বা 'that') উহ্য আছে ('This is the book [which/that] I lost'), তবুও এটি একটি বিশেষণ খণ্ডবাক্য হিসেবেই কাজ করে।
ক. adverb
খ. adjective
গ. conjunction
ঘ. verb
ব্যাখ্যাঃ

Here the underlined word is a conjunction

এখানে আন্ডারলাইন করা শব্দ ‘provided’ একটি conjunction (সংযোজক অব্যয়)। এটি দুটি clause কে যুক্ত করছে:

  • I shall help you (একটি স্বাধীন clause)
  • you obey me (একটি অধীনস্থ clause)

‘Provided’ এখানে একটি শর্ত বোঝাচ্ছে এবং দুটি বাক্যকে শর্তের মাধ্যমে সংযুক্ত করছে। এটি ‘if’ এর সমার্থক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ক. going
খ. go
গ. went
ঘ. gone
ব্যাখ্যাঃ

Complex Sentence-এর নিয়ম অনুযায়ী একটি clause যে tense-এ থাকবে পরবর্তী clauseও সেই tense অনুযায়ী হবে। প্রশ্নে উল্লিখিত বাক্যটির 'did I remember my doctor's' clauseটি simple past form-এ আছে। সুতরাং পরের clause টির verbও simple past form হবে। সুতরাং নিয়ম অনুযায়ী সঠিক উত্তর (গ) went।

ক. has shone
খ. shine
গ. shines
ঘ. was shining
ব্যাখ্যাঃ

সাধারণ নিয়মানুযায়ী principal clause যদি past tense -এ থাকে তাহলে subordinate clause অবশ্যই past tense হবে। সে হিসেবে উত্তর ‘ক’, ‘খ’ এবং ‘গ’ ভুল। অতএব, সঠিক উত্তর ‘ঘ’।

প্রশ্নঃ She told me his name after he ___.

[ বিসিএস ২৫তম ]

ক. leftleft
খ. had left
গ. has left
ঘ. has been leaving
ব্যাখ্যাঃ

কোনো sentence-এ After-এর পূর্ববর্তী Clause টি Past Indifinite tense-এর হলে After-এর পরবর্তী Clause টি Past Perfect tense-এ হবে।

প্রশ্নঃ Tell me ___ that.

[ বিসিএস ২৪তম ]

ক. whom told you
খ. that told you
গ. who told you
ঘ. told you
ব্যাখ্যাঃ

বাক্যটির শূন্যস্থান পূরণ করলে একটি WH question দাঁড়াবে। এক্ষেত্রে উত্তর 'a' তে whom did you tell থাকলে সঠিক হতো। উত্তর (খ) বসালেও যথাযথ বাক্য গঠিত হয় না। আবার উত্তর (ঘ) তে কোনো conjunction না থাকায় দুটি clause সঠিকভাবে যুক্ত হচ্ছে না এবং বাক্যও গঠিত হচ্ছে না। সেক্ষেত্রে উত্তর (গ)-তে who দিয়ে যদি WH question টি শুরু হয় তাহলে ‘কে বলল’ এরূপ একটি অর্থ প্রকাশ পায় এবং যথাযথ নিয়মে sentence গঠিত হয়।

ক. is being asleep
খ. is sleeping
গ. a sleep
ঘ. has slept
ব্যাখ্যাঃ

সাধারণত main clause যদি present tense হয় তাহলে subordinate clause যে কোনো tense-এ হতে পারে। কিন্তু এখানে subordinate clause-এর শুরুতে while থাকায় তা continious tense হবে।

ক. shines
খ. has shone
গ. shine
ঘ. was shining
ব্যাখ্যাঃ

main clause যদি past tense-এ থাকে তাহলে subordinate clause অবশ্যই past tense হবে।

ক. the rainy season began
খ. the rainy season was began
গ. the rainy season had began
ঘ. the rainy season begins
ব্যাখ্যাঃ

Even as থাকলে উভয় Clause এ Past tense হবে।

প্রশ্নঃ We waited until the plane _____.

[ বিসিএস ২৩তম ]

ক. did not take off
খ. took off
গ. had not taken off
ঘ. had taken off
ব্যাখ্যাঃ

এখানে until দ্বারা দুটি clause যুক্ত হয়েছে যার principal clause টি past indefinite tense এর। অতএব নিয়মানুযায়ী subordinate clause টিও past tense এ হওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে did not take off এবং had not taken off ভুল, কারণ until নিজেই negative হওয়ায় তারপর কোনো negative expression ঠিক নয়। তাছাড়া took off এবং had taken off তে perfect tense থাকায় তা সঠিক নয়। সুতরাং took off option টিতে past indefirite tense এর সঠিক ব্যবহার হয়েছে যা এই বাক্যের ক্ষেত্রে সঠিক।

ক. was
খ. had been
গ. has been
ঘ. being
ব্যাখ্যাঃ

বাক্যে past tense-এ দুটি clause রয়েছে এবং এখানে অতীতকালের দুটি কাজের কথা নির্দেশ করা হয়েছে। নিয়মানুযায়ী পূর্বে সংগঠিত কাজটির হবে indefinite past perfect tense আর পরেরটি হবে past perfect tense. আমরা রাস্তাটিতে হাটতে সমর্থ হয়েছিলাম (So, we were able to walk through the path) যেহেতু ইতিপূর্বে রাস্তাটি পাকা করা হয়েছিল। সুতরাং পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved).

ক. While his brother discusses the effects of pollution
খ. While his brother discussed the effects of pollution
গ. While his brother was discussing the effects of pollution
ঘ. While his brother had discussed the effects of pollution
ব্যাখ্যাঃ

While দ্বারা কোনো Sentence বা Clause শুরু হলে While এর পরেই subject থাকলে Verb এর Past Continuous হয়।

ক. Because
খ. Since
গ. Although
ঘ. If
ব্যাখ্যাঃ

দুটি clause যুক্ত এধরনের বাক্যের প্রতিটি clause থেকে Key words সনাক্ত করে এদের সম্পর্ক নির্ণয় করতে হয়। Key word(s) সাধারণত Object এর স্থলে ব্যবহৃত Adjective বা Adverb. এখানে ১ম Clause টির Key words হচ্ছে ‘Solid’ এবং ২য় টির Key words হচ্ছে ‘Liquid’ উভয়ের সম্পর্ক বিপরীতধর্মী। সুতরাং এরা Contrast বা বৈপরীত্য প্রকাশ করেছে। এ ধরনের Contrast indicating conjunction হচ্ছে Although/ Though/Even though ইত্যাদি।

ক. had escaped
খ. had escaped
গ. are escaping
ঘ. have been escaping
ব্যাখ্যাঃ

এখানে Who দ্বারা দুটি clause যুক্ত হয়েছে। প্রথম clause টিতে যেহেতু past tense ব্যবহৃত হয়েছে কাজেই অপর clause টিতেও past tense ব্যবহার করা আবশ্যক। এখানে শুধু had escaped. তাই past tense ব্যবহার করা হয়েছে (had), অপর তিনটিতে present tense ব্যবহার করা হয়েছে।

ক. my education will be employed the University
খ. employment will be given to me by the University
গ. the University will employ me
ঘ. I will be employed of the University
ব্যাখ্যাঃ

এখানে মূল Sentence এ Subject অনুপস্থিত কাজেই gap এ প্রদত্ত clause এর subject থাকতে হবে। (ক) তে subject grammatical error (ঘ) তে subject ঠিক হলেও clause টিতে of থাকায় ভুল। তাই the University will employ me যথার্থ।

ক. sinful–sloth
খ. inevitable – desire
গ. unnecessary – malice
ঘ. intense – hate
ব্যাখ্যাঃ

এ বাক্যে দুটি clause আছে- (১) it is- (২) it overcomes এরা even when দ্বারা যুক্ত। Althouth/though/even though/even when প্রভৃতি দ্বারা দুটি বিপরীত অর্থবোধক ধারণা যুক্ত হয়। সুতরাং শূন্যস্থান দুটোর একটিতে Negative idea এবং অপরটিতে Positive idea ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ব্যবহৃত শব্দ দুটি হবে অর্থগত দিক দিয়ে বিপরীতধর্মী। এখানে, Sinful- পাপপূর্ণ। Sloth- আলস্য, ঢিলেমি। Inevitable - অনতিক্রম্য, অনিবার্য, যা বর্জন করা অসম্ভব। Desire - আকাঙ্ক্ষা, স্বপ্ন, আশা। Unnecessary - অপ্রয়োজনীয়, অহেতুক, অকারণ। Malice - বিদ্বেষ, অশুভ কামনা। Intense - তীব্র, উদগ্র, প্রবল। Hate - ঘৃণা।

ক. All of them
খ. Who all
গ. They all
ঘ. All of whom
ব্যাখ্যাঃ

‘My uncle has three sons অংশটি একটি clause. আবার, work in the same office আরেকটি clause, যা কমা (,) দ্বারা যুক্ত হয়েছে। তাই উভয়ের মধ্যে একটি clause maker (conjunction বা relative pronoun) দরকার। (ক) ও (গ)-তে relative pronoun নেই বলে এগুলো গ্রহণযোগ্য নয়। এখন (খ) ও (ঘ) থেকে সহজেই (ঘ) –কে নেওয়া যায় কারণ। all of whom অর্থ যাদের সকলেই। কিন্তু who all ব্যবহার করা নিয়ম সিদ্ধ নয়। কারণ বাক্যের মধ্যে who (relative pronoun) হিসেবে বসলে এর পর সরাসরি verb ব্যবহার করতে হয়। তাই Who all ভুল।

ক. would come
খ. would have come
গ. may have come
ঘ. may come
ব্যাখ্যাঃ

If যুক্ত clause-টি past perfect tense থাকলে অন্য clause-এ would/could/might + have + past participle form হয়।

প্রশ্নঃ It was I ___ he wanted to sing to.

[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]

ক. which
খ. that
গ. who
ঘ. whom
ব্যাখ্যাঃ

কারণ, "he wanted to sing to" অংশে "he" হচ্ছে কর্তা (subject) এবং "whom" হচ্ছে কর্ম (object)। এখানে "whom" বসবে, কারণ "to" প্রিপজিশনের পরে বসা উচিত বস্তুবাচক সর্বনাম।