ক. দৃড় সংকল্প
খ. শুভ্র চিন্তা
গ. মহৎ উদ্দেশ্য
ঘ. স্নেহের কথা
উত্তরঃ শুভ্র চিন্তা
ক. সংকল্প
খ. সংযম
গ. ভয়
ঘ. লজ্জা
উত্তরঃ সংকল্প
প্রশ্নঃ "উপেক্ষার ছলে" বলতে বোঝানো হয়েছে-
(i) অবহেলা করে
(ii) গ্রাহ্য না করে
(iii) গুরুত্বহীনভাবে
[ নওগাঁ জিলা স্কুল ]
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
প্রশ্নঃ "উপেক্ষার ছলে" বলতে বোঝানো হয়েছে -
(i) অবহেলা না করে
(ii) গ্রাহ্য না করে
(iii) গুরুত্বহীনভাবে
[ এস. কে. সরকারী বালিকা বিদ্যালয় ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
প্রশ্নঃ "সম্মুখে চরণ নাহি চলে" চরণটিতে কবি যে বিষয়টি উপস্থাপন করতে চেয়েছেন—
(i) বাধাহীনভাবে সামনে এগিয়ে যাওয়া
(ii) অন্য কারও ভয়ে চলাচল বন্ধ রাখা
(iii) গোপনীয়তা ভেঙে প্রকাশ্যে নিজেকে তুলে ধরা
[ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii
প্রশ্নঃ "শক্তি মরে ভীতির কবলে" চরণটিতে কবি যে বিষয় মূর্ত করে তুলতে চেয়েছেন-
(i) শক্তিকে জাগ্রত করা
(ii) ভীতিকে শক্তিতে রূপান্তর করা
(iii) শক্তি সঞ্চার করে ভীতি দূর করা
[ গভঃ মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
প্রশ্নঃ "পাছে লোকে কিছু বলে" কবিতার মূল বক্তব্য হলো-
(i) নিজেকে গুটিয়ে না রাখা
(ii) সমালোচনায় কান না দেওয়া
(iii) দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত নেওয়া
[ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, রংপুর ]
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
যখন তুমি পালিয়ে যাবে মানবে তুমি হার
তুমি যখন সাহস করে করবে কাজ,
তখন হবে নাকো হার।
তুমি যখন সাহস করে করবে কাজ,
তখন হবে নাকো হার।
প্রশ্নঃ উদ্দীপকের সাথে বৈসাদৃশ্যপূর্ণ "পাছে লোকে কিছু বলে" কবিতার যে চরণ-
(i) বিধাতা দিয়েছে প্রাণ, থাকি না ম্রিয়মাণ
(ii) শান্তি মরে ভীতির কবলে
(iii) পাছে লোকে কিছু বলে
[ রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
প্রশ্নঃ কবিতাংশটির কোন ভাবটি "পাছে লোকে কিছু বলে" কবিতার মানুষের মধ্যে থাকা অপরিহার্য বলে কবি মনে করেন?
[ রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]
ক. ভীরুতা
খ. সাহসিকতা
গ. হতাশা
ঘ. দুর্বলতা
উত্তরঃ সাহসিকতা
ক. সংকোচ
খ. সংশয়
গ. সংকল্প
ঘ. বাধা
উত্তরঃ সংকল্প
ক. রোগাক্রান্ত হওয়ার ভয়ে
খ. সমালোচনার ভয়ে
গ. সহযোগিতার ভয়ে
ঘ. ছোট হওয়ার ভয়ে
উত্তরঃ সমালোচনার ভয়ে
ক. ভয়হীনতা
খ. পরোপকারিতা
গ. সাহসিকতা
ঘ. সংকোচহীনতা
উত্তরঃ সংকোচহীনতা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস-মুরগির খামার গড়ে তোলার পরিকল্পনা করে। সে ভাবে এক সময় প্রচুর আয় হবে, বেকাররা স্বনির্ভর হবে। কিন্তু যদি সে এ কাজে সফল হতে না পারে, তাহলে তার সমালোচনা করবে। তাই সে তার পরিকল্পনা বাদ দেয়।
ক. ভীরুতা
খ. সংশয়
গ. হতাশা
ঘ. দুর্বলতা
উত্তরঃ সংশয়
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii