প্রশ্নঃ কবি "নারী" কবিতায় প্রকাশ করেছেন—
(i) নারীর মর্যাদা
(ii) মানবতার জয়গান
(iii) পুরুষের প্রতি ক্ষোভ
[ রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]
ক. i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
প্রশ্নঃ “পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।”- কথাটি দিয়ে কবি—
(i) পুরুষদেরকে ভয় দেখিয়েছেন
(ii) পুরুষদেরকে সতর্ক বা সাবধান করেছেন
(iii) নারীদের অধিকার রক্ষা করতে চেয়েছেন
[ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা। ]
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. ii ও iii
উত্তরঃ ii ও iii
প্রশ্নঃ "নর যদি রাখে নারীরে বন্দী"- তাহলে যা হবে-
(i) পুরুষ পাপের ফল ভোগ করবে
(ii) পুরুষ বিজয়ী হবে
(iii) পুরুষ কারাগারে ভুগে মরবে
[ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
প্রশ্নঃ "নারী" কবিতা অবলম্বনে সমাজে নারীকে মুক্তি দিতে পারে যে বিষয়টি-
(i) সচেতনতা
(ii) শিক্ষা
(iii) অধিকারবোধ
[ পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
প্রশ্নঃ "নারী" কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো-
(i) নারী ও পুরুষের সমান অধিকার
(ii) নারী ও পুরুষের বৈষম্যবাদ
(iii) নারীর প্রতি শ্রদ্ধাশীলতা
[ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
আমার জীবনে সবচেয়ে বড় স্মরণীয় অবদান,
জন্ম দিয়ে জননী আমার চায়নিক প্রতিদান।
সে মায়েরে যদি করি অবহেলা
নিশ্চিত জানি পাপ হবে মেলা।
জন্ম দিয়ে জননী আমার চায়নিক প্রতিদান।
সে মায়েরে যদি করি অবহেলা
নিশ্চিত জানি পাপ হবে মেলা।
ক. অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী
খ. কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে
গ. কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা
ঘ. কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে
উত্তরঃ কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে
প্রশ্নঃ উদ্দীপক ও কবিতার চরণে যে ভাবানুভূতির প্রকাশ আছে—
(i) নারীর প্রতি সম্মান
(ii) নারীর মর্যাদা প্রাপ্তির যৌক্তিকতা
(iii) নারীর ইচ্ছা পূরণে সহযোগিতা
[ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা। ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii