প্রশ্নঃ ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
[ বিসিএস ৩২তম ]
ক. রাশিয়া
খ. চীন
গ. ভারত
ঘ. পাকিস্তান
উত্তরঃ রাশিয়া
ব্যাখ্যাঃ
‘তাস’ (TASS) হলো রাশিয়ার একটি রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা। এটি বিশ্বের অন্যতম প্রধান সংবাদ সংস্থা হিসেবে পরিচিত।
ইতিহাস
‘তাস’ মূলত সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ছিল, যার পুরো নাম ছিল Телеграфное агентство Советского Союза (তেলেগ্রাফনয়ে আগেন্তস্তভো সোভিয়েতস্কোগো সোয়ুজা)। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি রাশিয়ার সংবাদ সংস্থা হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে। এর সদর দপ্তর রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত।