আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

 সুধীন্দ্রনাথ দত্ত
 প্রেমেন্দ্র মিত্র
 সমর সেন
 জীবনানন্দ দাশ
ব্যাখ্যাঃ

‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ – এই বিখ্যাত কাব্যাংশটি রচনা করেন ঘঃ জীবনানন্দ দাশ

এটি তাঁর বিখ্যাত কবিতা ‘আকাশলীনা’-র একটি চরণ। কবিতাটি জীবনানন্দের কাব্যগ্রন্থ ‘ধূসর পাণ্ডুলিপি’-তে অন্তর্ভুক্ত। এই পংক্তির মাধ্যমে কবি মানবজাতির চিরন্তনতা এবং প্রকৃতির মাঝে মানুষের স্মৃতি ও প্রভাবের কথা তুলে ধরেছেন।

 বিষ্ণু দে
 বুদ্ধদেব বসু
 রবীন্দ্রনাথ ঠাকুর
 সৈয়দ শামসুল হক
ব্যাখ্যাঃ

জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু

বুদ্ধদেব বসু তাঁর 'আধুনিক বাংলা কবিতা' (প্রথম পর্যায়) গ্রন্থে জীবনানন্দ দাশের কবিতায় একাকীত্ব, বিষণ্ণতা এবং প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ লক্ষ্য করে এই অভিধাটি ব্যবহার করেছিলেন।

 ডব্লিউ বি ইয়েটস
 ক্লিনটন বি সিলি
 অরুন্ধতী রায়
 অমিতাভ ঘোষ
ব্যাখ্যাঃ

ক্লিনটন বি সিলি (Clinton B. Seely) ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর একটি পূর্ণাঙ্গ গ্রন্থ লিখেছেন।

গ্রন্থটির নাম হলো "A Poet Apart"

ক্লিনটন বি সিলি ছিলেন একজন আমেরিকান একাডেমিক, অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যের পণ্ডিত। এই বইটি জীবনানন্দ দাশের প্রথম পূর্ণাঙ্গ জীবনী হিসেবে বিবেচিত হয় এবং ১৯৯০ সালে প্রকাশিত হয়েছিল।

 ধূসর পাণ্ডুলিপি
 কবিতার কথা
 ঝরা পালকের কবি
 দুর্দিনের যাত্রী
ব্যাখ্যাঃ

তিমির হননের কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)-এর প্রবন্ধগ্রন্হ ‘কবিতার কথা’ (১৯৫৪)। তার রচিত কাব্যগ্রন্হ: ‘ঝরাপালক’ (১৯২৭), ‘ধূসর পাণ্ডুলিপি’ (১৯৩৬), ‘বনলতা সেন’ (১৯৪২), ‘সাতটি তারার তিমির’ (১৯৪৮) ‘রূপসী বাংলা’ (১৯৫৭)। উপন্যাস : ‘মাল্যবান’ (১৯৭৩), ‘সতীর্থ’ (১৯৭৪)। ‘দুর্দিনের যাত্রী’ (১৯২২) এবং ‘যুগবাণী’ (১৯২৬) কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্হ।

 বরিশাল জেলা
 ফরিদপুর জেলা
 ঢাকা জেলা
 রাজশাহী জেলা
ব্যাখ্যাঃ

রবীন্দ্র-উত্তর আধুনিক বাংলা কবিতায় পঞ্চপাণ্ডবের একজন ছিলেন জীবনানন্দ দাশ। তাঁর জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে এক ব্রাহ্ম পরিবারে। প্রতিভাবান এই কবি কলকাতায় ট্রামের নিচে পড়ে আহত হন এবং ২২ অক্টোবর ১৯৫৪ মারা যান।

 ধূসর পাণ্ডুলিপি
 নাম রেখেছি কোমল গান্ধার
 একক সন্ধ্যায় বসন্ত
 অন্ধকারে একা
ব্যাখ্যাঃ

জীবনানন্দ দাশের অন্যান্য কাব্যগ্রন্হগুলো হলো- ঝরাপালক, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা।

৭. রূপসী বাংলার কবি-

[ বিসিএস ১২তম ]

 জসীমউদ্দীন
 জীবনানন্দ দাশ
 কালিদাস রায়
 সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যাঃ
কবি উপাধি
জীবনানন্দ দাশ ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি
জসীমউদ্দীন পল্লীকবি
সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর