আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

ক. কালো দাঁতের কালি
খ. কালো চোখের তারা
গ. জলি লাউয়ের ডগা
ঘ. নবীন তৃণের ছায়া
উত্তরঃ কালো দাঁতের কালি
ক. রামধনুকের হার বানাতে সক্ষম বলে
খ. কৃষিকাজে দক্ষ বলে
গ. অসাধারণ কর্মতৎপরতার কারণে
ঘ. অসাধারণ রূপ-লাবণ্যের কারণে
উত্তরঃ অসাধারণ কর্মতৎপরতার কারণে
ক. চরণধূলি
খ. পদচিহ্ন
গ. অবগাহন
ঘ. শ্বেতপদ্ম
উত্তরঃ চরণধূলি
ক. জালি লাউয়ের ডগার মতো
খ. বিজলি মেঘের মতো
গ. তমাল তরুর মতো
ঘ. নবীন তৃষ্ণের মতো
উত্তরঃ তমাল তরুর মতো
ক. জালি লাউয়ের ডগা
খ. তমাল তরু
গ. রঙিন ফুল
ঘ. কাঁচা ধানের পাতা
উত্তরঃ তমাল তরু
ক. গ্রামবাসী
খ. আখরার লোকেরা
গ. লাঠিয়ালারা
ঘ. বুড়োরা
উত্তরঃ বুড়োরা
ক. তমাল তরু
খ. লাউয়ের ডগা
গ. নবীন তৃণ
ঘ. রঙিন ফুল
উত্তরঃ লাউয়ের ডগা
ক. জনপ্রিয়তা
খ. সুন্দর্য
গ. শক্তিমত্তা
ঘ. পারদর্শিতা
উত্তরঃ পারদর্শিতা
ক. সবাই ওকে সম্মান দেবে
খ. ওর পরিচয়ে সবাই পরিচিত হবে
গ. সবাই ওকে স্মরণ করবে
ঘ. সবাই ওকে পরিচয় করিয়ে দেবে
উত্তরঃ ওর পরিচয়ে সবাই পরিচিত হবে
ক. জালি লাউয়ের ডগার মতো
খ. শাওন মাসের তমালতরুর মতো
গ. কাঁচা ধানের পাতার মতো
ঘ. শাল-সুন্দি-বেতের মতো
উত্তরঃ জালি লাউয়ের ডগার মতো
ক. জালি লাউয়ের ডগা
খ. কাঁচা ধানের পাতা
গ. কালো ভ্রমর
ঘ. তমাল তরু
উত্তরঃ জালি লাউয়ের ডগা
ক. বৃন্দাবন
খ. বিজলি
গ. পদ-রজ
ঘ. আখড়া
উত্তরঃ বৃন্দাবন
ক. শাল-সুন্দি-বেত
খ. পাগাল লোহা
গ. কচি ধানের পাতা
ঘ. দোয়াতের কালি
উত্তরঃ শাল-সুন্দি-বেত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রুবেলের বাবার চাকরি নেই। রুবেল কোনো কাজ না করে আড্ডায় মেতে থাকে। কেবল পরিবার নয়, সমাজও রুবেলকে বোঝা মনে করে।
ক. নদীর স্বপ্ন
খ. দুই বিঘা জমি
গ. প্রার্থী
ঘ. রুপাই
উত্তরঃ রুপাই
ক. কর্মে বিমুখতা
খ. কর্মে জড়তা
গ. কর্মের দক্ষতা
ঘ. কর্মে অজ্ঞতা
উত্তরঃ কর্মের দক্ষতা
ক. রাখালি
খ. নকশী কাঁথার মাঠ
গ. সোজন বাদরিয়ার ঘাট
ঘ. বালুচর
উত্তরঃ নকশী কাঁথার মাঠ
ক. কাঁচা ধানের পাতা
খ. জালি লাউয়ের ডগা
গ. শাওন মাসের তমাল তরু
ঘ. কচি ধানের চারা
উত্তরঃ জালি লাউয়ের ডগা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ভোরের প্রকৃতিতে শিশিরে ভেজা কচি ঘাসের হালকা সবুজ রং আমাদের আকর্ষণ করে। মনে হয়, সবুজ ঘাস এক মায়াময় ছায়া বিস্তার করে আছে। এ ছাড়া আমাদের মনে কোমল অনুভূতির সৃষ্টি করে।
ক. কাঁচা ধানের পাতার মতো কচিমুখের মায়া
খ. তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া
গ. জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু
ঘ. কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি
উত্তরঃ তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া
ক. প্রকৃতিপ্রীতি
খ. মর্ত্যপ্রীতি
গ. কৃষকপ্রীতি
ঘ. মানবপ্রীতি
উত্তরঃ প্রকৃতিপ্রীতি

প্রশ্নঃ জালি শব্দের অর্থ কী?

[ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা ]


ক. সজীব
খ. টাটকা
গ. কচি
ঘ. পরিণত
উত্তরঃ কচি

প্রশ্নঃ বিজলি মেয়ে পিছলে পড়ে কেন?

[ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা ]


ক. আত্মপ্রকাশের লোভে
খ. চঞ্চলের কারণে
গ. মেঘের গা তৈলাক্ত বলে
ঘ. স্বভাবগতভাবে পিচ্ছিল বলে
উত্তরঃ স্বভাবগতভাবে পিচ্ছিল বলে

প্রশ্নঃ "রঙিলা নায়ের মাঝি" কী ধরনের রচনা?

[ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা ]


ক. উপন্যাস
খ. গানের সংকলন
গ. নাটক
ঘ. কাব্য
উত্তরঃ গানের সংকলন

প্রশ্নঃ কাঁচা ধানের পাতার মতো মুখে কিসের ছায়া?

[ ঢাকা ক্যান্ট, গার্লস পাবলিক স্কুল ও কলেজ ]


ক. আলোর
খ. নবীন তৃণের
গ. ঘাসের
ঘ. সবুজের
উত্তরঃ নবীন তৃণের

প্রশ্নঃ রুপাই"র সৌন্দর্যে কে পিছলে পড়ে?

[ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]


ক. কালো ভ্রমর
খ. বিজলি মেয়ে
গ. রামধনুক
ঘ. কচি ধানের চারা
উত্তরঃ বিজলি মেয়ে

প্রশ্নঃ "রুপাই" কবিতায় আখড়ার লাঠি কিসের তৈরি?

[ সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝলকাঠি ]


ক. বেতের
খ. বাঁশের
গ. শাল কাঠের
ঘ. সুন্দরী
উত্তরঃ বাঁশের
ক. কচি পাতা
খ. কচি ঘাস
গ. দূর্বা ঘাস
ঘ. নতুন ঘাস
উত্তরঃ নতুন ঘাস

প্রশ্নঃ কবি জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

[ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ]


ক. ১৯০৩
খ. ১৯১০
গ. ১৯৩৩
ঘ. ১৯৩৫
উত্তরঃ ১৯০৩
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
ক. i
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


কচি ধানের দিকে তাকিয়ে করিম মিয়ার মন ভরে যায়। তার যন আনন্দে ভাসে ভবিষ্যতের সোনালি ফসলের কথা ভেবে।
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii

প্রশ্নঃ রূপাইয়ের কিসের সৌন্দর্য উদ্দীপকের বর্ণনার সঙ্গে তুলনীয়?

[ নিওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যাল, কুমিল্লা ]


ক. হাত দুখানির সৌন্দর্য
খ. শরীরের সৌন্দর্য
গ. মুখের সৌন্দর্য
ঘ. চুলের সৌন্দর্য
উত্তরঃ মুখের সৌন্দর্য