প্রশ্নঃ বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন।
তিনি ১২০৪ সালে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করেন এবং এর মাধ্যমেই বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়। যদিও তিনি সমগ্র বাংলা জয় করতে পারেননি, তার এই বিজয় পরবর্তী মুসলিম শাসকদের জন্য বাংলায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সহায়ক হয়েছিল।
প্রশ্নঃ বাংলায় 'স্বাধীন সুলতানী' শাসন প্রতিষ্ঠা করেন কে?
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
বাংলায় 'স্বাধীন সুলতানী' শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে সাধারণত ফখরুদ্দীন মোবারক শাহ-কে ধরা হয়। তিনি ১৩৩৮ সালে দিল্লীর সুলতানী শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সোনারগাঁওয়ে স্বাধীন সুলতানী প্রতিষ্ঠা করেন।
প্রশ্নঃ কোন মুসলিম শাসনকালকে 'স্বর্ণযুগ' বলা হয়?
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন সম্রাট বাবর। সম্রাট শাহজাহান ছিলেন মুঘল শিল্প স্থাপত্যের প্রধান পুরোধা। বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন করেন বক্তিয়ার খলজি। আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয়। তিনি 26 বছর বাংলা শাসন করেন।