ক. কর্মক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য
খ. রোগ সারতে পারে এটা ভেবে
গ. চিকিৎসকের আদেশ মেনে নিয়ে
ঘ. অবসাদ থেকে মুক্তি লাভের জন্য
উত্তরঃ রোগ সারতে পারে এটা ভেবে
ক. অফিসের কাজে
খ. ব্যবসার কাজে
গ. জীবিকার সন্ধান
ঘ. সাহিত্যচর্চার জন্য
উত্তরঃ জীবিকার সন্ধান
ক. যখন লেখক নিজে অতিথিকে খাবার খেতে দেন
খ. যখন মালি বৌয়ের ভয়টা চলে যায়
গ. যখন থেকে মালি বৌ অর্ধেকটা খাবার অতিথিকেও দেয়
ঘ. যখন লেখক মালিককে ডেকে তার বৌকে শাসন করতে বলে
উত্তরঃ যখন মালি বৌয়ের ভয়টা চলে যায়
ক. চোখে কম দেখা
খ. চোখে জল আসা
গ. দূরে তাকাতে না পারা
ঘ. চোখে অন্ধকার দেখা
উত্তরঃ দূরে তাকাতে না পারা
ক. পাখির ডাক
খ. ভজন
গ. লোকের কোলাহল
ঘ. অতিথির ডাক
উত্তরঃ ভজন
ক. এক দিন
খ. দুই দিন
গ. তিন দিন
ঘ. চার দিন
উত্তরঃ দুই দিন
ক. লেখক
খ. চাকর
গ. মালি
ঘ. মালির বউ
উত্তরঃ মালির বউ
ক. চাকর
খ. বামুন
গ. কুকুর
ঘ. মালিনী
উত্তরঃ কুকুর
প্রশ্নঃ "অতিথির স্মৃতি" গল্পে মালিনী-
(i) কম বয়সী
(ii) দেখতে ভালো
(iii) খাওয়া সম্বন্ধে নির্বিকারচিত্ত
[ রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
প্রশ্নঃ সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে- এখানে "ল্যাজ নাড়ানো" ব্যবহৃত হয়েছে-
(i) সম্মতি অর্থে
(ii) মৌনতা অর্থে
(iii) আগ্রহ অর্থে
[ পটুয়াখালী সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii