আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

 ইরান
 ইরাক
 জর্ডান
 সিরিয়া
ব্যাখ্যাঃ

আলেপ্পো শহরটি সিরিয়া দেশে অবস্থিত। এটি সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত এবং দেশটির বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম।

 ভারত ও চীন
 নেপাল ও চীন
 পাকিস্তান ও চীন
 ভারত ও পাকিস্তান
ব্যাখ্যাঃ

সিয়াচেন হিমবার (Siachen Glacier) হলো পৃথিবীর একমাত্র যুদ্ধবিধ্বস্ত হিমবাহ এবং এটি ভারত এবং পাকিস্তান দেশের মধ্যে অবস্থিত।

এটি কাশ্মীর অঞ্চলের উত্তরাঞ্চলে হিমালয়ের তুষারময় অঞ্চলে অবস্থান করছে, যেখানে দুই দেশের সেনাবাহিনী একে অপরকে নজরদারি করছে এবং সংঘর্ষের মধ্যে রয়েছে।

সিয়াচেন হিমবারের এই এলাকার অধিকাংশ অংশই ৫,০০০ মিটার (১৬,৪০০ ফুট) উচ্চতায় অবস্থিত, যা শীতকালেও অত্যন্ত শীতল এবং কঠিন পরিবেশে পরিণত হয়।

৩. ক্ষুদ্রতম মহাদেশ :

[ বিসিএস ৪৫তম ]

 অস্ট্রেলিয়া
 ইউরোপ
 আফ্রিকা
 দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যাঃ

ক্ষুদ্রতম মহাদেশ হলো কঃ অস্ট্রেলিয়া

আয়তনের দিক থেকে অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ।

 ইন্দোনেশিয়া
 থাইল্যান্ড
 ফিলিপাইন
 কম্বোডিয়া
ব্যাখ্যাঃ

বান্দা আচেহ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত।

৫. ‘Elephant Pass’ অবস্থিত?

[ বিসিএস ৪৫তম ]

 থাইল্যান্ড
 দক্ষিণ আফ্রিকা
 শ্রীলঙ্কা
 মালয়শিয়া
ব্যাখ্যাঃ

‘Elephant Pass’ শ্রীলঙ্কায় অবস্থিত।

এটি জাফনা উপদ্বীপের প্রবেশদ্বারে অবস্থিত একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থলযোট (isthmus)। এর একদিকে জাফনা উপদ্বীপ এবং অন্যদিকে শ্রীলঙ্কার মূল ভূখণ্ড। গৃহযুদ্ধের সময় এই এলাকাটি বহুবার সংঘর্ষের কেন্দ্র ছিল।

 গায়ানা
 বলিভিয়া
 ব্রাজিল
 কলাম্বিয়া
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হল খঃ বলিভিয়া

গায়ানা, ব্রাজিল এবং কলাম্বিয়া - এই তিনটি দেশই ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র। ভেনিজুয়েলার পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং পশ্চিমে কলাম্বিয়ার সাথে সীমান্ত রয়েছে। বলিভিয়া ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়; এটি ভেনিজুয়েলার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত এবং ব্রাজিল ও পেরু দ্বারা ভেনিজুয়েলা থেকে বিচ্ছিন্ন।

 জার্মানি
 ইতালি
 পোল্যান্ড
 ইউক্রেন
ব্যাখ্যাঃ

ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেন-কে।

ইউক্রেনের উর্বর কৃষ্ণ মৃত্তিকা এবং অনুকূল জলবায়ু গমসহ বিভিন্ন শস্য উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। একসময় ইউক্রেন ছিল সোভিয়েত ইউনিয়নের প্রধান শস্য সরবরাহকারী অঞ্চল। বর্তমানেও বিশ্বের অন্যতম প্রধান গম রপ্তানিকারক দেশ হিসেবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশটির বিশাল কৃষি জমি এবং উৎপাদন ক্ষমতা এটিকে "ইউরোপের রুটির ঝুড়ি" উপাধি এনে দিয়েছে।

 যুক্তরাষ্ট্র
 প্রাচীন গ্রীস
 প্রাচীন রােম
 প্রাচীন ভারত
ব্যাখ্যাঃ

গণতন্ত্রের ধারণা প্রথম প্রাচীন গ্রিসের এথেন্স নগর রাষ্ট্রে উৎসারিত হয়।

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ক্লেইস্থেনিসের হাত ধরে এথেন্সে গণতন্ত্রের সূচনা হয়। এই ব্যবস্থায় রাষ্ট্রের সকল নাগরিকের (তবে নারী, দাস ও বিদেশীদের বাদ দেওয়া হতো) আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণের সুযোগ ছিল। তাই এথেন্সকেই গণতন্ত্রের জন্মস্থান হিসেবে ধরা হয়।

 এডেন উপসাগরের পাশে
 প্রশান্ত মহাসাগরে
 দক্ষিণ আমেরিকায়
 দক্ষিণ চীন সাগরে
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হল কঃ এডেন উপসাগরের পাশে

জিবুতি দেশটি পূর্ব আফ্রিকায়, এডেন উপসাগরের পশ্চিম প্রান্তে বাব-এল-মান্দেব প্রণালীর পাশে অবস্থিত। এর উত্তরে ইরিত্রিয়া, পশ্চিমে ও দক্ষিণে ইথিওপিয়া এবং দক্ষিণ-পূর্বে সোমালিয়া অবস্থিত।

 মালয়েশিয়া
 ফিলিপাইন
 ভিয়েতনাম
 কম্বােডিয়া
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হল ঘঃ কম্বোডিয়া

কম্বোডিয়া দক্ষিণ চীন সাগরের জলসীমার উপর কোনো আনুষ্ঠানিক দাবি জানায় না। এই অঞ্চলের জলসীমা এবং দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে মূলত চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ানের মধ্যে বিরোধ বিদ্যমান।

 ভারত-নেপাল
 ভারত-পাকিস্তান
 ভারত-চীন
 ভারত-ভুটান
ব্যাখ্যাঃ

নাথু লা পাস হলো হিমালয়ের ডংক্যা পর্বতশ্রেণীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গিরিপথ। এটি চীনের তিব্বতের ইয়াতুং কাউন্টি এবং ভারতের সিকিম রাজ্য ও পশ্চিমবঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে। এই গিরিপথটি ৪,৩১০ মিটার উচ্চতায় অবস্থিত।

এখানে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া হল:

  • অবস্থান: এটি পূর্বে সিকিম জেলার হিমালয়ে অবস্থিত।
  • এটি ভারত ও চীনের মধ্যে তিনটি খোলা বাণিজ্য সীমান্ত পোস্টের মধ্যে একটি।
  • ঐতিহাসিক সিল্ক রুটের একটি অংশ ছিল এই গিরিপথটি।
  • ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর এটি প্রায় ৪ দশক বন্ধ ছিল, পরে ২০০৬ সালে পুনরায় খোলা হয়।
  • ভারতের নাগরিকরা গ্যাংটকে পারমিট পাওয়ার পরেই এই গিরিপথটি দেখতে যেতে পারেন।

১২. আকাবা একটি-

[ বিসিএস ৪৩তম ]

 সমুদ্র বন্দর
 বিমান বন্দর
 স্থল বন্দর
 নদী বন্দর
ব্যাখ্যাঃ

আকাবা একটি সমুদ্র বন্দর

এটি জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর এবং লোহিত সাগরের উত্তর-পূর্ব প্রান্তে আকাবা উপসাগরের তীরে অবস্থিত। এটি জর্ডানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এবং পর্যটন আকর্ষণ।

১৩. Trafalgar Square-এর অবস্থান-

[ বিসিএস ৪৩তম ]

 রাশিয়ায়
 ইংল্যান্ডে
 ফ্রান্সে
 চীনে
ব্যাখ্যাঃ

ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনের সিটি অফ ওয়েস্টমিনস্টারে অবস্থিত একটি জনচত্বর। এটি একটি গুরুত্বপূর্ণ স্থান এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

ট্রাফালগার স্কয়ারের প্রধান বৈশিষ্ট্য:

  • নেলসন স্তম্ভ (Nelson's Column): স্কয়ারের কেন্দ্রে অবস্থিত একটি বিখ্যাত স্মৃতিস্তম্ভ, যা ১৮০৫ সালে ট্রাফালগারের যুদ্ধে অ্যাডমিরাল লর্ড হোরাশিও নেলসনের বিজয়ের স্মরণে নির্মিত। স্তম্ভের উপরে নেলসনের একটি মূর্তি রয়েছে এবং এর পাদদেশে চারটি ব্রোঞ্জের সিংহ দ্বারা এটি সুরক্ষিত।
  • ঝর্ণা (Fountains): স্যার এডউইন লুটিয়েন্সের নকশা করা দুটি বড় এবং কারুকার্যময় ঝর্ণা এখানে রয়েছে।
  • মূর্তি ও ভাস্কর্য (Statues and Sculptures): নেলসন স্তম্ভ ছাড়াও, স্কয়ারে চতুর্থ জর্জের অশ্বারোহী মূর্তি এবং জেনারেল স্যার চার্লস জেমস নেপিয়ার ও মেজর জেনারেল স্যার হেনরি হ্যাভলকের মূর্তি সহ আরও বেশ কয়েকটি মূর্তি রয়েছে।
  • চতুর্থ ভিত্তিবেদী (The Fourth Plinth): উত্তর-পশ্চিম কোণে অবস্থিত একটি খালি ভিত্তিবেদী যা ১৯৯৯ সাল থেকে বিভিন্ন আধুনিক শিল্পকর্ম প্রদর্শনের জন্য ব্যবহৃত হচ্ছে।
  • জাতীয় গ্যালারি (National Gallery): স্কয়ারের উত্তর দিকে অবস্থিত একটি বিখ্যাত আর্ট মিউজিয়াম।
  • সেন্ট মার্টিন-ইন-দ্য-ফিল্ডস (St Martin-in-the-Fields): স্কয়ারের উত্তর-পূর্ব কোণে অবস্থিত একটি ঐতিহাসিক গির্জা।
 একটি দেশের নাম
 ম্যানগ্রোভ বন
 একটি দ্বীপ
 সাবমেরিন ক্যানিয়ন
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হল ঘঃ সাবমেরিন ক্যানিয়ন

‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ হলো বঙ্গোপসাগরের একটি গভীর খাদ বা সাবমেরিন ক্যানিয়ন। এটি মেঘনা নদীর মোহনার দক্ষিণে অবস্থিত।

 ইরাবতী মায়ানমারের একটি নদী
 গোবী মরুভূমি ভারতে অবস্থিত
 থর মরুভূমি পশ্চিমে অবস্থিত
 সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হলো খঃ গোবী মরুভূমি ভারতে অবস্থিত

কারণ গোবী মরুভূমি মূলত চীন এবং মঙ্গোলিয়ায় বিস্তৃত।

অন্যান্য বিকল্পগুলো সত্য:

  • ইরাবতী মায়ানমারের একটি গুরুত্বপূর্ণ নদী।
  • থর মরুভূমি ভারতের পশ্চিমে এবং পাকিস্তানের পূর্বে অবস্থিত।
  • সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত।
 জানুয়ারি
 ফেব্রুয়ারি
 ডিসেম্বর
 মে
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হলো কঃ জানুয়ারি

যদিও ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস জুড়ে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে এবং এই মাসগুলো উষ্ণতম, তবে সাধারণত জানুয়ারি মাসকেই উষ্ণতম মাস হিসেবে ধরা হয়। কারণ এই সময়ে সূর্য দক্ষিণ গোলার্ধে সরাসরি কিরণ দেয় এবং উত্তাপ সবচেয়ে বেশি থাকে।

 ফিনল্যান্ড
 পোল্যান্ড
 অস্ট্রিয়া
 সুইডেন
ব্যাখ্যাঃ

অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটি দেশ। এটি বাল্টিক অঞ্চলের অন্তর্ভুক্ত নয়।

অন্যদিকে:

  • ফিনল্যান্ড এবং সুইডেন বাল্টিক সাগরের তীরে অবস্থিত এবং প্রায়শই বাল্টিক অঞ্চলের অংশ হিসেবে বিবেচিত হয়, যদিও ভৌগোলিকভাবে নর্ডিক দেশ হিসেবেও পরিচিত।
  • পোল্যান্ড বাল্টিক সাগরের দক্ষিণ তীরে অবস্থিত এবং ঐতিহাসিকভাবে বাল্টিক অঞ্চলের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত।
 ভারত মহাসাগর
 প্রশান্ত মহাসাগর
 আটলান্টিক মহাসাগর
 আর্কটিক মহাসাগর
ব্যাখ্যাঃ

সলোমন দ্বীপপুঞ্জ হলো প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র, যা ওশেনিয়া মহাদেশে অবস্থিত। এটি পাপুয়া নিউ গিনির পূর্বে এবং ভানুয়াতুর উত্তর-পশ্চিমে অবস্থিত।

সলোমন দ্বীপপুঞ্জ সম্পর্কে কিছু তথ্য:

  • রাজধানী: হোনিয়ারা (Honiara), যা গুয়াদালকানাল দ্বীপে অবস্থিত।
  • ভূগোল: এটি ৬টি বড় দ্বীপ এবং প্রায় ৯০০টিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। এর প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর, যেখানে রেইনফরেস্ট, উপহ্রদ (লেগুন), জলপ্রপাত এবং শান্ত বালুকাময় সৈকত রয়েছে। এখানকার জলজ জীবনও অত্যন্ত সমৃদ্ধ।
  • স্বাধীনতা: ১৯৭৮ সালের ৭ জুলাই এটি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ভাষা: এর সরকারি ভাষা ইংরেজি হলেও, স্থানীয় মেলানেশিয়ান ভাষাগুলোও প্রচলিত।
  • জনসংখ্যা: ২০২৩ সালের আনুমানিক হিসাব অনুযায়ী, এর জনসংখ্যা প্রায় ৮ লক্ষ।
  • সংস্কৃতি: সলোমন দ্বীপপুঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ ও বর্ণময়। এখানকার আদিবাসী জনগোষ্ঠী প্রকৃতি এবং বন বাস্তুতন্ত্রের সাথে গভীর সংযোগ বজায় রাখে।
  • অর্থনীতি: মূলত কৃষি ও মৎস্য চাষের উপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর কাছে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যার ফলে এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের প্রচেষ্টা দেখা যায়।
 ভারত
 চীন
 মিয়ানমার
 আফগানিস্তান
ব্যাখ্যাঃ

চীন পৃথিবীর এমন একটি রাষ্ট্র যার সর্বাধিক সংখ্যক রাষ্ট্রের সাথে স্থল সীমান্ত রয়েছে। চীন মোট ১৪টি রাষ্ট্রের সাথে সীমান্ত ভাগ করে।

চীনের সীমান্তবর্তী দেশগুলো:

  1. ভারত
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. তাজিকিস্তান
  5. কিরগিজস্তান
  6. কাজাখস্তান
  7. মঙ্গোলিয়া
  8. রাশিয়া
  9. উত্তর কোরিয়া
  10. ভিয়েতনাম
  11. লাওস
  12. মিয়ানমার
  13. নেপাল
  14. ভুটান

অতএব, চীনই সেই দেশ যেটি সর্বাধিক (১৪টি) রাষ্ট্রের সাথে স্থলসীমান্ত ভাগ করে

 মিশর
 ইরান
 ইরাক
 সিরিয়া
ব্যাখ্যাঃ

আলেপ্পো (Aleppo) সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। এটি সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং আলেপ্পো প্রদেশের রাজধানী।

ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব:

আলেপ্পো রাজধানী দামেস্ক থেকে প্রায় ৩১০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি তুরস্কের সীমান্তবর্তী চেকপয়েন্ট বাব আল হাওয়ার ৪৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান এটিকে প্রাচীনকাল থেকেই এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বাণিজ্যিক পথের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র করে তুলেছিল। ভূমধ্যসাগর থেকে এর দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার।

ইতিহাস ও সংস্কৃতি:

আলেপ্পো বিশ্বের অন্যতম প্রাচীন এবং অবিচ্ছিন্নভাবে বসবাসকারী শহরগুলির মধ্যে একটি। খননকাজের মাধ্যমে জানা যায়, খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকে এখানে মানুষের বসতি ছিল। প্রাচীনকালে এটি বাণিজ্যিক ও সামরিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। উসমানীয় সাম্রাজ্যের সময় ইস্তাম্বুল ও কায়রোর পর এটি ছিল সাম্রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর।

আলেপ্পোর পুরাতন শহর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেছে। এখানে বিভিন্ন মধ্যযুগীয় স্থাপত্য, মসজিদ, হাম্মামখানা (গোসলখানা) এবং বাজার (সুক) ছিল, যা এর সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী।

সাম্প্রতিক পরিস্থিতি:

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর আলেপ্পো শহরটি ভয়াবহ সংঘাতের শিকার হয়। এটি সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে একটি প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। যুদ্ধের কারণে শহরের প্রাচীন স্থাপত্য এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়, এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়। ২০১৬ সালে সরকারি বাহিনী রাশিয়ার সহায়তায় আলেপ্পোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। তবে, সাম্প্রতিক সময়ে (২০২৪ সালের শেষ দিকে) আবার বিদ্রোহী গোষ্ঠীগুলো আলেপ্পো শহরে প্রবেশ করে এর কিছু অংশ দখল করে নিয়েছে, যা নতুন করে সংঘাতের জন্ম দিয়েছে।

আলেপ্পো একসময় সিরিয়ার অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র এবং একটি সমৃদ্ধ বাণিজ্যিক শহর ছিল। যুদ্ধ যদিও এর অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তবে এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব এখনও অপরিসীম।

 ফিজি
 ভ্যাটিকান
 কুয়েত
 মালদ্বীপ
ব্যাখ্যাঃ

আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি

এটি ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। এর আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার (বা প্রায় ১১০ একর)। এটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র এবং পোপের আবাসস্থল।

 ডেনমার্ক
 বেলজিয়াম
 ভিয়েতনাম
 আর্মেনিয়া
ব্যাখ্যাঃ

কোপেনহেগেন (Copenhagen) হলো ডেনমার্কের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি জিল্যান্ড (Zealand) এবং আমাগার (Amager) দ্বীপে অবস্থিত। সুইডেনের মালমো শহর থেকে এটি ওরেসুন্ড প্রণালী (Øresund Strait) দ্বারা বিচ্ছিন্ন। ওরেসুন্ড সেতু (Øresund Bridge) এই দুটি শহরকে রেল ও সড়কপথে সংযুক্ত করেছে।

কোপেনহেগেন তার সুন্দর খাল, আরামদায়ক ক্যাফে, ঐতিহাসিক স্থাপনা এবং আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত। এটি প্রায়শই বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য এবং সুখী শহরগুলোর তালিকায় স্থান পায়। শহরটি তার সাইকেল-বান্ধব পরিবেশ, পরিবেশ সচেতনতা এবং উচ্চ জীবনযাত্রার মানের জন্যও বিখ্যাত।

 মিসর
 ইরাক
 ইরান
 থাইল্যান্ড
ব্যাখ্যাঃ

শ্যামদেশ (Siam) হলো থাইল্যান্ডের (Thailand) পূর্বতন বা পুরনো নাম।

১৯৩৯ সাল পর্যন্ত দেশটি আনুষ্ঠানিকভাবে শ্যামদেশ নামেই পরিচিত ছিল। এরপর এর নাম পরিবর্তন করে থাইল্যান্ড রাখা হয়, যার অর্থ 'স্বাধীন মানুষের ভূমি' বা 'মুক্তভূমি'। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত সাময়িকভাবে আবার শ্যামদেশ নাম ব্যবহার করা হয়েছিল, তবে ১৯৪৮ সাল থেকে স্থায়ীভাবে এটি থাইল্যান্ড নামেই পরিচিত।

সুতরাং, যখনই আপনি 'শ্যামদেশ' শব্দটি শুনবেন, বুঝবেন এটি বর্তমান থাইল্যান্ডকে বোঝানো হচ্ছে।

 লাসা
 পোর্টো নোভো
 দিলি
 তিয়েন আন মেন
ব্যাখ্যাঃ

পূর্ব তিমুর, যা আনুষ্ঠানিকভাবে তিমোর-লেস্তে নামে পরিচিত, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এটি তিমুর দ্বীপের পূর্ব অংশ নিয়ে গঠিত।

ইতিহাস ও গুরুত্বপূর্ণ তথ্য

  • দীর্ঘদিন ধরে এটি পর্তুগালের একটি উপনিবেশ ছিল। ১৯৭৫ সালে পর্তুগালের উপনিবেশ ত্যাগের পর ইন্দোনেশিয়া এটি দখল করে নেয়।
  • দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর, ১৯৯৯ সালে একটি গণভোটের মাধ্যমে পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে পৃথক হয়।
  • ২০০২ সালের ২০শে মে দেশটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
  • দেশটির রাজধানী হলো দিলি
  • তিমোর-লেস্তের সরকারি ভাষা হলো তেতুম ও পর্তুগিজ।
 সুয়েজ খাল
 মিসিসিপি
 ভলগা
 পানামা খাল
ব্যাখ্যাঃ

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল

পানামা খালের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

  • পানামা খাল হলো একটি মানবসৃষ্ট জলপথ, যা মধ্য আমেরিকার পানামা দেশের মধ্য দিয়ে গেছে।
  • এই খালটি ১৯১৪ সালে চালু হয়।
  • এটি নির্মাণের ফলে দক্ষিণ আমেরিকার দীর্ঘ ও বিপদসংকুল পথ পেরিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, যার ফলে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যেকার জলপথের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমে গেছে।
  • সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে।
 সুইডেন
 নেদারল্যান্ডস্
 ডেনমার্ক
 ইংল্যান্ড
ব্যাখ্যাঃ

‘গ্রিনল্যান্ড’ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যা ডেনমার্কের অধীনে রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম দ্বীপ এবং ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের অংশ হলেও রাজনৈতিকভাবে এটি ডেনমার্ক রাজ্যের অন্তর্ভুক্ত।

১৯৭৯ সালে গ্রিনল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বায়ত্তশাসন লাভ করে, যার ফলে তারা নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে ডেনমার্ক এখনো গ্রিনল্যান্ডের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা এবং মুদ্রা ব্যবস্থার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণ করে।

২৭. হাজার হ্রদের দেশ কোনটি?

[ বিসিএস ৩১তম | বিসিএস ৩১তম | বিসিএস ১২তম ]

 নরওয়ে
 ফিনল্যান্ড
 ইন্দোনেশিয়া
 জাপান
ব্যাখ্যাঃ

স্থানীয় অধিবাসীদের কাছে সুমোয় নামে পরিচিত স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম হাজার হ্রদের দেশ। নরওয়ের ভৌগোলিক উপনাম নিশীথ সূর্যের দেশ। এছাড়া নরওয়েকে ধীবর বা মৎস্যজীবীদের দেশও বলা হয়। জাপানের ভৌগোলিক উপনাম সূর্যোদয়ের দেশ ও ভূমিকম্পের দেশ। ১৯,১৯,৪৪০ বর্গ কিমি আয়তন বিশিষ্ট বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ ইন্দোনেশিয়া।

 মালয়েশিয়া
 ইন্দোনেশিয়া
 থাইল্যান্ড
 মায়ানমার
ব্যাখ্যাঃ

থাইল্যান্ডের পূর্বনাম শ্যামদেশ। পক্ষান্তরে ইন্দোনেশিয়ার পূর্বনাম ডাচ ইস্ট ইন্ডিয়া, মালয়েশিয়ার পূর্বনাম মালয় এবং মিয়ানমারের পূর্বনাম বার্মা।

 সলসব্যারি
 রোডেসিয়া
 জিবুতি
 জায়ারে
ব্যাখ্যাঃ

জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্বনাম সলসব্যারি। পক্ষান্তরে রোডেসিয়া হলো জিম্বাবুয়ের, জায়ার হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্ব নাম।

 ইসরাইল ও জর্ডান
 ভারত ও পাকিস্তান
 চীন ও তাইওয়ান
 দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
ব্যাখ্যাঃ

LOC- Line of Control ভারত-পাকিস্তান। এটি কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস নিয়ন্ত্রণ রেখার দুটি শহর। উল্লেখ্য, LAC- Line of Actual Control- (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) বলতে ভারত ও চীনের সীমান্তবর্তী রেখাকে বোঝায়।

 বিশকেক
 আলমাআতা
 আশখাবাদ
 উলানবাটো
ব্যাখ্যাঃ

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেক। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ, কাজাখস্তানের বর্তমান রাজধানী নুর সুলতান, পূর্বে ছিল আলমাআতা। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর।

 ইংল্যান্ডে
 জার্মানিতে
 আমেরিকায়
 দক্ষিণ আফ্রিকায়
ব্যাখ্যাঃ

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাফেলো (Buffalo) নদীর তীরবর্তী শহর East London. ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ (Sir Harry Smith) এ নামকরণ করেন।

 বেলজিয়াম
 ফ্রান্স
 জার্মানী
 ফিনল্যান্ড
ব্যাখ্যাঃ

প্রায়স যুদ্ধ সংঘটিত হয়েছে এরূপ স্থানকে ককপিট বলা হয়। বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের সমরক্ষেত্র বা রণক্ষেত্র বলা হয়, কারণ এখানে এডেন আর্দে, রামিল্লিস, ফন্টেনোই ফ্লেউরাস, জেম্মাপেস, লিগনি কোয়াটেরে ব্রাস এবং বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়।

 নিকোবর দ্বীপপুঞ্জ
 মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
 বাহামা দ্বীপপুঞ্জ
 ফিজি দ্বীপপুঞ্জ
ব্যাখ্যাঃ

বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী নাসাউ। অন্যদিকে, নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার, মাদাগাস্কার দ্বীপপুঞ্জের রাজধানী আন্টানানারিভো, ফিজির রাজধানী সুভা।

 কেরালা
 ত্রিপুরা
 মণিপুর
 মিজোরাম
ব্যাখ্যাঃ

সেভেন সিস্টার্স হলো বাংলাদেশের উত্তর-পূর্বে অবস্থিত ভারতের সীমান্ত থেকে প্রায় বিচ্ছিন্ন সাতটি রাজ্য, যারা ভারতের নিকট থেকে স্বাধীনতার জন্য লড়াই করছে। রাজ্যগুলো হলো আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল ও নাগাল্যান্ড। অন্যদিকে, কেরালা দক্ষিণ ভারতের রাজ্য।

