সঠিক উত্তর (গ)। কারণ, ২য় লাইনে বলা হয়েছে, “They do not have any fixed home but wander about from place to place” কারণ ৪র্থ লাইনে আছে “They were originally natives of India”. (ঘ) সঠিক নয়। কারণ, সর্বশেষ লাইনটিতে বলা হয়েছে, “This attitude towards the gypsies has gradually changed”.
তাদের তাঁবুতে বাসের কারণ (ক) তে আছে, চুরি করা শিশুদের তাঁবুতে লুকানো সহজ। কিন্তু তারা যেহেতু শিশু চুরি করে না, কাজেই (ক) গ্রহণযোগ্য নয়। (খ) তে আছে, তাঁবুর মধ্যে হাতের তালু পঠন (ভাগ্য গণনা) সহজ। কিন্তু তাঁবুর মধ্যেই বরং অন্ধকার, তাই এটিও গ্রহণযোগ্য নয়। (গ) তে আছে, মিশর থেকে তাঁবু আনয়ন সহজ। আলোচ্য passage -এ ধরনের কোনো তথ্য দেয়া নেই। তাছাড়া মিশর সস্তায় তাঁবু তৈরি ও সরবরাহ করে তাও নয়। (ঘ) তে আছে, তাঁবু স্থাপন করা সহজ। হ্যাঁ এটা গ্রহণযোগ্য কারণ, যেকোনো বাসস্থানের চেয়ে তাঁ স্থাপন করা সহজ।
‘The English took them for Egyptians’ অর্থ হলো ইংরেজরা তাদেরকে মিশরীয় মনে করত। সুতরাং অর্থের ক্ষেত্রে 'মনে করা' অর্থটির উপস্থিতি জরুরি। যেহেতু Option (খ) তে consider রয়েছে যার অর্থ মনে করা, তাই সঠিক উত্তর (খ)।
Option (ক) তে বলা হচ্ছে ধারণা পূর্বের মতই রয়েছে। Option (খ) তে বলা হচ্ছে, অনেক বছর পরেও তা তেমন পরিবর্তিত হয়নি। Option (গ) তে বলা হচ্ছে, তারা শিশু চুরি বন্ধ করলে হয়তো পরিবর্তন হতে পারে, Option (ঘ) বলা হচ্ছে পরিবর্তনের ইঙ্গিত বহন করছে (have shown the sings of change). অন্যদিকে passage এর শেষ লাইনে বলা হয়েছে। But this attitude towards the gypsies has gradually changed. সুতরাং মূল passage এর সাথে অর্থের সাযুজ্যের বিচারে সঠিক উত্তর (ঘ)।