আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

ক. রানি
খ. প্ৰজা
গ. দাসী
ঘ. ক্ষমতাধর
উত্তরঃ দাসী
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কায়কোবাদ
গ. কামিনী রায়
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
ক. সেবা
খ. সিঁদুর
গ. হৃদয়
ঘ. ত্যাগ
উত্তরঃ সিঁদুর
ক. ভয়
খ. শক্তি
গ. পীড়া
ঘ. শান্তি
উত্তরঃ শক্তি
ক. পচে যাওয়া
খ. ফিরে আসো
গ. নষ্ট হওয়া
ঘ. গত হওয়া
উত্তরঃ গত হওয়া
ক. নারীর প্রতি উদাসীনতার জন্য
খ. নারীকে অবমূল্যায়নের জন্য
গ. নারীর শক্তি কম বলে
ঘ. নারীর অবদান কম বলে
উত্তরঃ নারীকে অবমূল্যায়নের জন্য
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশি
গ. অগ্নিবীণা
ঘ. সর্বহারা
উত্তরঃ সাম্যবাদী
ক. মানবিকতা
খ. অসাম্প্রদায়িকতা
গ. সাম্যবাদিতা
ঘ. বিচক্ষণতা
উত্তরঃ সাম্যবাদিতা
ক. মায়ের সেবা
খ. বধূদের আত্মত্যাগ
গ. নারীর সিঁথির সিঁদুর
ঘ. বোনের সেবা
উত্তরঃ বোনের সেবা
ক. নারী পুরুষের ভেদাভেদ রক্ষায়
খ. নারী পুরুষের কল্যাণ কামনায়
গ. নারী-পুরুষের সময় অধিকার প্রতিষ্ঠায়
ঘ. নারী পুরুষের স্বীকৃতির জন্য
উত্তরঃ নারী-পুরুষের সময় অধিকার প্রতিষ্ঠায়
ক. কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি,
খ. যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আছিল দাসী
গ. কেহ রহিবে না বন্দি কাহারও উঠিছে ডঙ্কা বাজি
ঘ. পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই
উত্তরঃ পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই
ক. ইতিহাসে
খ. স্মৃতিস্তম্ভে
গ. অভিযানে
ঘ. আবিষ্কারের
উত্তরঃ ইতিহাসে
ক. নারীর অধিকার প্রতিষ্ঠা
খ. পুরুষের অধিকার কমানো
গ. নারী ও পুরুষের সমান অধিকার
ঘ. গাড়ির অগ্রাধিকার
উত্তরঃ নারী ও পুরুষের সমান অধিকার
ক. মানবধর্ম
খ. প্রার্থনা
গ. প্রার্থী
ঘ. নারী
উত্তরঃ নারী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাগানের ফুল ছিঁড়ে নেয় বলে রহিম সাহেব বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘুম থেকে ওঠে তার ছেলে ফুল তুলতে গিয়ে তড়িতাহত হয়।
ক. যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আছিল দাসী
খ. আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে
গ. পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই
ঘ. বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি
উত্তরঃ আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে
ক. বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি
খ. অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর
গ. পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই
ঘ. কেহ রহিবে না বন্দী কাহারও উঠেছে ডঙ্কা বাজি
উত্তরঃ পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই
ক. সবুরে মেওয়া ফলে
খ. অধিক সন্ন্যাসীদের গাজল নষ্ট
গ. ইটটি মারলে পাটকেলটি খেতে হয়
ঘ. ধর্মের কল বাতাসে নড়ে
উত্তরঃ ইটটি মারলে পাটকেলটি খেতে হয়
ক. দৈনিক
খ. সাপ্তাহিক
গ. পাক্ষিক
ঘ. মাসিক
উত্তরঃ সাপ্তাহিক
ক. বিজলী
খ. নবযুগ
গ. ধূমকেতু
ঘ. লাঙল
উত্তরঃ বিজলী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তুমি আসবে বলে হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙল,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।
ক. বঞ্চনা
খ. আত্মত্যাগ
গ. অধিকারহীনতা
ঘ. বেদনা
উত্তরঃ আত্মত্যাগ
ক. অজ্ঞ
খ. পরাধীন
গ. নিরক্ষর
ঘ. দুর্বল
উত্তরঃ পরাধীন
ক. নারীর অবদানের অস্বীকৃতি
খ. নারীর বিধবা হওয়া
গ. নারীর যথার্থ মর্যাদার অভাব
ঘ. ইতিহাসে নারীর স্থান না দেয়া
উত্তরঃ নারীর অবদানের অস্বীকৃতি
ক. অসাম্প্রদায়িক চেতনার
খ. সাম্প্রদায়িক চেতনার
গ. প্রকৃতি প্রেমের
ঘ. দেশদ্রোহিতার
উত্তরঃ অসাম্প্রদায়িক চেতনার
ক. দাস
খ. সাহের
গ. মুক্ত
ঘ. গোলাম
উত্তরঃ মুক্ত
ক. ভেদাভেদ
খ. সাম্য
গ. বেদনা
ঘ. পীড়ন
উত্তরঃ সাম্য
ক. আরবি-ফারসি
খ. হিন্দি-সংস্কৃত
গ. বাংলা-উর্দু
ঘ. উর্দু-ফারসি
উত্তরঃ আরবি-ফারসি
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মকবুল বুড়ো তিনটি বিয়ে করেছে। সে অগোচরে রাতের আঁধারে তার বউদের দিয়ে জমিতে লাঙল টানার কথা ভাবে।
ক. নারী
খ. মানবধর্ম
গ. দুই বিঘা জমি
ঘ. জাগো তবে অরণ্য কন্যারা
উত্তরঃ নারী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি"
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. জাতীয়তাবাদ
খ. সাম্যবাদ
গ. ন্যায়বিচার
ঘ. বর্ণবাদ
উত্তরঃ সাম্যবাদ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"তরুলতা যেমন বৃষ্টির সাহায্য পার্থী
মেঘও সেই রূপ তরুর সাহায্য চায়।"
ক. বঙ্গভূমির প্রতি
খ. নারী
গ. দুই বিঘা জমি
ঘ. নদীর স্বপ্ন
উত্তরঃ নারী
ক. কোনোকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি
খ. আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন
গ. মধুহীন করো না গো তব মনঃকোকনদে
ঘ. পায়ে পড়ি, মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে
উত্তরঃ কোনোকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি
ক. ১৯১৯
খ. ১৯৭২
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৬
উত্তরঃ ১৯৭৬

