ক. মানুষের
খ. তোমাকে
গ. লোকে
ঘ. পড়ি
উত্তরঃ পড়ি
ক. ক্রিয়ার ভাব
খ. ক্রিয়ার ধাতু
গ. ক্রিয়ার রূপ
ঘ. ক্রিয়ার কাল
উত্তরঃ ক্রিয়ার ধাতু
ক. বিশ্লেষক ধাতু
খ. সিদ্ধ ধাতু
গ. যৌগিক ধাতু
ঘ. কর্মবাচ্যের ধাতু
উত্তরঃ সিদ্ধ ধাতু
ক. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু
খ. ণিজন্ত ধাতু
গ. নাম ধাতু
ঘ. প্রযোজক ধাতু
উত্তরঃ সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু
ক. সাধিত ধাতু
খ. নাম ধাতু
গ. মৌলিক ধাতু
ঘ. যৌগিক ধাতু
উত্তরঃ মৌলিক ধাতু
ক. খাঁটি বাংলা
খ. স্বয়ংসিদ্ধ
গ. সংস্কৃত মূল
ঘ. সাধিত ধাতু
উত্তরঃ স্বয়ংসিদ্ধ
প্রশ্নঃ মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়? অথবা, বাংলা ভাষায় মৌলিক ধাতু কত প্রকার?
[ Dha-15 | Raj-16 | Chit-15 | Bari-17 ]
ক. দুই শ্রেণীতে
খ. চার শ্রেণীতে
গ. তিন শ্রেণীতে
ঘ. পাঁচ শ্রেণীতে
উত্তরঃ তিন শ্রেণীতে
ক. সাধিত ধাতু
খ. যৌগিক ধাতু
গ. মৌলিক ধাতু
ঘ. প্রযোজক ধাতু
উত্তরঃ মৌলিক ধাতু
ক. খাঁটি বাংলা ধাতু
খ. বিদেশি ধাতু
গ. সংস্কৃতমূল ধাতু
ঘ. সাধিত ধাতু
উত্তরঃ সংস্কৃতমূল ধাতু
ক. মৌলিক ধাতু
খ. বিদেশি ধাতু
গ. বাংলা ধাতু
ঘ. সংস্কৃত ধাতু
উত্তরঃ সংস্কৃত ধাতু
ক. বিগড্
খ. হাস্
গ. আঁক্
ঘ. দৃশ্
উত্তরঃ দৃশ্
ক. সংস্কৃত ধাতু
খ. মৌলিক ধাতু
গ. সাধিত ধাতু
ঘ. খাঁটি বাংলা ধাতু
উত্তরঃ খাঁটি বাংলা ধাতু
ক. খাট্ + বে = খাটবে
খ. জম্ + আট = জমাট
গ. হাস্ + ই = হাসি
ঘ. বিগড় + আনো = বিগড়ানো
উত্তরঃ হাস্ + ই = হাসি
ক. সংস্কৃত
খ. সাধিত
গ. বিদেশি
ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ খাঁটি বাংলা
ক. ছাত্রদের কর্তব্য লেখাপড়া করা
খ. কী সব আঁকাআঁকি করছ?
গ. তোমার হাসিটি খুব সুন্দর।
ঘ. যত বেশি খাটবে ততই সুফল পাবে।
উত্তরঃ ছাত্রদের কর্তব্য লেখাপড়া করা
ক. সংস্কৃতমূল ধাতু
খ. অজ্ঞাতমূল ধাতু
গ. বিদেশি ধাতু
ঘ. ণিজন্ত ধাতু
উত্তরঃ বিদেশি ধাতু
ক. সংস্কৃত ধাতু
খ. বাংলা ধাতু
গ. বিদেশাগত ধাতু
ঘ. সংস্কৃত ও বাংলা উভয় ধাতু
উত্তরঃ বিদেশাগত ধাতু
ক. সংযোগমূলক ধাতু
খ. বিদেশি ধাতু
গ. তৎসম ধাতু
ঘ. সাধিত ধাতু
উত্তরঃ সাধিত ধাতু
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ তিন প্রকার
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ তিন প্রকার
ক. সংস্কৃত ধাতু
খ. সংযোগমূলক ধাতু
গ. সাধিত ধাতু
ঘ. ণিজন্ত ধাতু
উত্তরঃ ণিজন্ত ধাতু
ক. আমাকে নিয়ে টানাটানি কোরো না, আমি যাব না
খ. "ওরে ভোঁদর ফিরে চা, খুকুর নাচন দেখে যা।"
গ. তোমার যাওয়া হলে আমাকে বোলো
ঘ. অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়
উত্তরঃ "ওরে ভোঁদর ফিরে চা, খুকুর নাচন দেখে যা।"
ক. বইটি হারিয়ে ফেলেছি
খ. শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
গ. তোমার হাসিটি খুব সুন্দর
ঘ. বাবা ঘুমাচ্ছেন
উত্তরঃ শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
প্রশ্নঃ বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে "আ" প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?
[ Dha-17 | Jess-14 | Bari-14 ]
ক. সাধিত ধাতু
খ. বিদেশি ধাতু
গ. মৌলিক ধাতু
ঘ. নাম ধাতু
উত্তরঃ নাম ধাতু
ক. বাবা ঘুমাচ্ছেন
খ. বইটি হারিয়ে ফেলেছি
গ. সে নিজে করে না অন্যকে দিয়ে করায়
ঘ. আমি টিফিন খেয়েছি
উত্তরঃ বাবা ঘুমাচ্ছেন
ক. সাধিত ধাতু
খ. নামধাতু
গ. যৌগিক ধাতু
ঘ. ধন্যাত্মক ধাতু
উত্তরঃ যৌগিক ধাতু
ক. সাধিত ধাতু
খ. নামধাতু
গ. যৌগিক ধাতু
ঘ. ধন্যাত্মক ধাতু
উত্তরঃ যৌগিক ধাতু
ক. মৌলিক ধাতু
খ. নামধাতু
গ. সাধিত ধাতু
ঘ. সংযোগমূলক ধাতু
উত্তরঃ সংযোগমূলক ধাতু
ক. কর্মবাচ্যের ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া
ঘ. কর্তৃবাচ্যের ক্রিয়া
উত্তরঃ কর্মবাচ্যের ক্রিয়া
ক. কর্তৃবাচ্যের ক্রিয়া
খ. কর্মবাচ্যের ধাতু
গ. কর্মবাচ্যের ক্রিয়া
ঘ. প্রযোজক ক্রিয়া
উত্তরঃ কর্মবাচ্যের ধাতু
ক. অ-প্রত্যয় যোগে
খ. ই-প্রত্যয়যোগে
গ. আ-প্রত্যয়যোগে
ঘ. আয়-প্রত্যয়যোগে
উত্তরঃ আ-প্রত্যয়যোগে
ক. শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
খ. বাবা ঘুমাচ্ছেন
গ. তুমি কী কর
ঘ. বইটি হারিয়ে ফেলেছি
উত্তরঃ বইটি হারিয়ে ফেলেছি
ক. কর্মবাচ্যের ধাতু
খ. প্রযোজক ধাতু
গ. স্বয়ংসিদ্ধ ধাতু
ঘ. নাম ধাতু
উত্তরঃ কর্মবাচ্যের ধাতু
ক. ক্রিয়াপদ
খ. ক্রিয়ার কাল
গ. ক্রিয়ার সময়
ঘ. ক্রিয়ার সম্বোধন
উত্তরঃ ক্রিয়াপদ
ক. ক্রিয়ার বিরতি
খ. ক্রিয়ার কাল
গ. ক্রিয়ার মনোভাব
ঘ. ক্রিয়ার আবেগ
উত্তরঃ ক্রিয়ার কাল