প্রশ্নঃ “মানুষ হও এবং মরে বাঁচ।” – এটি কার উক্তি?
[ বিসিএস ৪৬তম ]
ক. প্লেটো
খ. হেগেল
গ. জি. ই. ম্যূর
ঘ. রাসেল
উত্তরঃ হেগেল
প্রশ্নঃ জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?
[ বিসিএস ৪৬তম ]
ক. ২০১০
খ. ২০১১
গ. ২০১২
ঘ. ২০১৮
উত্তরঃ ২০১২
প্রশ্নঃ “দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।” – উক্তিটি কে করেছেন?
[ বিসিএস ৪৬তম ]
ক. আর. বি. পেরি
খ. প্লেটো
গ. সি. ডি. ব্রড
ঘ. বার্ট্রান্ড রাসেল
উত্তরঃ বার্ট্রান্ড রাসেল
প্রশ্নঃ ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?
[ বিসিএস ৪৫তম ]
ক. নৈতিক
খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. সামাজিক
উত্তরঃ নৈতিক
প্রশ্নঃ মূল্যবোধের উৎস কোনটি?
[ বিসিএস ৪৫তম ]
ক. ধর্ম
খ. সমাজ
গ. নৈতিক চেতনা
ঘ. রাষ্ট্র
উত্তরঃ নৈতিক চেতনা
প্রশ্নঃ জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে-
[ বিসিএস ৪৪তম ]
ক. জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে-
খ. সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
গ. সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
ঘ. দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
উত্তরঃ সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
প্রশ্নঃ গণতান্ত্রিক মূল্যবােধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-
[ বিসিএস ৪৪তম ]
ক. নেতৃত্বের প্রতি আনুগত্য
খ. স্বচ্ছ নির্বাচন কমিশন
গ. শক্তিশালী রাজনৈতিক দল
ঘ. পরমতসহিষ্ণুতা
উত্তরঃ পরমতসহিষ্ণুতা
ক. সমাজে বসবাসের মাধ্যমে
খ. বিদ্যালয়ে
গ. পরিবারে
ঘ. রাষ্ট্রের মাধ্যমে
উত্তরঃ পরিবারে
প্রশ্নঃ যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’-এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে-
[ বিসিএস ৪৪তম ]
ক. সততা
খ. সদাচার
গ. কর্তব্যবােধ
ঘ. মূল্যবােধ
উত্তরঃ মূল্যবােধ
প্রশ্নঃ নৈতিক মূল্যবােধের উৎস কোনটি?
[ বিসিএস ৪৩তম ]
ক. সমাজ
খ. নৈতিক চেতনা
গ. রাষ্ট্র
ঘ. ধর্ম
উত্তরঃ নৈতিক চেতনা
প্রশ্নঃ বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
[ বিসিএস ৪৩তম ]
ক. ২০১০
খ. ২০১১
গ. ২০১২
ঘ. ২০১৩
উত্তরঃ ২০১২
প্রশ্নঃ মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
[ বিসিএস ৪১তম ]
ক. বিভিন্নতা
খ. পরিবর্তনশীলতা
গ. আপেক্ষিকতা
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ উপরের সবগুলো
প্রশ্নঃ প্লেটো ‘সদগুণৎ বলতে বুঝিয়েছেন-
[ বিসিএস ৪১তম ]
ক. প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
খ. আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
গ. সুখ, ভালোত্ব ও প্রেম
ঘ. প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ ও সুখ ও ন্যায়
উত্তরঃ প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
প্রশ্নঃ কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
[ বিসিএস ৪১তম ]
ক. সামাজিক মূল্যবোধ
খ. ইতিবাচক মূল্যবোধ
গ. গণতান্ত্রিক মূল্যবোধ
ঘ. নৈতিক মূল্যবোধ
উত্তরঃ সামাজিক মূল্যবোধ
প্রশ্নঃ মূল্যবোধ দৃঢ় হয়-
[ বিসিএস ৪১তম ]
ক. শিক্ষার মাধ্যমে
খ. সুশাসনের মাধ্যমে
গ. ধর্মের মাধ্যমে
ঘ. গণতন্ত্র চর্চার মাধ্যমে
উত্তরঃ শিক্ষার মাধ্যমে
প্রশ্নঃ মূল্যবোধের চালিকা শক্তি হলো-
[ বিসিএস ৪০তম ]
ক. উন্নয়ন
খ. গণতন্ত্র
গ. সংস্কৃতি
ঘ. সুশাসন
উত্তরঃ সংস্কৃতি
প্রশ্নঃ মূল্যবোধ হলো –
[ বিসিএস ৪০তম ]
ক. মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
খ. মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
গ. সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
ঘ. মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা
উত্তরঃ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
প্রশ্নঃ ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় -
[ বিসিএস ৩৪তম ]
ক. খুবই হতাশাবোধ করবেন
খ. বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
গ. সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
ঘ. ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
উত্তরঃ সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন