ক. কর্মকারকে শূন্য বিভক্তি
খ. করণকারকে শূন্য বিভক্তি
গ. কর্তৃকারকে শূন্য বিভক্তি
ঘ. অপাদানে শূন্য বিভক্তি
উত্তরঃ কর্তৃকারকে শূন্য বিভক্তি
ক. অভিব্যাপক
খ. বৈষয়িক
গ. ভাবাধিকরণ
ঘ. ঐকদেশিক
উত্তরঃ ঐকদেশিক
ক. কর্ম
খ. করণ
গ. অধিকরণ
ঘ. অপাদান
উত্তরঃ করণ
ক. ফুল দিয়ে মালা গাঁথ।
খ. প্রভাতে সূর্য ওঠে।
গ. পাপে বিরত হও।
ঘ. অন্ধজনে দেহ আলো।
উত্তরঃ অন্ধজনে দেহ আলো।
ক. কর্মে ৭মী
খ. অধিকরণে ৭মী
গ. করণে ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ অপাদানে ৭মী
ক. উপাদান
খ. হেতু
গ. অংশ
ঘ. ভগ্নাংশ
উত্তরঃ উপাদান
ক. তাকে আসতে বল
খ. বাড়িতে কেউ নেই
গ. পাপে বিরত হও
ঘ. ট্রেন ঢাকা ছাড়ল
উত্তরঃ পাপে বিরত হও
ক. শিক্ষক মহোদয় ছাত্রকে পড়াচ্ছেন
খ. তারা বল দ্বারা খেলে
গ. ডাক্তার ডাক
ঘ. আমি ঢাকা যাচ্ছি
উত্তরঃ ডাক্তার ডাক
ক. আমি স্কুলে যাচ্ছি
খ. ছেলেরা মাঠে বল খেলে
গ. সে ঢাকা যাবে
ঘ. তাড়াতাড়ি ডাক্তার ডাক
উত্তরঃ ছেলেরা মাঠে বল খেলে
ক. পাগলে কী না বলে
খ. বনে বাঘ আছে
গ. ফুলে ফুলে বাগান ভরেছে
ঘ. অন্যজনে দেহ আলো
উত্তরঃ পাগলে কী না বলে
ক. কর্তায় ৭মী
খ. অপাদানে ৫মী
গ. করণে ৩য়া
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
ক. অধিকরণে সপ্তমী
খ. কর্তৃকারকে সপ্তমী
গ. কর্মে সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী
উত্তরঃ অপাদানে সপ্তমী
ক. কর্মে শূন্য
খ. কর্মে ৬ষ্ঠী
গ. কর্তায় শূন্য
ঘ. করণে ৬ষ্ঠী
উত্তরঃ কর্মে শূন্য
ক. কর্তৃকারকে ৭মী
খ. কর্মে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ অধিকরণে ৭মী
ক. মুখ্যকর্তা
খ. প্রযোজ্য কর্তা
গ. ব্যতিহার কর্তা
ঘ. প্রযোজক কর্তা
উত্তরঃ ব্যতিহার কর্তা
ক. নদীতে মাছ আছে
খ. বনে বাঘ আছে
গ. তিলে তৈল আছে
ঘ. ঘরে লোক আছে
উত্তরঃ তিলে তৈল আছে
ক. মুখ্য কর্তা
খ. প্রযোজক কর্তা
গ. প্রযোজ্য কর্তা
ঘ. ব্যতিহার কর্তা
উত্তরঃ ব্যতিহার কর্তা
ক. অপাদান কারকে ৫মী
খ. কালাধিকরণে ৭মী
গ. আধারাধিকরণে ৫মী
ঘ. ভাবাধিকরণে ৭মী
উত্তরঃ ভাবাধিকরণে ৭মী
ক. আমার যাওয়া হলো না
খ. ডাক্তার ডাক
গ. আমি ঢাকা যাচ্ছি
ঘ. তারা বল খেলে
উত্তরঃ ডাক্তার ডাক
ক. মুখ্য কর্তা
খ. ব্যতিহার কর্তা
গ. প্রযোজক কর্তা
ঘ. প্রযোজ্য কর্তা
উত্তরঃ ব্যতিহার কর্তা
ক. কর্মে শূন্য
খ. কর্তায় শূন্য
গ. অধিকরণে শূন্য
ঘ. অপাদানে শূন্য
উত্তরঃ অধিকরণে শূন্য
ক. কর্তৃ
খ. কর্ম
গ. করণ
ঘ. অধিকরণ
উত্তরঃ করণ
ক. কর্তৃকারক
খ. কর্ম কারক
গ. সম্প্রদান কারক
ঘ. অপাদান কারক
উত্তরঃ সম্প্রদান কারক
ক. অপাদান
খ. অধিকরণ
গ. কর্ম
ঘ. করণ
উত্তরঃ অধিকরণ
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তরঃ তিন
ক. বিচ্যুত
খ. গৃহীত
গ. রক্ষিত
ঘ. জাত
উত্তরঃ জাত
ক. রাজার হুকুম
খ. প্রভুর সেবা
গ. চোখের দেখা
ঘ. রাজার রাজ্য
উত্তরঃ প্রভুর সেবা
ক. তিলে তৈল আছে
খ. ফুলে ফুলে ঘর ভরেছে
গ. সুক্তি থেকে মুক্তো মেলে
ঘ. বাড়ি থেকে নদী দেখা যায়
উত্তরঃ সুক্তি থেকে মুক্তো মেলে
ক. মেয়েটির চুল লাল ফিতা বাঁধা
খ. ঠাণ্ডা জলে বাষ্প হয় না
গ. শিকারি বিড়াল গোঁফে চেনা যায়
ঘ. দুঃখ যেন করিতে পারি জয়
উত্তরঃ শিকারি বিড়াল গোঁফে চেনা যায়
ক. ঘোড়াকে চাবুক মার
খ. আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে
গ. এ দেহে প্রাণ নেই
ঘ. পাগলে কী না বলে
উত্তরঃ আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে
ক. মুখ্য
খ. গৌণ
গ. সমধাতুজ
ঘ. দ্বিকর্মক
উত্তরঃ গৌণ
ক. করণে ৭মী
খ. কর্মে ৭মী
গ. অধিকরণে ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ কর্মে ৭মী
ক. তিলে তৈল আছে
খ. রাকিব অঙ্কে কাঁচা
গ. পুকুরে মাছ আছে
ঘ. নদীতে পানি আছে
উত্তরঃ পুকুরে মাছ আছে
ক. তিলে তৈল হয়
খ. প্রভাতে সূর্য ওঠে
গ. নাসিমা ফুল তুলছে
ঘ. পাপে বিরত হও
উত্তরঃ প্রভাতে সূর্য ওঠে
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. কর্মকারকে শূন্য
গ. কর্তৃকারকে শূন্য
ঘ. করণে শূন্য
উত্তরঃ কর্তৃকারকে শূন্য
ক. কর্ম
খ. করণ
গ. অপাদান
ঘ. অধিকরণ
উত্তরঃ কর্ম
ক. প্রভাতে সূর্য ওঠে
খ. ফুলে ফুলে ঘর ভরেছে
গ. পাপে বিরত হও
ঘ. গরুতে দুধ দেয়
উত্তরঃ পাপে বিরত হও
ক. কর্মে ২য়া
খ. করণে শূন্য
গ. কর্তায় ১মা
ঘ. করণে ৩য়া
উত্তরঃ করণে শূন্য
ক. রাজার রাজ্য
খ. দেশের লোক
গ. বাটির দুধ
ঘ. রোজার ছুটি
উত্তরঃ রোজার ছুটি
ক. মধুর মিষ্টতা
খ. সোনার বাটি
গ. হাতির দাঁত
ঘ. রূপের দেমাক
উত্তরঃ সোনার বাটি
ক. কর্তৃ
খ. কর্ম
গ. করণ
ঘ. অপাদান
উত্তরঃ অপাদান
ক. জ্ঞানের আলোক
খ. নজরুলের "অগ্নিবীণা"
গ. মাথার চুল
ঘ. গাছের ফল
উত্তরঃ নজরুলের "অগ্নিবীণা"
ক. কর্তৃকারকে ৭মী
খ. কর্মকারকে ৭মী
গ. করণ কারকে ৭মী
ঘ. অধিকরণ কারকে ৭মী
উত্তরঃ করণ কারকে ৭মী
ক. সে কেঁদে কেঁদে বলল
খ. বালিকাটি গান করে চলে গেল
গ. সে যেতে যেতে থেমে গেল
ঘ. তোমরা বাড়ি এলে আমি রওনা হব।
উত্তরঃ তোমরা বাড়ি এলে আমি রওনা হব।
ক. প্রযোজক কর্তা
খ. প্রযোজ্য কর্তা
গ. মুখ্য কর্তা
ঘ. ব্যতিহার কর্তা
উত্তরঃ প্রযোজ্য কর্তা
ক. কর্তৃ কারক
খ. অপাদান কারক
গ. করণ কারক
ঘ. অপাদান কারক
উত্তরঃ অপাদান কারক
ক. কর্মে শূন্য
খ. কর্তায় শূন্য
গ. অধিকরণে শূন্য
ঘ. অপাদানে ২য়া
উত্তরঃ অধিকরণে শূন্য
ক. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
খ. তোমাকে পড়তে হবে
গ. রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে
ঘ. বাঘে-মহিষে একঘাটে জল খায়
উত্তরঃ বাঘে-মহিষে একঘাটে জল খায়
ক. গৃহীত
খ. ভীত
গ. বিরত
ঘ. রক্ষিত
উত্তরঃ বিরত