ক. গ্রোথ
খ. গোনাডোট্রপিক
গ. টেস্টোস্টেরন
ঘ. ইস্ট্রোজেন
প্রশ্নঃ মেয়েদের দেহে কোন হরমোনের ক্ষরণ ডিম্বাশয়কে পূর্ণতা দেয়?
[ সকল বোর্ড-16 | Raj-17 | Bari-17 | Syl-17 | Din-17 ]
ক. গোনাডোট্রপিক
খ. টেস্টোস্টেরন
গ. ইস্ট্রোজেন
ঘ. গ্রোথ হরমোন
ক. ১০/১১ - ১৪/১৫
খ. ১০/১১ - ১৬/১৮
গ. ১০/১১ – ১৮/১৯
ঘ. ১০/১১ - ১৯/২০
ক. পিটুইটারি
খ. অ্যাড্রেনাল
গ. থাইরয়েড
ঘ. শুক্রাশয়
প্রশ্নঃ সময় বিবেচনায় ছেলেমেয়েদের বয়ঃসন্ধিকালের পরিবর্তনকে বলা হয়-
(i) অকালপক্ক
(ii) অসম পরিপক্ব
(iii) বিলম্বিত পরিপক্ব
[ Raj-17 | Bari-17 | Syl-17 | Din-17 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. থাইরয়েড গ্রন্থি
খ. পিটুইটারি গ্রন্থি
গ. অ্যাড্রেনাল গ্রন্থি
ঘ. শুক্রাশয় গ্রন্থি
ক. দৈহিক বৃদ্ধি
খ. মনোভাবের তারতম্য
গ. বন্ধুত্বের আধিক্য
ঘ. কঠোর শাসন
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
১৫ বছরের কণা প্রায়ই সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে বাইরে যায়। আজ এ বন্ধুর জন্মদিন, কাল ও বন্ধুর জন্মদিন লেগেই আছে। তার স্বাধীন চলাফেরা বাবা-মা মেনে নেন না। প্রায়ই তাকে এ বিষয়ে বকাঝকা করেন এবং কণার ওপর ক্ষুব্ধ হন।
ক. মা-বাবার অধিক খেয়াল
খ. স্বাধীনভাবে চলাফেরা
গ. বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা
ঘ. সুনির্দিষ্ট বয়সে মানসিক পরিবর্তন
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii