প্রশ্নঃ নাসা কোন দেশের সংস্থা?
[ বিসিএস ১৯তম ]
ক. জার্মানি
খ. রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
ব্যাখ্যাঃ
নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। নাসার পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration। বর্তমানে বিশ্বব্যাপী মহাকাশ গবেষণা ও অভিযানে এ সংস্থা অগ্রণী ভূমিকা পালন করছে।
প্রশ্নঃ ‘Existentialism’কি?
[ বিসিএস ১৮তম ]
ক. একটি দার্শনিক মতবাদ
খ. প্রাণিবিদ্যার একটি তত্ত্ব
গ. ভূবিদ্যার একটি তত্ত্ব
ঘ. পদার্থবিদ্যার একটি তত্ত্ব
উত্তরঃ একটি দার্শনিক মতবাদ
ব্যাখ্যাঃ
অস্তিত্ববাদ একটি দার্শনিক মতবাদ। এ মতবাদের প্রবক্তা সেরেন কেয়াকেগার্ড। অস্তিত্ববাদ মন নিরপেক্ষ সত্ত্বার স্বাধীন অস্তিত্ব স্বীকার করে এবং অস্তিত্ব সারসত্তার পূর্বগামী এ ধারণার উপর ও মতবাদ প্রতিষ্ঠিত।