প্রশ্নঃ "আজ বাংলার মানুষ মুক্তি চায়" বলতে কী বোঝানো হয়েছে?
[ উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা ]
ক. কারাগার থেকে মুক্তি
খ. বন্দিদশা থেকে মুক্তি
গ. কাজের দায়িত্ব থেকে মুক্তি
ঘ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি
উত্তরঃ শোষণ-নির্যাতন থেকে মুক্তি
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. সোহরাওয়ার্দী উদ্যানে
খ. গোল টেবিলের বৈঠকে
ক. সোহরাওয়ার্দী উদ্যানে
খ. গোল টেবিলের বৈঠকে
গ. জাতীয় পরিষদে
ক. জাতীয় পরিষদে
খ. গোল টেবিলের বৈঠকে
গ. সোহরাওয়ার্দী উদ্যানে
ঘ. সেনা ছাউনিতে
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে
ক. ২৫ তারিখে
খ. ১ তারিখে
ক. ২ তারিখে
খ. ৭ তারিখে
গ. ১ তারিখে
ক. ১ তারিখে
খ. ২ তারিখে
গ. ৭ তারিখে
ঘ. ২৫ তারিখে
উত্তরঃ ১ তারিখে
ক. ২০১৭
খ. ২০১৬
ক. ২০১৬
খ. ২০১৯
গ. ২০১৭
ক. ২০১৬
খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৯
উত্তরঃ ২০১৭
প্রশ্নঃ ১৯৫৮ সালে আইয়ুব খান মার্শাল-ল জারি করে কত বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছিল?
[ Bari-17 | Din-19 ]
ক. ১০ বছর
খ. ১২ বছর
ক. ১১ বছর
খ. ১০ বছর
গ. ১২ বছর
ক. ৯ বছর
খ. ১০ বছর
গ. ১১ বছর
ঘ. ১২ বছর
উত্তরঃ ১০ বছর
প্রশ্নঃ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ কত মিনিটের ছিল?
[ সকল বোর্ড-13 | Raj-18 | Jess-16 | Mym-19 ]
ক. ১৬
খ. ১৮
ক. ১৬
খ. ১৮
গ. ১৭
ক. ১৬
খ. ১৭
গ. ১৮
ঘ. ১৯
উত্তরঃ ১৮
ক. "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।"
খ. এই বাংলার- হিন্দু, মুসলমান, বাঙালি, অ-বাঙালি যারা আছে তারা আমাদের ভাই "।
ক. "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।"
খ. এই বাংলার- হিন্দু, মুসলমান, বাঙালি, অ-বাঙালি যারা আছে তারা আমাদের ভাই "।
গ. "তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।"
ক. এই বাংলার- হিন্দু, মুসলমান, বাঙালি, অ-বাঙালি যারা আছে তারা আমাদের ভাই "।
খ. "আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না।"
গ. "তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।"
ঘ. "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।"
উত্তরঃ "যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।"
ক. নিয়ম ভঙ্গ করার কারণে
খ. গণতান্ত্রিক আন্দোলনের কারণে
ক. সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে
খ. গণতান্ত্রিক আন্দোলনের কারণে
গ. আইন লঙ্ঘন করার কারণে
ক. সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে
খ. নিয়ম ভঙ্গ করার কারণে
গ. আইন লঙ্ঘন করার কারণে
ঘ. গণতান্ত্রিক আন্দোলনের কারণে
উত্তরঃ গণতান্ত্রিক আন্দোলনের কারণে
ক. প্রত্যাহার
খ. সেনাছাউনি
ক. সেনাছাউনি
খ. প্রত্যাহার
গ. উচ্চ আদালত
ক. প্রত্যাহার
খ. সেনাছাউনি
গ. উচ্চ আদালত
ঘ. সামরিক আইন
উত্তরঃ প্রত্যাহার
ক. ফারসি
খ. বাংলা
ক. বাংলা
খ. ইংরেজি
গ. ফারসি
ক. ফারসি
খ. হিন্দি
গ. ইংরেজি
ঘ. বাংলা
উত্তরঃ বাংলা
ক. ইয়াহিয়া খানের
খ. নুরুল আমিন সরকারের
ক. ইয়াহিয়া খানের
খ. আইয়ুব খানের
গ. নুরুল আমিন সরকারের
ক. খাজা নাজিম উদ্দিনের
খ. ইয়াহিয়া খানের
গ. নুরুল আমিন সরকারের
ঘ. আইয়ুব খানের
উত্তরঃ ইয়াহিয়া খানের
ক. গোলটেবিল বৈঠক
খ. গোপন বৈঠক
ক. গোলটেবিল বৈঠক
খ. সংসদীয় বৈঠক
গ. গোপন বৈঠক
ক. গোপন বৈঠক
খ. বিরোধপূর্ণ বৈঠক
গ. সংসদীয় বৈঠক
ঘ. গোলটেবিল বৈঠক
উত্তরঃ গোলটেবিল বৈঠক
ক. রাউন্ড টেবিল ক্যাটাগরি
খ. রাউন্ড টেবিল কনফারেন্স
ক. রাউন্ড টেবিল কনফারেন্স
খ. রাউন্ড টেবিল সেশন
গ. রাউন্ড টেবিল ক্যাটাগরি
ক. রাউন্ড টেবিল কনফারেন্স
খ. রাউন্ড টেবিল সেশন
গ. রাউন্ড টেবিল ক্যাটাগরি
ঘ. রাউন্ড টেবিল কর্নার
উত্তরঃ রাউন্ড টেবিল কনফারেন্স
ক. ধ্বংসাত্মক
খ. শান্তিপূর্ণ
ক. শান্তিপূর্ণ
খ. লাপাতার
গ. সহিংস
ক. শান্তিপূর্ণ
খ. লাপাতার
গ. ধ্বংসাত্মক
ঘ. সহিংস
উত্তরঃ শান্তিপূর্ণ
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৪ সালে
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ ১৯৭২ সালে
প্রশ্নঃ "পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা" - স্লোগানটি বাংলার কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?
[ Dha-16 | Din-14 ]
ক. ছয় দফা আন্দোলন
খ. অসহযোগ আন্দোলন
ক. গণঅভ্যুত্থান
খ. রাষ্ট্রভাষা আন্দোলন
গ. অসহযোগ আন্দোলন
ক. ছয় দফা আন্দোলন
খ. অসহযোগ আন্দোলন
গ. গণঅভ্যুত্থান
ঘ. রাষ্ট্রভাষা আন্দোলন
উত্তরঃ অসহযোগ আন্দোলন