আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

সহকারী শিক্ষক (৩য় ধাপ) 29-03-2024

পরীক্ষারঃ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 75

মোট মার্কঃ 75

পরীক্ষার সময়ঃ 01:00:00

প্রকাশের তারিখঃ 29.03.2024

১. বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-

৭০০-১৪০০ খ্রিঃ
৬৫০-১২০০ খ্রিঃ
৪০০-৮০০ খ্রিঃ
৫০০-১০০০ খ্রিঃ

২. 'কাঁদো নদী কাঁদো' এর রচয়িতা কে?

মুনীর চৌধুরী
মানিক বন্দ্যোপাধ্যায়
শহীদুল্লা কায়সার
সৈয়দ ওয়ালীউল্লাহ

৩. 'ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত'- এ উদ্ধৃতিটি কার?

সুভাষ মুখোপাধ্যায়
দ্বিজেন্দ্রলাল রায়
শামসুর রাহমান
কামিনী রায়

৪. Identify the correct spelling:

Equilibrium
Equalbrium
Equilebrium
Equalibrium

৫. 'Proletariat' শব্দটির সঠিক বাংলা কি?

রাজগোষ্ঠী
বিপদাপন্ন
সর্বহারা
সাহিত্যিক

৬. Rudimentary শব্দটির অর্থ কি?

বিরক্তিবোধ
হাস্যকর
প্রাথমিক
স্বল্পভাষী

৭. 'Open the door' (Make it passive)

Let the door be opened
Let the door opened
Let the door open
The door is opened

৮. \(a^{-3}=0.2\) হলে \(a^{12}\) এর মান কত?

525
125
625
526

৯. \(9^x+9^x+9^x=\) কত?

\(9^{3x}\)
\(3^{2x+1}\)
\(27^x\)
\(3x^3\)

১০. একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৬ সে. মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?

৪৮
৬০
১২
২৪

১১. \(০~÷~০\) কত?

অনির্ণেয়
০.০

১২. যদি a+b=2, ab=1 হয় তবে a এবং b এর মান কত?

1, 1
-1, 3
-3, -4
0, 2

১৩. করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত?

৩০০০
২৯৭০
৩০৭০
৩১৭০

১৪. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না?

স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
বিচার ব্যবস্থা
শাসনতান্ত্রিক কাঠামো
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা

১৫. Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা?

শ্রীলঙ্কা
পাকিস্তান
ভারত
বাংলাদেশ

১৬. 'বিবর' শব্দের অর্থ কি?

চূড়া
বরহীনা
বরহীন
গহ্বর

১৭. Forgery শব্দের বাংলা পরিভাষা কি?

জালিয়াতি
তছরুপ
বাজেয়াপ্ত
পূর্বাভাস

১৮. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড বাক্যের পর বসে-

কোলন
কমা
দাঁড়ি
সেমিকোলন

১৯. 'বাংলাদেশ' কবিতাটি কার লেখা?

ফররুখ আহমদ
আহসান হাবীব
শামসুর রাহমান
অমিয় চক্রবর্তী

২০. Call name indicates ____

Calling
Speaking
Rebuking
Calling Bell

২১. The Poet of Beauty is-

Milton
Eliot
Wordsworth
Keats

২২. 'I will do it tomorrow'- এ বাক্যে Tomorrow কোন Parts of Speech?

Adverb
Adjective
Noun
Verb

২৩. Either he or his friends ____ done it.

is
are
has
have

২৪. He was dressed ____ a black suit.

with
in
by
for

২৫. Bangladesh was ___ in 1971.

Liberated
Liberate
Liberating
Liberation

২৬. Time after twilight and before night ____

Dawn
Dusk
Moonlite
Midnight

২৭. ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?

৪৫০ টাকা
৬৫০ টাকা
৫০০ টাকা
৬০০ টাকা

২৮. একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

৬৫৫
৬৭৫
৬৮০
৬৩০

২৯. তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে?

সৌদি আরব
তুরস্ক
আফগানিস্তান
শ্রীলঙ্কা

৩০. ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই?

মিজোরাম, ত্রিপুরা
আসাম, মেঘালয়
অরুণাচল, মণিপুর
মেঘালয়, মিজোরাম

৩১. Which sentence is correct?

He needs not go
He need not go
He do not need to go
He does not need go

৩২. An adverb does not modify?

Verb
Adverb
Noun
Adjective

৩৩. The synonym of 'Outset' is-

Beginning
Fall
Lost
Outside

৩৪. Indefinite Pronoun এর উদাহরণ কোনটি?

Several
Who
Mine
We

৩৫. Sapling শব্দের অর্থ কি?

আদর করা
চারাগাছ
ঔষধ
নমুনা

৩৬. বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ?

৪ এপ্রিল
১ এপ্রিল
২ এপ্রিল
৩ এপ্রিল

৩৭. 'চাঁদ দেখা যাচ্ছে'- এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?

ভাববাচ্য
কর্মকর্তৃবাচ্য
কর্তৃবাচ্য
কর্মবাচ্য

৩৮. 'জরা' এর বিপরীতার্থক শব্দ-

জীবন
মৃত্যু
যৌবন
পতিত

৩৯. ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
করণে ৭মী
কর্মে ৭মী

৪০. 'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?

