ক. জাতীয় পরিষদে
খ. গোল টেবিলের বৈঠকে
গ. সোহরাওয়ার্দী উদ্যানে
ঘ. সেনা ছাউনিতে
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে
ক. ১ তারিখে
খ. ২ তারিখে
গ. ৭ তারিখে
ঘ. ২৫ তারিখে
উত্তরঃ ১ তারিখে
ক. ২০১৬
খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৯
উত্তরঃ ২০১৭
প্রশ্নঃ ১৯৫৮ সালে আইয়ুব খান মার্শাল-ল জারি করে কত বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছিল?
[ Bari-17 | Din-19 ]
ক. ৯ বছর
খ. ১০ বছর
গ. ১১ বছর
ঘ. ১২ বছর
উত্তরঃ ১০ বছর
প্রশ্নঃ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ কত মিনিটের ছিল?
[ সকল বোর্ড-13 | Raj-18 | Jess-16 | Mym-19 ]
ক. ১৬
খ. ১৭
গ. ১৮
ঘ. ১৯
উত্তরঃ ১৮
ক. এই বাংলার- হিন্দু, মুসলমান, বাঙালি, অ-বাঙালি যারা আছে তারা আমাদের ভাই "।
খ. "আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না।"
গ. "তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।"
ঘ. "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।"
উত্তরঃ "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।"
ক. সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে
খ. নিয়ম ভঙ্গ করার কারণে
গ. আইন লঙ্ঘন করার কারণে
ঘ. গণতান্ত্রিক আন্দোলনের কারণে
উত্তরঃ গণতান্ত্রিক আন্দোলনের কারণে
ক. প্রত্যাহার
খ. সেনাছাউনি
গ. উচ্চ আদালত
ঘ. সামরিক আইন
উত্তরঃ প্রত্যাহার
ক. ফারসি
খ. হিন্দি
গ. ইংরেজি
ঘ. বাংলা
উত্তরঃ বাংলা
ক. খাজা নাজিম উদ্দিনের
খ. ইয়াহিয়া খানের
গ. নুরুল আমিন সরকারের
ঘ. আইয়ুব খানের
উত্তরঃ ইয়াহিয়া খানের
ক. গোপন বৈঠক
খ. বিরোধপূর্ণ বৈঠক
গ. সংসদীয় বৈঠক
ঘ. গোলটেবিল বৈঠক
উত্তরঃ গোলটেবিল বৈঠক
ক. রাউন্ড টেবিল কনফারেন্স
খ. রাউন্ড টেবিল সেশন
গ. রাউন্ড টেবিল ক্যাটাগরি
ঘ. রাউন্ড টেবিল কর্নার
উত্তরঃ রাউন্ড টেবিল কনফারেন্স
ক. শান্তিপূর্ণ
খ. লাপাতার
গ. ধ্বংসাত্মক
ঘ. সহিংস
উত্তরঃ শান্তিপূর্ণ
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ ১৯৭২ সালে
প্রশ্নঃ "পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা" - স্লোগানটি বাংলার কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?
[ Dha-16 | Din-14 ]
ক. ছয় দফা আন্দোলন
খ. অসহযোগ আন্দোলন
গ. গণঅভ্যুত্থান
ঘ. রাষ্ট্রভাষা আন্দোলন
উত্তরঃ অসহযোগ আন্দোলন
ক. মুসলিম লীগ
খ. যুক্তফ্রন্ট
গ. বামফ্রন্ট
ঘ. ঐক্যজোট
উত্তরঃ যুক্তফ্রন্ট
প্রশ্নঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে "বঙ্গবন্ধু" উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
[ Raj-15 | Comi-16,15 ]
ক. ১৯৬৮
খ. ১৯৬৯
গ. ১৯৭১
ঘ. ১৯৭২
উত্তরঃ ১৯৬৯
ক. ইয়াহিয়া খানের
খ. ভুট্টোর
গ. আইয়ুব খানের
ঘ. টিক্কা খানের
উত্তরঃ আইয়ুব খানের
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৪
উত্তরঃ ১৯৭৪
ক. ১৯২০
খ. ১৯২১
গ. ১৯২২
ঘ. ১৯২৩
উত্তরঃ ১৯২০
ক. ১৯৬৬
খ. ১৯৬৭
গ. ১৯৬৮
ঘ. ১৯৬৯
উত্তরঃ ১৯৬৬
প্রশ্নঃ "বাংলায় হিন্দু-মুসলমান বাঙালি অ-বাঙালি ... আমাদের ভাই"। বলতে কোন চেতনার কথা বলা হয়েছে?
[ Comi-15 ]
ক. ইহজাগতিক চেতনা
খ. মানবিক চেতনা
গ. অসাম্প্রদায়িক চেতনা
ঘ. ধর্মীয় চেতনা
উত্তরঃ অসাম্প্রদায়িক চেতনা
ক. সাম্রাজ্যবাদের ইতিহাস
খ. সামরিক শাসনের ইতিহাস
গ. বিজয়ের ইতিহাস
ঘ. মুমূর্ষু নর-নারীর আর্তনাদের ইতিহাস
উত্তরঃ মুমূর্ষু নর-নারীর আর্তনাদের ইতিহাস
ক. পাকিস্তানি শাসক
খ. সেনা সদস্য
গ. সরকারি কর্মচারী
ঘ. সকল বাঙালি
উত্তরঃ সেনা সদস্য
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. i ও ii
খ. ii
গ. ii ও iii
ঘ. i ও iii
উত্তরঃ i ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়
জ্বলে-পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।
অবাক তাকিয়ে রয়
জ্বলে-পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।
প্রশ্নঃ উদ্ধৃত চরণগুলোতে "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" রচনার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
[ Jess-17 | Chit-18 ]
ক. দৃঢ় অঙ্গীকার
খ. স্বাধীনতার ডাক
গ. অধিকার প্রতিষ্ঠা
ঘ. আপোষহীন মনোভাব
উত্তরঃ আপোষহীন মনোভাব
ক. তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো
খ. এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম
গ. রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব
ঘ. সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না
উত্তরঃ রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"তিতুমীর, সূর্যসেন, নেতাজি সন্তান এই বাংলাদেশের, বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর।"
ক. বাঙালির বাংলা
খ. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
গ. বঙ্গভূমির প্রীতি
ঘ. একুশের গান
উত্তরঃ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
ক. সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না
খ. আমি কি ভুলতে পারি
গ. এই পবিত্র বাংলাদেশ বাঙালির
ঘ. মনের মন্দিরে সদা সেবে বিসর্জন
উত্তরঃ সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না
ক. ১৯৬৯-এর ৭ই মার্চ
খ. ১৯৭১-এর ৩রা মার্চ
গ. ১৯৭১-এর ৭ই মার্চ
ঘ. ১৯৭৪-এর ৩রা মার্চ
উত্তরঃ ১৯৭১-এর ৭ই মার্চ
ক. আজও স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়
খ. সংগ্রাম পরিষদ গড়ে তোলার অঙ্গীকার
গ. অ্যাসেম্বলিতে না বসার আহ্বান
ঘ. বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান
উত্তরঃ বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান
ক. শেখ মুজিবুর রহমান
খ. ইয়াহিয়া খান
গ. মাওলানা ভাসানী
ঘ. জুলফিকার আলী ভুট্টো
উত্তরঃ ইয়াহিয়া খান
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবন যাপন করেন। ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তাঁর জীবন থেকে কেড়ে নেয় ২৭টি বছর। কিন্তু তিনি কখনও মাথা নত করেননি। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের।
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. গভীর দেশপ্রেম
খ. বাঙালি সংস্কৃতি
গ. স্বাধীন রাষ্ট্র
ঘ. বৈষম্য থেকে মুক্তি
উত্তরঃ স্বাধীন রাষ্ট্র
প্রশ্নঃ অ্যাসেম্বলিতে আলোচনার জন্য পশ্চিম পাকিস্তান থেকে কতজন সদস্য এখানে আসলেন?
[ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা ]
ক. ৩০ জন
খ. ৩১ জন
গ. ৩8 জন
ঘ. ৩৫ জন
উত্তরঃ ৩৫ জন
প্রশ্নঃ বঙ্গবন্ধু সামরিক আইনের কোনটি উইথড্র করার দাবি জানান?
[ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা ]
ক. রাষ্ট্র পরিচালনার বিধান
খ. মার্শাল ল"
গ. পশ্চিম পাকিস্তানিদের অন্তর্ভুক্তি
ঘ. প্রয়োগ
উত্তরঃ মার্শাল ল"
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৪ সালের
ঘ. ১৯৭৬ সালে
উত্তরঃ ১৯৭২ সালে
ক. কারাগার থেকে মুক্তি
খ. বন্দিদশা থেকে মুক্তি
গ. কাজের দায়িত্ব থেকে মুক্তি
ঘ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি
উত্তরঃ শোষণ-নির্যাতন থেকে মুক্তি
ক. ৬ জুন
খ. ৭ জুন
গ. ৮ জুন
ঘ. ৯ জুন
উত্তরঃ ৭ জুন
ক. প্রায় তিন লক্ষ
খ. প্রায় পাঁচ লক্ষ
গ. প্রায় সাত লক্ষ
ঘ. প্রায় দশ লক্ষ
উত্তরঃ প্রায় দশ লক্ষ
ক. সায়রা খাতুন
খ. সায়েরা খাতুন
গ. সাহারা খাতুন
ঘ. সাবেরা খাতুন
উত্তরঃ সায়েরা খাতুন
প্রশ্নঃ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় ডেকেছিলেন?
[ জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]
ক. ঢাকায়
খ. করাচিতে
গ. লাহোরে
ঘ. কলকাতা
উত্তরঃ ঢাকায়
ক. শেখ ফজলুর রহমান
খ. শেখ শামসুর রহমান
গ. শেখ মনসুর রহমান
ঘ. শেখ লুৎফর রহমান
উত্তরঃ শেখ লুৎফর রহমান
প্রশ্নঃ আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন ?
[ চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী ]
ক. শেখ মুজিবুর রহমান
খ. ইয়াহিয়া খান
গ. মাওলানা ভাসানী
ঘ. জুলফিকার আলী ভুট্টো
উত্তরঃ ইয়াহিয়া খান
ক. ১৯৭৩
খ. ১৯৭২
গ. ১৯৭১
ঘ. ১৯৭৪
উত্তরঃ ১৯৭১