ক. দেহ খণ্ডায়িত
খ. উভয় লিঙ্গ
গ. একলিঙ্গ
ঘ. ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়
ক. পরিফেরা
খ. নিডারিয়া
গ. নেমাটোডা
ঘ. মলাস্কা
ক. কাঁকড়া
খ. কেঁচো
গ. গোলকৃমি
ঘ. ফিতাকৃমি
ক. ১৫
খ. ১২
গ. ১৩
ঘ. ১১
ক. শামুক
খ. ফিতাকৃমি
গ. জোঁক
ঘ. হাইড্রা
ক. পরিফেরা
খ. নিডারিয়া
গ. মলাস্কা
ঘ. একাইনোডার্মাটা
ক. পেট্রোমাইজন
খ. অ্যাসিডিয়া
গ. ব্রাঙ্কিওস্টোমাটা
ঘ. ইলিশ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
প্রশ্নঃ ফিতা কৃমির-
(i) দেহ নলাকার
(ii) দেহে চোষক ও আংটা থাকে
(iii) দেহে পৌস্টিকতন্ত্র অনুপস্থিত
[ Chit-18 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
প্রশ্নঃ সরীসৃপ শ্রেণির প্রাণীরা-
(i) উষ্ণ রক্তবিশিষ্ট
(ii) বুকে ভর করে চলে
(iii) ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত
[ Jess-16 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
প্রশ্নঃ প্রাণীর বৈজ্ঞানিক নাম-
(i) দুটি পদবিশিষ্ট
(ii) ইংরেজি ভাষায় লিখতে হয়
(iii) ল্যাটিন ভাষায় লিখতে হয়
[ Jess-15 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
প্রাণিজগতে সবচেয়ে বৃহত্তম একটি পর্ব আছে। যে পূর্বে পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে, স্থলে, স্বাদু পানি ও সমুদ্রে বাস করে। এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উড়তে পারে।
ক. পরিফেরা
খ. আর্থ্রোপোডা
গ. নিডারিয়া
ঘ. অ্যানিলিডা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
নিডারিয়া পর্বের প্রাণীদের এক্টোডার্মে "নিডোব্লাস্ট" নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো বিভিন্ন কাজে অংশ নেয়।
ক. স্পনজিলা
খ. স্কাইফা
গ. ওবেলিয়া
ঘ. তারামাছ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তারাই উভচর।
ক. কুমির
খ. সাপ
গ. সোনাব্যাঙ
ঘ. টিকটিকি
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
প্রশ্নঃ মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ কী দ্বারা আবৃত থাকে?
[ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ]
ক. ম্যান্টল
খ. সিলোম
গ. পেস্ট
ঘ. নটোকর্ড
ক. গণ
খ. শ্রেণি
গ. প্রজাতি
ঘ. বৰ্গ
ক. Reptilia
খ. Aves
গ. Mammalia
ঘ. Porifera
ক. Hydra
খ. Porifera
গ. Spongilla
ঘ. Snail
ক. বানর
খ. মানুষ
গ. গরু
ঘ. ঘোড়া
ক. বানর
খ. কেঁচো
গ. পাখি
ঘ. ঝিনুক
ক. শিকার ধরা
খ. চলন
গ. আত্মরক্ষা
ঘ. সবগুলো
ক. বর্গ
খ. শ্রেণি
গ. পর্ব
ঘ. জগৎ
ক. পরিফেরা
খ. নিডারিয়া
গ. নেমাটোডা
ঘ. কর্ডাটা
ক. ব্রাঙ্কিওস্টোমা
খ. পেট্রোমাইজন
গ. অ্যাসিডিয়া
ঘ. হাঙ্গর
ক. প্রজাতি
খ. পর্ব
গ. শ্রেণি
ঘ. বর্গ
প্রশ্নঃ গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের কয়ভাগে ভাগ করা যায়?
[ মাইলস্টোন কলেজ, ঢাকা ]
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
ক. ২৫
খ. ২০
গ. ১৫
ঘ. ১০
ক. পরিফেরা
খ. মলাস্কা
গ. আর্থ্রোপোডা
ঘ. অ্যানিলিডা
ক. এক্টোডার্মে
খ. এন্ডোডার্মে
গ. সিলেন্টেরনে
ঘ. মেসোডার্মে
ক. শ্বসন
খ. জনন
গ. পরিপাক
ঘ. রেচন
প্রশ্নঃ কোন পর্বের প্রাণি ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়?
[ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ]
ক. নেমোটোডা
খ. অ্যানিলিডা
গ. আর্থ্রোপোডা
ঘ. মলাস্কা
ক. হাইড্রা
খ. ওবেলিয়া
গ. তারামাছ
ঘ. স্পনজিলা
ক. ১
খ. ৩
গ. 8
ঘ. ২
প্রশ্নঃ কোন উপ-পর্বের প্রাণীরা মেরুদন্ডী প্রাণী হিসেবে পরিচিত?
[ লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর ]
ক. ইউরোকর্ডাটা
খ. ভার্টিব্রাটা
গ. সেফালোকর্ডাটা
ঘ. অ্যাস্কিরিয়া