বক্তব্য
উক্ত
বাক্য
ভবিতব্য

৪১. 'বাংলা সাহিত্যের কথা' কার রচিত?

ডঃ সুকুমার সেন
রবীন্দ্রনাথ ঠাকুর
ডঃ হুমায়ুন আহমেদ
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

৪২. বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে?

২০টি
২১টি
১৮টি
২২টি

৪৩. একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

১০%
২৪%
২০%
৪৪%

৪৪. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?

১২
১৪
১৬
১০

৪৫. একটি গাড়ির চাকা যদি মিনিটে ৯০ বার ঘোরে, ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

৩৬০০°
৫৪০°
১৮০°
২৭০°

৪৬. বাংলোদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে?

৪২
৩৯
৪০
৪১

৪৭. 'কুসুম্বা' মসজিদ কোথায় অবস্থিত?

ঢাকার লালবাগে
নওগা জেলায়
পুরনো ঢাকায়
বাগেরহাট জেলায়

৪৮. মালদ্বীপের প্রধান ভাষা কোনটি?

দিভেহী
মালয়
আরবী
হিন্দি

৪৯. জাতিসংঘের সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটি?

International Panel on Climate Change
Intergovernmental Panel on Climate Change
Intragovernmental Panel on Climate Change
International Public Committee for Climate Change

৫০. কোন সংখ্যার \(\frac{১}{২}\) অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির \(\frac{২}{৩}\) অংশ হবে। সংখ্যাটি কত?

৬৩
৩৬
৩৫
৫৩

৫১. \(\frac{\sqrt{2}}{\sqrt{6}+2}=\) কত?

\(\sqrt{3}-\sqrt{2}\)
\(\sqrt{3}+2\)
\(\sqrt{3}+\sqrt{2}\)
\(3-\sqrt{2}\)

৫২. কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে?

২০০
৩০০০
২৫০
১০০

৫৩. ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?

৩৬.৮৭
৩৭.৮৭
৩৬.৭৮
৩৭.৭৮

৫৪. 'চোরাবালি' কাব্যগ্রন্থটি কার লেখা?

বিষ্ণু দে
প্যারীচাঁদ মিত্র
মানিক বন্দ্যোপাধ্যায়
দ্বিজেন্দ্রলাল রায়

৫৫. 'সোনালি কাবিন' কাব্যের রচয়িতা কে?

শক্তি চট্টোপাধ্যায়
হাসান হাফিজুর রহমান
আল মাহমুদ
হুমায়ূন আজাদ

৫৬. মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ-

মনো+হর
মন+অহর
মন+হর
মনঃ+হর

৫৭. 'মুজিববর্ষ' কোন সমাস?

দ্বন্দ্ব সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস

৫৮. Have you ever been ____ Dhaka?

to
in
on
at

৫৯. কোনটি Abstract Noun?

Humane
In human
Humanity
Human

৬০. What kind of noun is 'Infant'?

Collective
Material
Proper
Common

৬১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?

১২টি
৮টি
৬টি
১০টি

৬২. 'বাবা' শব্দটি কোন ভাষা থেকে আগত?

তুর্কী
ফার্সী
হিন্দি
উর্দু

৬৩. 'ষড়ঋতু' কোন সমাস?

বহুব্রীহি
দ্বিগু
দ্বন্দ্ব
কর্মধারয়

৬৪. কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?

লর্ড মাউন্ট ব্যাটেন
ওয়ারেন হেস্টিংস
লর্ড বেন্টিংক
লর্ড কর্ণওয়ালিস

৬৫. শালবন বিহার কোন রাজবংশের কীর্তি?

দেব
রাঢ়
পাল
চন্দ্র

৬৬. আন্দামান ও নিকোবর দ্বীপ পুঞ্জের রাজধানী কোনটি?

পোর্ট ব্লেয়ার
সিকিম
পুদুচেরি
দাদরা

৬৭. রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে?

রমিউলাস অগাস্টাস
জুপিটার
রাজা রোমিউলাস
অগাস্টাস সিজার

৬৮. 'মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পরিচালক কে?

শেখ নিয়ামত আলী
খান আতাউর রহমান
জহির রায়হান
আব্দুল জব্বার খান

৬৯. ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়?

সেক্সপিয়ার ও ভলতেয়ার
রুশো ও ভলতেয়ার
প্লেটো ও এরিস্টটল
সেক্সপিয়ার ও ইলিয়ট

৭০. দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?

৩৩
২৮
২২
৪২

৭১. ১৬ কোটির ১% কত?

২০ হাজার
১ কোটি ৬০ লক্ষ
১৬ লক্ষ
১৬ হাজার

৭২. একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি. মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?

২০ মিটার
৫ মিটার
১০ মিটার
১৫ মিটার

৭৩. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?

৪ বছর
৮ বছর
৫ বছর
৩ বছর

৭৪. ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

৭৫. Which Sentence is correct?

One of my friend been sick
One of my friends is sick
One of my friend is sick
One of my friends are sick