ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii
উত্তরঃ ii
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
উত্তরঃ i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
হানিফ সাহেবের প্রতিবেশী শামীম সাহেবের শিশু সন্তানটি হামে আক্রান্ত হয়। তিনি শিশুটিকে দেখতে গিয়ে জানতে পারেন শামীম সাহেব তার শিশুটিকে টিকা দেননি। হানিফ সাহেব তখন তাকে জানান যে মারাত্মক ৬টি রোগের টিকা বিনামূল্যে শিশুদের স্বাস্থ্যরক্ষার জন্য দেওয়া হয়। তিনি সময় মতো টিকা দেওয়ায় তার সন্তানদের এসব রোগ হয়নি।
ক. ইউনেস্কো
খ. ইউনিসেফ
গ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ঘ. বিশ্ব খাদ্য সংস্থা
উত্তরঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ক. বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা
খ. বিশ্বের গ্রামীণ ও দরিদ্র দেশগুলোকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া
গ. তৃতীয় বিশ্বের দেশগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
ঘ. উন্নত দেশ কর্তৃক দরিদ্র্য দেশকে স্বাস্থ্যগত সুবিধা দেওয়া
উত্তরঃ বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা
ক. ১৯৫১ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৯ সালে
ঘ. ১৯৭৭ সালে
উত্তরঃ ১৯৫১ সালে
প্রশ্নঃ FAO বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেয় কেন?
[ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ]
ক. খাদ্য উৎপাদনের জন্য
খ. খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য
গ. আর্থিক সংকট মেটানোর জন্য
ঘ. আর্থসামাজিক উন্নয়নের জন্য
উত্তরঃ খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য
প্রশ্নঃ "A" নামক সংস্থা বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ, নারী উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা করছে। এটি কোন সংস্থা?
[ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ]
ক. FAO
খ. UNICEF
গ. UNDP
ঘ. UNFPA
উত্তরঃ UNDP
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ ৬টি
প্রশ্নঃ কোন সংস্থাটি মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছে?
[ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট ]
ক. UNICEF
খ. UNESCO
গ. WHO
ঘ. UNDP
উত্তরঃ UNICEF
প্রশ্নঃ নোভার বাবা ১৯৪৮ সালে গঠিত হওয়া একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত আছেন, যার সদর দপ্তর জেনেভায়। নোভার বাবার কর্মস্থল কোনটি?
[ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর ]
ক. ইউনেস্কো
খ. এফএও
গ. ডব্লুউএইচও
ঘ. ওআইসি
উত্তরঃ ডব্লুউএইচও
প্রশ্নঃ ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র-
(i) শিক্ষা
(ii) বিজ্ঞান
(iii) সংস্কৃতি ও যোগাযোগ
[ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii