প্রশ্নঃ Alexander Pope’s ‘Essay on Man’ is a—
[ বিসিএস ৪৪তম ]
ক. novel
খ. treatise
গ. short story
ঘ. poem
উত্তরঃ poem
ব্যাখ্যাঃ
ঘঃ কবিতা (poem)।
অ্যালেক্সান্ডার পোপের ‘Essay on Man’ একটি দার্শনিক কবিতা। এটি ১৭৩৪ সালে প্রকাশিত হয়েছিল এবং নীতিশাস্ত্র ও মানব প্রকৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।
প্রশ্নঃ ‘The Rape of the Lock’ by Alexander Pope is a/an –
[ বিসিএস ৪০তম ]
ক. epic
খ. ballad
গ. mock-heroic poem
ঘ. elegy
উত্তরঃ mock-heroic poem
ব্যাখ্যাঃ
"The Rape of the Lock" আলেকজান্ডার পোপের একটি বিখ্যাত mock-heroic poem (নকল বীরত্বগাথা)। এই ধরনের কবিতায় তুচ্ছ বা লঘু বিষয়কে মহাকাব্যিক বা বীরত্বপূর্ণ ভঙ্গিতে উপস্থাপন করা হয়, যা হাস্যরস সৃষ্টি করে। পোপ এখানে একটি সামাজিক ঘটনাকে (লর্ড পেটারের দ্বারা অ্যারাবেলা ফেরার্মরের চুলের একটি লহর কেটে নেওয়া) মহাকাব্যের আঙ্গিকে বর্ণনা করেছেন।