JSC পরীক্ষা - 2015
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড
ক. প্রহার করায়
খ. খাবার না দেওয়ায়
গ. গেট বন্ধ থাকায়
ঘ. অতিরিক্ত আদর পাওয়ায়
উত্তরঃ খাবার না দেওয়ায়
প্রশ্নঃ "চোখ দিয়ে জল পড়তে লাগল” — "পড়ে পাওয়া" গল্পের "কাপালি"র এরূপ হওয়ার কারণ কী?
[ Raj-18 | Chit-15 | Bari-14 ]
ক. বক্স হারিয়ে যাওয়া
খ. বন্যায় ভেসে যাওয়া
গ. নতুন করে আশ্রয় পাওয়া
ঘ. হারানো বক্স ফেরত পাওয়া
উত্তরঃ হারানো বক্স ফেরত পাওয়া
ক. সৈয়দ মুজতবা আলী
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. বিধভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. বিপ্রদাশ বড়ুয়া
উত্তরঃ বিধভূষণ বন্দ্যোপাধ্যায়
ক. উপন্যাস
খ. নাটক
গ. ছোট গল্প
ঘ. কাব্য
উত্তরঃ ছোট গল্প
ক. ভূতের বিশ্বাস
খ. কুসংস্কারের
গ. কাল্পনিকতার
ঘ. বিজ্ঞান বুদ্ধির
উত্তরঃ ভূতের বিশ্বাস
ক. সাম্রাজ্যবাদের ইতিহাস
খ. সামরিক শাসনের ইতিহাস
গ. বিজয়ের ইতিহাস
ঘ. মুমূর্ষু নর-নারীর আর্তনাদের ইতিহাস
উত্তরঃ মুমূর্ষু নর-নারীর আর্তনাদের ইতিহাস
ক. কবিরাজ
খ. হাসু
গ. রহমত
ঘ. সুখী মানুষটির
উত্তরঃ হাসু
প্রশ্নঃ মোড়ল বারবার যা বলে চিৎকার করছিল-
(i) আর সহ্য করতে পারছি না
(ii) জ্বলে গেল
(iii) হাড় ভেঙে গেল
[ Chit-15 ]
ক. i
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. মনের কথা
খ. শুভেচ্ছা
গ. সিসিমপুর
ঘ. মীনা কার্টুন
উত্তরঃ মনের কথা
প্রশ্নঃ আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী কী?
(i) মংডু
(ii) সিংহাই
(iii) ম্রাউক-উ
[ Chit-15 ]
ক. i ও ii
খ. iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ iii
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ তিনটি
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. i ও ii
উত্তরঃ i ও ii
ক. বৈদিক
খ. প্ৰাকৃত
গ. আসামি
ঘ. বাংলা
উত্তরঃ বৈদিক
ক. তাইতে কী জাত ভিন্ন বলায়
খ. গর্তে গেলে কূপজল কয়
গ. গঙ্গায় গেলে গঙ্গাজল হয়
ঘ. ভিন্ন জানায় পাত্র অনুসারে
উত্তরঃ গঙ্গায় গেলে গঙ্গাজল হয়
ক. সাদা
খ. পবিত্র
গ. অমলিন
ঘ. দ্বিধা
উত্তরঃ অমলিন
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. iii
উত্তরঃ ii ও iii
ক. বাংলার সবুজ করুণ ডাঙায়
খ. কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে
গ. কুয়াশার বুকে ভেসে
ঘ. বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
উত্তরঃ কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে
ক. মানসিক অস্থিরতা দূর করতে
খ. বৈষম্য দূর করতে
গ. পীড়িতদের সাহায্য করতে
ঘ. নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে
উত্তরঃ নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে
প্রশ্নঃ পাকিস্তানি পশুদের প্রতি চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কাদের?
(i) ভাইয়ের
(ii) বোনের
(iii) মায়ের
[ Chit-15 ]
ক. i ও ii
খ. iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii