প্রশ্নঃ রেসকোর্স ময়দানের ভাষণই বাংলাদেশের স্বাধীনতার আহ্বান। কেননা এই ভাষণ-
ক. আজও স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়
খ. সংগ্রাম পরিষদ গড়ে তোলার অঙ্গীকার
গ. অ্যাসেম্বলিতে না বসার আহ্বান
ঘ. বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান
উত্তরঃ বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. গোল টেবিলের বৈঠকে
খ. সোহরাওয়ার্দী উদ্যানে
ক. জাতীয় পরিষদে
খ. সেনা ছাউনিতে
গ. সোহরাওয়ার্দী উদ্যানে
ক. জাতীয় পরিষদে
খ. গোল টেবিলের বৈঠকে
গ. সোহরাওয়ার্দী উদ্যানে
ঘ. সেনা ছাউনিতে
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে
ক. ১ তারিখে
খ. ২ তারিখে
ক. ২ তারিখে
খ. ১ তারিখে
গ. ২৫ তারিখে
ক. ১ তারিখে
খ. ২ তারিখে
গ. ৭ তারিখে
ঘ. ২৫ তারিখে
উত্তরঃ ১ তারিখে
ক. ২০১৭
খ. ২০১৬
ক. ২০১৭
খ. ২০১৯
গ. ২০১৬
ক. ২০১৬
খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৯
উত্তরঃ ২০১৭
প্রশ্নঃ ১৯৫৮ সালে আইয়ুব খান মার্শাল-ল জারি করে কত বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছিল?
[ Bari-17 | Din-19 ]
ক. ১০ বছর
খ. ১১ বছর
ক. ১০ বছর
খ. ১১ বছর
গ. ১২ বছর
ক. ৯ বছর
খ. ১০ বছর
গ. ১১ বছর
ঘ. ১২ বছর
উত্তরঃ ১০ বছর
প্রশ্নঃ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ কত মিনিটের ছিল?
[ সকল বোর্ড-13 | Raj-18 | Jess-16 | Mym-19 ]
ক. ১৯
খ. ১৮
ক. ১৮
খ. ১৭
গ. ১৬
ক. ১৬
খ. ১৭
গ. ১৮
ঘ. ১৯
উত্তরঃ ১৮
ক. "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।"
খ. "তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।"
ক. "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।"
খ. এই বাংলার- হিন্দু, মুসলমান, বাঙালি, অ-বাঙালি যারা আছে তারা আমাদের ভাই "।
গ. "আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না।"
ক. এই বাংলার- হিন্দু, মুসলমান, বাঙালি, অ-বাঙালি যারা আছে তারা আমাদের ভাই "।
খ. "আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না।"
গ. "তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।"
ঘ. "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।"
উত্তরঃ "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।"
ক. গণতান্ত্রিক আন্দোলনের কারণে
খ. সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে
ক. গণতান্ত্রিক আন্দোলনের কারণে
খ. আইন লঙ্ঘন করার কারণে
গ. নিয়ম ভঙ্গ করার কারণে
ক. সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে
খ. নিয়ম ভঙ্গ করার কারণে
গ. আইন লঙ্ঘন করার কারণে
ঘ. গণতান্ত্রিক আন্দোলনের কারণে
উত্তরঃ গণতান্ত্রিক আন্দোলনের কারণে
ক. প্রত্যাহার
খ. সামরিক আইন
ক. প্রত্যাহার
খ. সামরিক আইন
গ. সেনাছাউনি
ক. প্রত্যাহার
খ. সেনাছাউনি
গ. উচ্চ আদালত
ঘ. সামরিক আইন
উত্তরঃ প্রত্যাহার
ক. বাংলা
খ. ফারসি
ক. বাংলা
খ. ইংরেজি
গ. ফারসি
ক. ফারসি
খ. হিন্দি
গ. ইংরেজি
ঘ. বাংলা
উত্তরঃ বাংলা
ক. খাজা নাজিম উদ্দিনের
খ. ইয়াহিয়া খানের
ক. খাজা নাজিম উদ্দিনের
খ. নুরুল আমিন সরকারের
গ. ইয়াহিয়া খানের
ক. খাজা নাজিম উদ্দিনের
খ. ইয়াহিয়া খানের
গ. নুরুল আমিন সরকারের
ঘ. আইয়ুব খানের
উত্তরঃ ইয়াহিয়া খানের
ক. গোলটেবিল বৈঠক
খ. গোপন বৈঠক
ক. গোপন বৈঠক
খ. বিরোধপূর্ণ বৈঠক
গ. গোলটেবিল বৈঠক
ক. গোপন বৈঠক
খ. বিরোধপূর্ণ বৈঠক
গ. সংসদীয় বৈঠক
ঘ. গোলটেবিল বৈঠক
উত্তরঃ গোলটেবিল বৈঠক
ক. রাউন্ড টেবিল ক্যাটাগরি
খ. রাউন্ড টেবিল কনফারেন্স
ক. রাউন্ড টেবিল কনফারেন্স
খ. রাউন্ড টেবিল ক্যাটাগরি
গ. রাউন্ড টেবিল সেশন
ক. রাউন্ড টেবিল কনফারেন্স
খ. রাউন্ড টেবিল সেশন
গ. রাউন্ড টেবিল ক্যাটাগরি
ঘ. রাউন্ড টেবিল কর্নার
উত্তরঃ রাউন্ড টেবিল কনফারেন্স
ক. শান্তিপূর্ণ
খ. লাপাতার
ক. শান্তিপূর্ণ
খ. লাপাতার
গ. সহিংস
ক. শান্তিপূর্ণ
খ. লাপাতার
গ. ধ্বংসাত্মক
ঘ. সহিংস
উত্তরঃ শান্তিপূর্ণ
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭৪ সালে
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ ১৯৭২ সালে
প্রশ্নঃ "পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা" - স্লোগানটি বাংলার কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?
[ Dha-16 | Din-14 ]
ক. অসহযোগ আন্দোলন
খ. রাষ্ট্রভাষা আন্দোলন
ক. অসহযোগ আন্দোলন
খ. রাষ্ট্রভাষা আন্দোলন
গ. গণঅভ্যুত্থান
ক. ছয় দফা আন্দোলন
খ. অসহযোগ আন্দোলন
গ. গণঅভ্যুত্থান
ঘ. রাষ্ট্রভাষা আন্দোলন
উত্তরঃ অসহযোগ আন্দোলন