এটা দেখতে সুন্দর
এটা দেখতে ছোট
এটার যত্ন নিতে হয় না
এটা উপকারী
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
“নদী কভু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দক্ষ হয়ে করে পরে অনুদান।”
উপকারিতা
অসহায়ত্ব
মুগ্ধতা
প্রশংসা
৩. সাদৃশ্যপূর্ণ দিকটির যথার্থ প্রকাশ ঘটে—
[ Raj-23 ]
কবির আচরণে
বিজ্ঞদের কথায়
নিমগাছের ইচ্ছায়
কবিরাজের কাজে
কল্যাণে
সৌন্দর্যে
অবহেলায়
অবয়বে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
‘নদী কভু পান নাহি করে নিজ জল
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।’
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।’
বঙ্গবাণী
নিমগাছ
মানুষ
শিক্ষা ও মনুষ্যত্ব
৭. নিমগাছ কল্পে নিমগাছটি কার প্রতীক?
[ Syl-20 ]
একজন সর্বংসহা নারী
একটি সাধারণ গাছ
একজন ব্যথিত নারী
একজন নির্যাতিত নারী
কবিরাজ
কবি
লেখক
চিকিৎসক
ময়লা
নোংরা
কষ্ট
জঞ্জাল
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জবের মিয়া দীর্ঘদিন ধরে একটি ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি চালায়। ঘোড়াটি এখন বুড়ো হলেও জবের মিয়া তার যত্ন নেয়। বাড়ির সবাই ঘোড়াটিকে বিক্রি করতে বললেও চাল কেনার টাকা দিয়ে গম-ভূসি এনে খাওয়ায়। বস্তুত জবের মিয়া ঘোড়াটিকে নিজের সন্তানের মতো দেখে।
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
১১. নিমগাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী?
[ Jess-19 ]
ডাল
বাকল
পাতা
ফুল
ব্যাখ্যাঃ
নিমগাছের: ছাল-চর্মরোগের ঔষধ, পাতা- যকৃতের পক্ষে উপকারী, ছাল-দাঁতের জন্য ভালো।
শিকড়ের বিস্তৃতি
বউয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়া
নিমগাছের বিস্তৃতি
নিমগাছটির স্থিরতা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
ঘৃতকুমারীর নরম অংশ দিয়ে শরবত তৈরি করা হয়। এর শরবত স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
১৩. উদ্দীপকের ‘ঘৃতকুমারীর’ সাথে ‘নিমগাছ" গল্পের নিমগাছের যে দিক থেকে সাদৃশ্য রয়েছে, তা হলো-
[ Raj-17 ]
সৌন্দর্যের
অবহেলার
কল্যাণের
প্রাকৃতির
১৪. গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা, নিমগাছ গল্পে ‘এক দশা" শব্দটি নিমগাছ ও লক্ষ্মী বউকে সমর্থন করে—
[ Chit-17 ]
জীবন ধারায়
অবহেলার
প্রশংসা প্রাপ্তিতে
নিরাহংকারী চেতনায়
নিমের ঔষধি গুণের কথা
পরিবেশ বান্ধবতা
নিমগাছের প্রতি দায়িত্বহীনতা
সমাজে গৃহিণীর বাস্তবতা
১৬. ‘একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে, সবুজ সায়রে’- এখানে ‘নক্ষত্র’ বলতে বোঝানো হয়েছে-
[ Syl-15 ]
নিমগাছের কচি পাতাগুলোকে
নিমগাছের সুন্দর রূপকে
নিমগাছের ফুলের বাহারকে
নিমগাছের কচি ডালগুলোকে
পরোপকার
দায়িত্বশীলতা
সাংসারিক বন্ধন
অস্তিত্ব
১৯. বাহ্যিক উপকারিতায় ব্যবহার করা হয় নিম গাছের -
(i) পাতা, বাকল
(ii) শিকড়, পাতা
(iii) বাকল ও ছায়া
[ Syl-16 ]
i
ii ও iii
i ও iii
i, ii ও iii
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
নিমগাছ উপকারী
এটি বাড়ির শোভাবর্ধনকারী
এটি পরিবেশবান্ধব
এটি খর্বকায়, ক্ষুদ্রাকৃতি
পাতাকে
ফুলকে
কাণ্ডকে
ডালকে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
যৌথ পরিবারে সবার রান্নাবান্না থেকে শুরু করে সব ধরনের
কাজের তদারকি করে মোহিনী। কিন্তু সে খেয়েছে কি না,
কেউ তাকে জিজ্ঞাসা করে না।
মমতাদি
নিমগাছ
অভাগীর স্বর্গ
দেনা পাওনা
i ও ii
ii
i ও iii
iii
২৭. নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এখানে "নক্ষত্র" বলতে বোঝানো হয়েছে-
[ Syl-15 ]
নিমগাছের ফুলকে
নিমগাছের পাতাকে
নিমগাছের ফলকে
নিমগাছের ছালকে
শিক্ষার্থীর সচেতনতা
বিজ্ঞজনের অভিজ্ঞতা
গৃহিণীর বাস্তবতা
নিমের উপকারিতা
নিমফুল
নিমফল
নিমপাতা
কচি ডাল
৩১. বনফুলের প্রকৃত নাম কি?
[ Din-15 ]
বলাইচাঁদ মুখোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
মানিক বন্দ্যোপাধ্যায়