ক. বেড নির্মাণ
খ. পরিদর্শন পথ
গ. সেচ ব্যবস্থা
ঘ. সুষ্ঠু পরিকল্পনা
উত্তরঃ সুষ্ঠু পরিকল্পনা
ক. কৃষি বনায়ন
খ. গ্রামীণ বনায়ন
গ. প্রাকৃতিক বনায়ন
ঘ. সামাজিক বনায়ন
উত্তরঃ কৃষি বনায়ন
প্রশ্নঃ বৃক্ষ জাতীয় গাছের দুই সারির মাঝে কৃষিজ ফসলের চাষ পদ্ধতিকে কী বলে?
[ Dha-17 | Bari-17 | Syl-17 | Din-17 ]
ক. বায়ো-ডাইভারসিটি
খ. অ্যালি ক্রপিং
গ. মিশ্র চাষ
ঘ. বিক্ষিপ্ত চাষ
উত্তরঃ অ্যালি ক্রপিং
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
উত্তরঃ ১২
ক. মাঝারি নিচু এলাকা
খ. নিচু এলাকা
গ. সমতল এলাকা
ঘ. মাঝারি উঁচু ও উঁচু এলাকা
উত্তরঃ মাঝারি উঁচু ও উঁচু এলাকা
প্রশ্নঃ সীড বেড়ে প্রতি বর্গমিটারে চারার সংখ্যা ৪০০টি হলে চারা হতে চারার দূরত্ব কত হতে পারে?
[ Raj-17 | Comi-17 | Jess-17 | Chit-17 ]
ক. ৫ × ১০ সে. মি
খ. ১০ × ১২ সে.মি.
গ. ১২ × ১৫ সে.মি.
ঘ. ১৫ × ১৮ সে.মি.
উত্তরঃ ৫ × ১০ সে. মি
ক. মেহগনি ও জাম
খ. আম ও আতা
গ. চম্পা ও কাঁঠাল
ঘ. কড়ই ও বেলজিয়াম
উত্তরঃ চম্পা ও কাঁঠাল
প্রশ্নঃ পট বেডে পলিব্যাগের সাইজ ১৮ সে. মি. × ১২ সে. মি. হলে প্রতি বর্গমিটারে চারার সংখ্যা কত হবে?
[ সকল বোর্ড-16 ]
ক. ৪৫ টি
খ. ৫৫ টি
গ. ৬৫ টি
ঘ. ৭৫ টি
উত্তরঃ ৪৫ টি
ক. ফসলের সাথে বনজ বৃক্ষের চাষ
খ. ফসলের সাথে বৃক্ষ ও পশুপালন
গ. মৎস্য বৃক্ষ ও ফসলের একত্রে চাষ
ঘ. ফসলের সাথে লিগিউম জাতীয় বৃক্ষের চাষ
উত্তরঃ ফসলের সাথে লিগিউম জাতীয় বৃক্ষের চাষ
ক. আকাশমনি ও শিশু
খ. আম ও অর্জুন
গ. খেজুর ও বাবলা
ঘ. কাঁঠাল ও রেইনট্রি
উত্তরঃ আকাশমনি ও শিশু
ক. ১২ ঘণ্টা
খ. ২৪ ঘণ্টা
গ. ৪৮ ঘণ্টা
ঘ. ৭২ ঘণ্টা
উত্তরঃ ২৪ ঘণ্টা
ক. পেঁপে
খ. আম
গ. জারুল
ঘ. কাঁঠাল
উত্তরঃ জারুল
ক. বরই
খ. ইপিল-ইপিল
গ. পেয়ারা
ঘ. নিম
উত্তরঃ ইপিল-ইপিল
ক. অড়হর
খ. ধৈঞ্চা
গ. মেহগনি
ঘ. আকাশমণি
উত্তরঃ ধৈঞ্চা
ক. শাল
খ. মান্দার
গ. গর্জন
ঘ. মেহগনি
উত্তরঃ মান্দার
ক. বায়ু চলাচল করার জন্য
খ. শিকড় বেড় হওয়ার জন্য
গ. সার প্রয়োগের জন্য
ঘ. অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য
উত্তরঃ অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য
প্রশ্নঃ সামাজিক বনায়নের উদ্দেশ্য হলো—
(i) শিল্পের কাঁচামাল সরবরাহ
(ii) দারিদ্র্য দূরীকরণ
(iii) পরিবেশের উন্নয়ন
[ Dha-17 | Bari-17 | Syl-17 | Din-17 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
করিম মোল্লা তার বাড়ির পাশে শোভাবর্ধনকারী ছায়া ও কাঠ লাগাতে চায়। সে বাজার থেকে মেহগনি, রেইনট্রি, ঝাউ ও কাঁঠালের চারা এনে বিভিন্ন স্থানে রোপণ করে।
প্রশ্নঃ করিম মোল্লার চাষাবাদ পদ্ধতিটিকে কী নামে অভিহিত করা হয়?
