প্রশ্নঃ বাংলায় 'স্বাধীন সুলতানী' শাসন প্রতিষ্ঠা করেন কে?
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
বাংলার 'স্বাধীন সুলতানী' শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ।
তিনি ১৩৩৮ সালে সোনারগাঁওয়ে এই শাসনের সূচনা করেন। এর মাধ্যমে দিল্লি সালতানাতের নিয়ন্ত্রণ থেকে বাংলা অনেকটা স্বাধীন হয়ে যায়। এর পরবর্তীতে শামসুদ্দীন ইলিয়াস শাহ ১৩৪২ সালে লখনৌতির সুলতান আলাউদ্দীন আলী শাহকে পরাজিত করে সমগ্র বাংলাকে এক শাসনের অধীনে আনেন এবং ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন। ইলিয়াস শাহী বংশ প্রায় দেড়শ বছর বাংলা শাসন করে।
প্রশ্নঃ বাগেরহাটের 'মিঠাপুকুর' কে খনন করেন?
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
প্রশ্নঃ 'বাহাদুর শাহ' পার্ক কোথায় অবস্থিত?
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকার সদরঘাট এলাকার সন্নিকটে লক্ষ্মীবাজারে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
এই পার্কটি পূর্বে "ভিক্টোরিয়া পার্ক" নামে পরিচিত ছিল। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের শহীদদের স্মরণে ১৯৫৭ সালে এর নাম পরিবর্তন করে "বাহাদুর শাহ পার্ক" রাখা হয়।