প্রশ্নঃ ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
ক. নাইট্রোজেন
খ. আর্গন
গ. মিথেন
ঘ. প্রোপেন
উত্তরঃ মিথেন
ব্যাখ্যাঃ
সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয়, তা মূলত ঘনীভূত প্রাকৃতিক গ্যাস মিথেন বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (Compressed Natural Gas)। এই গ্যাস প্রাকৃতিক গ্যাসকে উচ্চ চাপে ঘনীভূত করে তৈরি করা হয়।