 ১৯৪৮
 ১৯৫০
 ১৯৬৭
 ১৯৭০
ব্যাখ্যাঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেন ম্যান্ডেটভুক্ত অঞ্চল (মধ্যপ্রাচ্য) থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তাব করলে ২৯ নভেম্বর ১৯৪৭ জাতিসংঘের ৮১ নং প্রস্তাব অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র বিভক্তি ও ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু শক্তিধর রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ প্রভাবে জাতিসংঘ প্রস্তাব উপেক্ষা করে ১৪ মে ১৯৪৮ ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ।

 ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
 একটি স্বাধীন দেশ
 অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
 কোনোটি ঠিক নয়
ব্যাখ্যাঃ

খ্রিষ্টান অধ্যুষিত পূর্ব তিমুর ২০০২ সালের ২০ মে ইন্দোনেশিয়ার নিকট থেকে স্বাধীন হলেও পশ্চিম তিমুর স্বাধীন নয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ বা অঙ্গরাজ্য।

 লোহিত সাগর ও ভূমধ্যসাগর
 ভূমধ্যসাগর ও আরব সাগর
 লোহিত সাগর ও আরব সাগর
 ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর
ব্যাখ্যাঃ

লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী জলপথ সুয়েজ খাল খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস ১৮৬৯ সালে এবং ১৯৫৬ সালে মিশর এটিকে জাতীয়করণ করে। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের কারণে এটিকে বন্ধ করে দেয়া হয় এবং ১৯৭৪ সালে আবার খুলে দেয়া হয়।

 মিজোরাম
 অরুণাচল
 মণিপুর
 মেঘালয়
ব্যাখ্যাঃ

ভারতের ‘সেভেন সিস্টার্স’ খ্যাত সাতটি রাজ্যের চারটির নাম এখানে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে মণিপুরের রাজধানী ইম্ফল। অন্যদিকে, মিজোরামের রাজধানী আইজল, মেঘালয়ের রাজধানী শিলং এবং অরুণাচলের রাজধানী ইটানগর।

 হাওয়াই
 অ্যারিজোনা
 টেক্সাস
 ফ্লোরিডা
ব্যাখ্যাঃ

১৯৫৯ সালের ২১ আগস্ট সর্বশেষ ৫০তম স্টেট হিসেবে যোগ দেয় হাওয়াই রাজ্য।

 কুড়িল দ্বীপপুঞ্জ
 মার্শাল দ্বীপপুঞ্জ
 দিয়াগো গার্সিয়া
 গ্রেট বেরিয়ার রিফ
ব্যাখ্যাঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সামরিক বিপর্যয় ঘটলে ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) জাপানের উত্তরাঞ্চলীয় কয়েকটি দ্বীপ দখল করে নেয়, যা কুড়িল দ্বীপপুঞ্জ নামে পরিচিতি পায়। এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মার্শাল দ্বীপপুঞ্জ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ যা ওশেনিয়া মহাদেশে অবস্থিত। দিয়াগো গার্সিয়া ভারত সাগরে অবস্থিত যুক্তরাজ্যের একটি দ্বীপ। গ্রেট বেরিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় কোরল রিফ সিস্টেম যা অস্ট্রেলিয়াতে অবস্থিত।

 লুইসিয়ানা
 উইসকনসিন
 ফ্লোরিডা
 নেবারাস্কা
ব্যাখ্যাঃ

১৫৪১ সালে হার্নান্দো সতো আবিষ্কার করেন লুইসিয়ানা। এরপর ১৬৭৩ সালে ফরাসিরা এটা পুনঃআবিষ্কার করে এবং সেখানে তাদের উপনিবেশ স্থাপন করে। সর্বশেষ যুক্তরাষ্ট্র এই লুইসিয়ানা রাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ১৯০৩ সালে কিনে নেয়।

 একজন বিখ্যাত দার্শনিক
 একটি জাদুঘর
 একটি জেলখানা
 একজন বৈজ্ঞানিক
ব্যাখ্যাঃ

আবু গারিব ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত একটি কারাগার। মার্কিন বাহিনী ইরাকি যুদ্ধবন্দিদের এই কারাগারে বন্দি করে রাখে ও তাদের ওপর অমানবিক নির্যাতন চালায়।

 চীন
 ইন্দোনেশিয়া
 যুগোস্লাভিয়া
 মালয়েশিয়া
ব্যাখ্যাঃ

‘বান্দুং’ শহরটি ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানী। ইন্দোনেশিয়ার এই বিখ্যাত শহরটি জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত।

 জেনেভায়
 লন্ডনে
 প্যারিসে
 হেগে
ব্যাখ্যাঃ

স্থায়ী সালিসী আদালত নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত বিভিন্ন দেশের মধ্যকার অমীমাংসিত বিষয় নিষ্পত্তিকারী বিশেষ সংস্থা। এটি ‘ফার্স্ট হেগ পিচ কনফারেন্স’-এর একটি অ্যাক্টের অধীন ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।

 ইসরাইল ও জর্ডান
 দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়
 চীন ও তাইওয়ান
 ভারত ও পাকিস্তান
ব্যাখ্যাঃ

এটি কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস এ নিয়ন্ত্রণ রেখার দুটি শহর। ১৯৯৯ সালের মে মাসে একদল জঙ্গী কাশ্মীরী এ রেখা অতিক্রম করে কারগিল পাহাড়ে আশ্রয় নিয়ে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ চালালে ভারত-পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়। পরে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপে এ যুদ্ধের অবসান ঘটে।