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লোকশিল্পী কাঙালিনী সুফিয়া জীবিকার তাগিদে কোদাল-টুকরি নিয়ে পুরুষ শ্রমিকদের সাথে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটেন। দিন শেষে মজুরি নিতে গিয়ে দেখেন পুরুষ শ্রমিকদের দেওয়া হচ্ছে দু-শ টাকা আর তাকে দেওয়া হলো একশ টাকা। এর কারণ জিজ্ঞেস করলে মালিক বলে— এটাই নিয়ম!
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর
খ. কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে
গ. বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি
ঘ. কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি
উত্তরঃ কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে
ক. সিঁথিতে সিঁদুর নিয়ে সাজা
খ. অসংখ্য নারীর বিধবা হওয়া
গ. এক নারীর অন্য নারীকে সিঁদুর দেওয়া
ঘ. অসংখ্য নারীর বিবাহিত হওয়া
উত্তরঃ অসংখ্য নারীর বিধবা হওয়া

প্রশ্নঃ "নারী" কবিতায় কার সেবার কথা বলা হয়েছে?

[ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা ]


ক. মাতার
খ. বোনের
গ. বধূর
ঘ. ভাইয়ের
উত্তরঃ বোনের

প্রশ্নঃ নারী কবিতার বর্তমান যুগকে কবি মানুষের যুগ বলেছেন, কারণ এ যুগে-

[ বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল ]


ক. নারীর রণমূর্তি
খ. নারী পুরুষের অধিকার সমান
গ. ধনী গরিব সবাই সমান
ঘ. শ্রমিক মালিক সবাই সমান
উত্তরঃ নারী পুরুষের অধিকার সমান

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আসমা বেগম একজন পোশাক শ্রমিক। তিনি অন্যান্য পুরুষ সহকর্মীর সমান কাজ করলেও বেতন কম পান।

প্রশ্নঃ এতে "নারী" কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে?

[ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ]


ক. বৈষম্য
খ. শোষণ
গ. সাম্য
ঘ. রীতি-নীতি
উত্তরঃ বৈষম্য
ক. নারীর প্রতি সম্মান
খ. নারীর প্রতি মর্যাদার অভাব
গ. নারীর প্রতি অসম্মান
ঘ. নারীর বিধবা হওয়া
উত্তরঃ নারীর প্রতি সম্মান

প্রশ্নঃ নজরুলের লেখায় কোন শব্দ ব্যবহারের কুশলতা আছে?

[ সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী ]


ক. আরবি-ফারসি
খ. হিন্দি-সংস্কৃত
গ. বাংলা-উর্দু
ঘ. হিন্দি-বাংলা
উত্তরঃ আরবি-ফারসি

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের লেখা নয়?

[ উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল ]


ক. মুক্তির উপায়
খ. ঝিলিমিলি
গ. আলেয়া
ঘ. মধুমালা
উত্তরঃ মুক্তির উপায়

প্রশ্নঃ "সাম্যের গান গাই" বলতে কবি বুঝিয়েছে—

[ গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]


ক. নারীর জন্য সম অধিকার
খ. পুরুষের জন্য সম অধিকার
গ. শিশুর জন্য সম অধিকার
ঘ. সকলের জন্য সম অধিকার
উত্তরঃ সকলের জন্য সম অধিকার
ক. আসানসোল
খ. সিয়ারসোল
গ. দরিরামপুর
ঘ. লাভপুর
উত্তরঃ আসানসোল