প্রশ্নঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩-এ ভূষিত
[ প্রা.বি.স.শি. 08-12-2023 ]
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩ এ নিম্নলিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান ভূষিত হয়েছেন:
- রাজনীতিতে (মরণোত্তর): অ্যাডভোকেট সাহারা খাতুন।
- শিক্ষায়: অনিমা মুক্তি গোমেজ।
- সংস্কৃতি ও ক্রীড়ায়: নাসিমা জামান ববি।
- গবেষণায়: ড. সেঁজুতি সাহা।
- ক্রীড়ায়: জাতীয় নারী ফুটবল দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ৮ই আগস্ট তারিখে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক বিতরণ করেন।
প্রশ্নঃ সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন-
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
এই কথাটি বলেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই উদ্ধৃতিটি শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে এবং লেখায় দেখা যায়। তিনি প্রায়ই সৃজনশীল ও মেধাবী নেতৃত্বের গুরুত্বের ওপর জোর দেন এবং দেশের উন্নয়নে সৃষ্টিশীল মেধাবী মানুষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
প্রশ্নঃ ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক্রমিক নং | পণ্যের নাম | স্বীকৃতির তারিখ | অঞ্চল |
---|---|---|---|
১ | জামদানি শাড়ি | ১৭ নভেম্বর ২০১৬ | ঢাকা |
২ | ইলিশ মাছ | ২৩ আগস্ট ২০১৭ | সারা দেশ |
৩ | খিরসাপাত আম (চাঁপাইনবাবগঞ্জ) | ২২ ফেব্রুয়ারি ২০১৮ | চাঁপাইনবাবগঞ্জ |
৪ | হরিণা চাল (চট্টগ্রাম) | ২৭ মার্চ ২০১৯ | চট্টগ্রাম |
৫ | বগুড়ার দই | ২৯ অক্টোবর ২০১৯ | বগুড়া |
৬ | হাড়িভাঙ্গা আম (রংপুর) | ৩১ অক্টোবর ২০১৯ | রংপুর |
৭ | ফরিদপুরের লিচু | ২৬ জানুয়ারি ২০২১ | ফরিদপুর |
৮ | নেত্রকোণার খৈ | ২৭ জানুয়ারি ২০২১ | নেত্রকোণা |
৯ | ঢাকাই মসলিন | ২৮ জানুয়ারি ২০২১ | ঢাকা |
১০ | সিলেটের চা | ২৮ জানুয়ারি ২০২১ | সিলেট |
১১ | রাজশাহীর কালোজিরা | ২৯ জানুয়ারি ২০২১ | রাজশাহী |
১২ | পাবনার খেজুর গুড় | ২৯ জানুয়ারি ২০২১ | পাবনা |
১৩ | মৌলভীবাজারের কমলা | ২৯ জানুয়ারি ২০২১ | মৌলভীবাজার |
প্রশ্নঃ নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ হলো:
১. একটি বাড়ি একটি খামার প্রকল্প
২. আশ্রয়ণ প্রকল্প
৩. ডিজিটাল বাংলাদেশ
৪. শিক্ষা সহায়তা কার্যক্রম
৫. নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ
৬. ঘরে ঘরে বিদ্যুৎ
৭. সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ
৮. কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ
৯. বিনিয়োগ বিকাশ
১০. পরিবেশ সুরক্ষা