 বুদাপেস্ট
 প্রাগ
 এথেন্স
 তিরানা
ব্যাখ্যাঃ

তিরানা আলবেনিয়ার রাজধানী, বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী, এথেন্স গ্রিসের রাজধানী এবং প্রাগ চেক প্রজাতন্ত্রের/চেকিয়ার রাজধানী।

 মালয়েশিয়ায়
 ভিয়েতনাম
 থাইল্যান্ড
 ইন্দোনেশিয়ায়
ব্যাখ্যাঃ

৩৩ প্রদেশ বিশিষ্ট জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানীর নাম বান্দুং। ১৯৫৫ সালে জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM (Non Aligned Movement) প্রতিষ্ঠার লক্ষ্যে ২৯টি দেশের সম্মেলন বান্দুং এ অনুষ্ঠিত হয়।

 আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
 আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
 প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর
 ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যাঃ

পানামা খালটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত একটি যোজক খাল। ১৯০৪ সালে খালটি খনন আরম্ভ হয় এবং ১৯১৪ সালে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। খালটির দৈর্ঘ্য ৮০ কি.মি., প্রস্থ ৯০ থেকে ৩০০ মিটার এবং গভীরতা ১৩ মিটার। চৌবাচ্চা প্রকৃতির খালটি অতিক্রমে প্রায় ৭-৮ ঘণ্টা সময় লাগে। প্রতিদিন অন্তত অর্ধ শতাধিক জাহাজ যাতায়াত করে।

 ইরাক
 কুয়েত
 আফগানিস্তান
 ইসরাইল
ব্যাখ্যাঃ

‘No Fly Zone’ হচ্ছে বিমান চলাচলে নিষিদ্ধ এলাকা। আকাশসীমায় সংরক্ষিত এলাকায় কোনো ধরনের বিমান চলাচল করতে পারে না। ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত উত্তর ইরাকে এমন একটি ‘No Fly Zone’ স্থাপন করেছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের বহু দেশেই ‘No Fly Zone’ রয়েছে যেমন: সিরিয়া, ক্রিমিয়া।

 চীন ও রাশিয়া
 চীন ও ভারত
 ভারত ও পাকিস্তান
 পাকিস্তান ও আফগানিস্তান
ব্যাখ্যাঃ

ভারতের ১১২৬.৫৪ কি.মি. বা ৭০০ মাইলব্যাপী অরুণাচল প্রদেশ এবং চীনের অন্তর্গত তিব্বতের সুবর্ণ সিঁড়ি, সিয়াং ও লোহিত সীমান্তজুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে র‌্যাডক্লিফ লাইন এবং পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন সংশ্লিষ্ট দেশসমূহের সীমানা নির্ধারণ করেছে।

 হেমারফেস্ট
 কুইবেক
 তিব্বত
 কোনোটিই নয়
ব্যাখ্যাঃ

নরওয়ের উত্তরাঞ্চলীয় হেমারফেস্ট শহরটি সাড়ে ৭০° উত্তর অক্ষাংশে অবস্থিত। ২১ জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে বা ৯০° কোণে এবং নিরক্ষরেখার ওপর সাড়ে ৬৬° কোণে হেলে কিরণ দেয়। ৯০° উত্তর অক্ষাংশ পর্যন্ত যে কোনো স্থান সূর্যরশ্মিতে আলোকিত থাকে। তবে পৃথিবীর আবর্তনের ফলে এ অঞ্চলে স্থানীয় সময় মধ্যরাত হলেও এ অঞ্চলের হেমারফেস্ট থেকে দূর মহাকাশের দিগন্তে সূর্যকে দেখা যায়। তাই এ অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। অন্যদিকে কুইবেককে পশ্চিমের জিব্রাল্টার এবং তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয়।

 রোম
 ভেনিস
 এথেন্স
 ওসলো
ব্যাখ্যাঃ

রোম নীরব শহর, চির শান্তির শহর, পোপের শহর এবং সাত পাহাড়ের শহর নামে পরিচিত। অন্যদিকে ভেনিস রাজপ্রাসাদের নগরী, দ্বীপের নগরী, নিশ্চুপ সড়কের শহর, অ্যাড্রিয়াটিকের রানী নামে পরিচিত।

 সুইডেন
 নরওয়ে
 ফিনল্যান্ড
 পোল্যান্ড
ব্যাখ্যাঃ

সুইডেনের রাজধানী স্টকহোম; নরওয়ের রাজধানী অসলো; ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি ; পোল্যান্ডের রাজধানী ওয়ারশ।

 সাইবেরিয়া
 ভ্লাদিভস্টক
 খায়বারভস্ক
 বোখারা
ব্যাখ্যাঃ

রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্টকে রাশিয়ার রাসায়নিক ও পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে। এজন্য নিরাপত্তার কারণে শহরটিকে গোপনীয় শহর হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, শহরটি হতে পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্সসাইবেরিয়ান রেলপথ শুরু হয়ে লেনিনগ্রাড পর্যন্ত বিস্তৃত।

 মিয়ানমার
 জর্ডান
 ইরাক
 ইসরাইল
ব্যাখ্যাঃ

জর্ডানের একমাত্র সমুদ্রবন্দর আকাবা। মিয়ানমারের সমুদ্রবন্দর সিটওয়ে, ইরাকের সমুদ্রবন্দর বসরা, ইসরাইলের সমুদ্রবন্দর হাইফা।

 ইথিওপিয়া
 নাইজেরিয়া
 কেনিয়া
 সুদান
ব্যাখ্যাঃ

Horns of Africa মূলত একটি অঞ্চল, যাকে মানচিত্র দেখতে Horn বা শিং- এর মতো মনে হয়। এ অঞ্চলে সোমালিয়া, ইথিওপিয়া ও জিবুতি- তিনটি দেশ অবস্থিত। তবে Horn –এর শীর্ষে অবস্থিত সোমালিয়া।

 লাসা
 উলানবাটোর
 পিয়ংইয়ং
 কাবুল
ব্যাখ্যাঃ

তিব্বতের রাজধানী লাসা ঊনবিংশ শতাব্দীতেই বিদেশিদের জন্য নিষিদ্ধ হয়। উলানবাটোর, পিয়ংইয়ং ও কাবুল যথাক্রমে মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া এবং আফগানিস্তানের রাজধানী।

 মিয়ানমার, থাইল্যান্ড ও চীন
 মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
 মিয়ানমার, আফগানিস্তান ও কম্বোডিয়া
 ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
ব্যাখ্যাঃ

ওপিয়াম পপি এক ধরনের মাদক দ্রব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মিয়ানমার ও লাওসে ব্যাপক পপি উৎপাদিত হয়।

 ওয়াশিংটন
 প্যারিস
 মস্কো
 লন্ডন
ব্যাখ্যাঃ
স্কয়ার অবস্থান
ট্রাফালগার স্কয়ার লন্ডন
রেড স্কয়ার মস্কো
তিয়েন আনমেন স্কয়ার বেইজিং
বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়া
তাহরির স্কয়ার কায়রো, মিশর
ডেমোক্রেসি স্কয়ার কম্বোডিয়া
 ১৯৫৬ সালে
 ১৯৫৫ সালে
 ১৯৫৪ সালে
 ১৯৫৩ সালে
ব্যাখ্যাঃ

সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম খাল। এটি লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে। ১৮৫৯ সালে খননকাজ শুরু হয়ে ১৮৬৯ সালে শেষ হয়। ২৬ জুলাই ১৯৫৬ মিসরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের জাতীয়করণ করলে ইসরাইল মিশর আক্রমণ করে এবং দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।

 ফ্লোরিডা
 পক
 জিব্রাল্টার
 বেরিং
ব্যাখ্যাঃ

বেরিং প্রণালী পৃথক করেছে আমেরিকা ও এশিয়া মহাদেশকে এবং সংযুক্ত করেছে উত্তর সাগর ও বেরিং সাগর তথা প্রশান্ত মহাসাগরকে। ফ্লোরিডা প্রণালী কিউবাকে ফ্লোরিডা থেকে পৃথক করেছে। পক প্রণালী শ্রীলংকাকে ভারত থেকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী স্পেনকে (ইউরোপ) মরক্কো (আফ্রিকা) থেকে পৃথক করেছে।

 কারাভু
 উইন্ডহুক
 প্রিটোরিয়া
 কোটাভি
ব্যাখ্যাঃ

প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার (প্রশাসনিক) রাজধানী। নামিবিয়ার রাজধানী উইন্ডহুক। কারাভু ও কোটাভি নামে বিশ্বে কোনো রাজধানী নেই।

৬৪. ওডারনীস নদী–

[ বিসিএস ১১তম ]

 পূর্ব জার্মানি ও পোল্যান্ডেরর মধ্যে সীমা নির্ধারক
 পশ্চিম জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে সীমা নির্ধারক
 পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
 সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
ব্যাখ্যাঃ

ওডারনীস লাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা। জার্মানি কর্তৃক জার্মানি-ফ্রান্স সীমান্তে সুরক্ষিত সীমারেখা সিগফ্রিড লাইন এবং ফ্রান্স কর্তৃক জার্মানি-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা ম্যাজিনো লাইন।

 সলসবেরি
 ফরমোজা
 পেট্রোগ্রাড
 রোডেসিয়া
ব্যাখ্যাঃ

ফরমোজা হলো তাইওয়ানের পুরাতন নাম। উত্তর রোডেসিয়া জাম্বিয়ার এবং দক্ষিণ রোডিসিয়া জিম্বাবুয়ের পুরাতন নাম। পেট্রোগ্রাড লেনিনগ্রাদের পুরাতন নাম।

 প্যালেস্টাইন
 জেরুজালেম
 জেদ্দা
 তায়েফ
ব্যাখ্যাঃ

প্যালেস্টাইন, জেরুজালেম, জেদ্দা, তায়েফ সবগুলোই মুসলমানদের পবিত্র স্থান। প্যালেস্টাইন ও জেরুজালেম এ দুটো স্থান মুসলমান ও খ্রিস্টানদের জন্য পবিত্র স্থান। কিন্তু মুসলামান, ইহুদি ও খ্রিস্টান-এ তিন জাতির নিকট জেরুজালেম পবিত্র।

 ইয়েমেন
 কাতার
 ওমান
 ইরাক
ব্যাখ্যাঃ

এডেন উপসাগরের তীরে অবস্থিত এটি দক্ষিণ ইয়েমেনের একটি পোতাশ্রয়, নৌ ও বিমানঘাঁটি। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দরও বটে।