[ Raj-17 | Comi-17 | Jess-17 | Chit-17 ]
ক. একক চাষ
খ. অ্যালি ক্রপিং
গ. মিশ্র বৃক্ষ চাষ
ঘ. সমন্বিত কৃষি বনায়ন
উত্তরঃ মিশ্র বৃক্ষ চাষ
প্রশ্নঃ করিম মোল্লার বাড়িতে লাগানো উত্তম-
(i) কাঁঠাল গাছের চারা
(ii) ঝাউ গাছের চারা
(iii) তাল গাছের চারা
[ Raj-17 | Comi-17 | Jess-17 | Chit-17 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. অড়হর
খ. বৃক্ষ
গ. শস্য
ঘ. ধৈঞ্চা
উত্তরঃ অড়হর
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সুপ্তি রানি একটি এনজিওতে চাকরি করেন। তিনি গ্রামের পাকা রাস্তার ধারে দুই কিলোমিটারে বৃক্ষ রোপণের দায়িত্ব পান। তিনি সেগুন বৃক্ষের পাশাপাশি অন্যান্য গাছ রোপণের পরিকল্পনা করলেন।
ক. ৮০০
খ. ১৬০০
গ. ২৪০০
ঘ. ৩২০০
উত্তরঃ ৩২০০
ক. অন্যান্য উদ্ভিদের সালোকসংশ্লেষণ বেশি হবে
খ. ছোট ছোট উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে
গ. জমিতে ফসলের উৎপাদন কম হবে
ঘ. মাটিস্থ অণুজীবের বৃদ্ধি ব্যাহত হবে
উত্তরঃ অন্যান্য উদ্ভিদের সালোকসংশ্লেষণ বেশি হবে
প্রশ্নঃ কোন গাছগুলোর বীজ গাছ থেকে সংগ্রহ করার ২৪ ঘণ্টার মধ্যে রোপণ করতে হয়?
[ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা ]
ক. শাল, গর্জন
খ. তেলসুর, কড়ই
গ. শাল, চাপালিশ
ঘ. জারুল, গর্জন
উত্তরঃ শাল, গর্জন
প্রশ্নঃ বাঁধের কিনারা থেকে ৩০ সে.মি. দূরে সারি আকারে কোন উদ্ভিদ লাগানো হয়?
[ সেন্ট যোসেফ হাই স্কুল, ঢাকা ]
ক. অড়হর
খ. বৃক্ষ
গ. শস্য
ঘ. ধৈঞ্চা
উত্তরঃ অড়হর
প্রশ্নঃ তিন বর্গমিটার বেডে ১৮ সে. মি. × ১২ সে. মি. আকারের পলিব্যাগে উৎপাদিত কতটি চারার সংস্থান হবে?
[ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা ]
ক. ৪৫টি
খ. ৬৫ টি
গ. ৯০ টি
ঘ. ১৩৫ টি
উত্তরঃ ১৩৫ টি
প্রশ্নঃ পলিব্যাগে ভরার জন্য তৈরি মাটিতে মাটি ও কম্পোস্ট সারের অনুপাত কত হবে?
[ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা ]
ক. 8 : ১
খ. ৩ : ১
গ. ২ : ১
ঘ. ১ : ১
উত্তরঃ ৩ : ১
ক. রাজশাহী
খ. ভোলা
গ. সুনামগঞ্জ
ঘ. বরিশাল
উত্তরঃ রাজশাহী
প্রশ্নঃ ফল সংগ্রহ করার পরই শর্করা থেকে চিনি তৈরি বন্ধ হয়ে যায় কোন ফল গুচ্ছে?
[ ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ]
ক. কলা, লেবু, লিচু
খ. বেল, কলা, আঙুর
গ. পেঁপে, আঙুর, জাম্বুরা
ঘ. আঙুর, লিচু, লেবু
উত্তরঃ আঙুর, লিচু, লেবু
প্রশ্নঃ সারিবদ্ধ কৃষি বনায়ন পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়?
[ ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা ]
ক. নিচু জমিতে
খ. উঁচু জমিতে
গ. সমতলে
ঘ. পাহাড়ে
উত্তরঃ নিচু জমিতে
ক. ১৯৯০
খ. ১৯৮৯
গ. ১৯৮৮
ঘ. ১৯৮৭
উত্তরঃ ১৯৯০
প্রশ্নঃ সুদৃশ্য গাছের সারি থেকে ১৮০ সে. মি. দূরে কোন গাছের সারি রোপণ করতে হয়?
[ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা ]
ক. কাঠের গাছ
খ. ফলের গাছ
গ. ফুলের গাছ
ঘ. ঔষধি গাছ
উত্তরঃ কাঠের গাছ
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
প্রশ্নঃ মিশ্র বৃক্ষ চাষের ক্ষেত্রে প্রযোজ্য—
(i) জাতীয় উৎপাদন কমানো
(ii) ভূমিক্ষয় রোধ করা
(iii) পরিবেশের ভারসাম্য বজায় রাখা
[ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বাদল নার্সারি তৈরির উদ্দেশ্যে ভালুকায় তার গ্রামের বাড়িতে ১০টি বেড তৈরি করেন। বেড তৈরির সময় তিনি জৈব ও রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি চুন প্রয়োগ করেন।
ক. ১ কেজি
খ. ২ কেজি
গ. ৩ কেজি
ঘ. ৪ কেজি
উত্তরঃ ১ কেজি
প্রশ্নঃ বেডে সার প্রয়োগের কারণ হচ্ছে-
(i) মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ
(ii) রোগজীবাণু দমন
(iii) মাটির উর্বরতা বৃদ্ধি
[ রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা ]
ক. i
খ. iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i