ক. পুরুষ ভেদে
খ. কাল ভেদে
গ. বচন ভেদে
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ক ও খ উভয়ই
ক. সে গান করে আনন্দ পায়
খ. রাতের বেলা আকাশে চাঁদ ওঠে
গ. ভালো করে পড়াশোনা করবে
ঘ. পড়াশোনা করলে ভালো ফল হবে
উত্তরঃ রাতের বেলা আকাশে চাঁদ ওঠে
ক. সে বই পড়ছে
খ. তিনি আমাকে বই দিলেন
গ. লতা ঘুমায়
ঘ. সে গল্প লিখছে
উত্তরঃ লতা ঘুমায়
ক. সরল ক্রিয়া
খ. প্রযোজক ক্রিয়া
গ. নাম ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
উত্তরঃ প্রযোজক ক্রিয়া
ক. সংযোগ ক্রিয়া
খ. নাম ক্রিয়া
গ. সরল ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
উত্তরঃ যৌগিক ক্রিয়া
ক. এগিয়ে চলা
খ. উদয় হওয়া
গ. ডিগবাজি খাওয়া
ঘ. বৃদ্ধি পাওয়া
উত্তরঃ এগিয়ে চলা
ক. চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে।
খ. পাখিটা ছটফটাচ্ছে।
গ. ঘণ্টা বেজে উঠলো।
ঘ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
উত্তরঃ পাখিটা ছটফটাচ্ছে।
ক. ধাতু
খ. ক্রিয়ামূল
গ. ক্রিয়াপদ
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ক ও খ উভয়ই
ক. কালভেদে
খ. রুপভেদে
গ. বচনভেদে
ঘ. লিঙ্গভেদে
উত্তরঃ কালভেদে
ক. কালভেদে
খ. পক্ষভেদে
গ. বচনভেদে
ঘ. লিঙ্গভেদে
উত্তরঃ পক্ষভেদে
ক. ভাব প্রকাশ
খ. বাক্যে কর্মের উপস্থিতি
গ. ক্রিয়ার গঠন
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ উপরের সবগুলো
ক. অকর্মক ক্রিয়া
খ. সকর্মক ক্রিয়া
গ. সমাপিকা ক্রিয়া
ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তরঃ সমাপিকা ক্রিয়া
ক. সমাপিকা ক্রিয়া
খ. অসমাপিকা ক্রিয়া
গ. সকর্মক ক্রিয়া
ঘ. অকর্মক ক্রিয়া
উত্তরঃ অসমাপিকা ক্রিয়া
ক. ভালো মতো পড়াশোনা করবে
খ. তারা ফুটবল খেলে
গ. সে গান করে আনন্দ পায়
ঘ. মানুষ মাত্রই মরণশীল
উত্তরঃ সে গান করে আনন্দ পায়
ক. সাধারণ অসমাপিকা
খ. ভূত অসমাপিকা
গ. ভাবী অসমাপিকা
ঘ. শর্ত অসমাপিকা
উত্তরঃ শর্ত অসমাপিকা
ক. ভূত অসমাপিকা
খ. ভাবী অসমাপিকা
গ. সাধারণ অসমাপিকা
ঘ. কোনোনিই নয়
উত্তরঃ ভাবী অসমাপিকা
ক. ছেলেরা বল খেলে
খ. সে ঘুমায়
গ. সে বই পড়ে
ঘ. সে ভাত খায়
উত্তরঃ সে ঘুমায়
ক. সকর্মক
খ. অকর্মক
গ. দ্বিকর্মক
ঘ. অসমাপিকা
উত্তরঃ দ্বিকর্মক
ক. কর্তা
খ. যোজক
গ. গৌণ কর্ম
ঘ. মুখ্য কর্ম
উত্তরঃ মুখ্য কর্ম
ক. বাবা
খ. আমাকে
গ. কলম
ঘ. দিলেন
উত্তরঃ আমাকে
ক. সরল ক্রিয়া
খ. নামক্রিয়া
গ. সংযোগ ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
উত্তরঃ সরল ক্রিয়া
ক. সমাপিকা ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া
ঘ. সংযোগ ক্রিয়া
উত্তরঃ প্রযোজক ক্রিয়া
ক. যৌগিক ক্রিয়া
খ. প্রযোজক ক্রিয়া
গ. সংযোগ ক্রিয়া
ঘ. নামক্রিয়া
উত্তরঃ প্রযোজক ক্রিয়া
ক. যৌগিক ক্রিয়া
খ. বিশেষ্য ক্রিয়া
গ. নামক্রিয়া
ঘ. সংযোগ ক্রিয়া
উত্তরঃ নামক্রিয়া
ক. যৌগিক ক্রিয়া
খ. নামক্রিয়া
গ. সংযোগ ক্রিয়া
ঘ. প্রযোজক ক্রিয়া
উত্তরঃ নামক্রিয়া
ক. নামক্রিয়া
খ. প্রযোজক ক্রিয়া
গ. যৌগিক ক্রিয়া
ঘ. ণিজন্ত ক্রিয়া
উত্তরঃ নামক্রিয়া
ক. করা, কাটা, ধরা প্রভৃতি ক্রিয়া
খ. হওয়া, দেওয়া প্রভৃতি ক্রিয়া
গ. পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া
ঘ. সবগুলো
উত্তরঃ সবগুলো
ক. সংযোগ ক্রিয়া
খ. নাম ক্রিয়া
গ. যৌগিক ক্রিয়া
ঘ. সরল ক্রিয়া
উত্তরঃ সংযোগ ক্রিয়া
ক. নামক্রিয়া
খ. সরল ক্রিয়া
গ. সংযোগ ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
উত্তরঃ সংযোগ ক্রিয়া
ক. সংযোগ ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. নামক্রিয়া
ঘ. প্রযোজক ক্রিয়া
উত্তরঃ যৌগিক ক্রিয়া
ক. যৌগিক ক্রিয়া
খ. সংযোগ ক্রিয়া
গ. নামক্রিয়া
ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তরঃ যৌগিক ক্রিয়া
ক. পাখিটা ছটফটাচ্ছে
খ. সে গান গায়
গ. ঘণ্টা বেজে উঠে
ঘ. শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
উত্তরঃ ঘণ্টা বেজে উঠে
ক. উদ্দেশ্য
খ. পূরক
গ. কর্ম
ঘ. প্রসারক
উত্তরঃ পূরক
ক. বৃষ্টি থেমে গেল।
খ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
গ. আকাশে বিদ্যুৎ চমকায়।
ঘ. ছেলেরা মাঠে খেলছে।
উত্তরঃ ছেলেরা মাঠে খেলছে।
ক. আস্তে
খ. চুপি চুপি
গ. ভালোভাবে
ঘ. চেঁচিয়ে
উত্তরঃ চুপি চুপি