আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

 ইলেকট্রনিকস
 অ্যাস্ট্রোফিজিকস
 বায়োফিজিকস
 জিয়োফিজিকস
 শব্দবিজ্ঞান
 আলোকবিজ্ঞান
 পদার্থবিজ্ঞান
 তাড়িত চৌম্বকবিজ্ঞান
 রসায়ন বিজ্ঞান
 পদার্থ বিজ্ঞান
 জীব বিজ্ঞান
 অণুজীব বিজ্ঞান
 প্রাণিবিজ্ঞান
 রসায়ন
 পদার্থ বিজ্ঞান
 অণুজীব বিজ্ঞান
 পদার্থ বিজ্ঞান
 রসায়ন বিজ্ঞান
 জীববিজ্ঞান
 অণুজীব বিজ্ঞান
 বলবিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান
 আলো ও তাপ বিজ্ঞান
 পারমাণবিক পদার্থ বিজ্ঞান, পার্টিক্যাল ফিজিক্স
 শব্দবিজ্ঞান, শক্তির রূপান্তর
 Medical physics
 Earth physics
 Geophysics
 Astrophysics
ব্যাখ্যাঃ

Medical pএhysics এর আওতাধীন বিষয়সমূহ হলো, এক্সরে,সিটিস্কেন,এমআরআই,এন্ডোসকোপি,আলট্রাসনোগ্রাফি,রেডিওথেরাপি প্রভৃতি।Medical physics কে অনেক সময় Biomedical Engineering ও বলা হয়।

 4%
 5%
 6%
 7%
ব্যাখ্যাঃ

পদার্থবিজ্ঞানীরা বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র ও গ্যালাক্সির 4% (চার শতাংশ) ব্যাখ্যা করতে পারেন। বাকি অংশ ব্যাখ্যা করতে হলে রহস্যময় ডার্কম্যাটার ও ডার্ক এনার্জির ধারণা মেনে নিতে হয়। যার গঠন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছেন।

 থেলিস
 ডেমোক্রিটাস
 এরিস্টটল
 আরিস্তারাকস
ব্যাখ্যাঃ

গ্রিক বিজ্ঞানী থেলিসের নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে, কারণ তিনিই প্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনিভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন ।

 বিজ্ঞানী নিউটন ও কোপার্নিকাস
 বিজ্ঞানী নিউটন ও গ্যালিলিও
 বিজ্ঞানী নিউটন ও লিবনিজ
 বিজ্ঞানী নিউটন ও রাদারফোর্ড
ব্যাখ্যাঃ

আলোকবিজ্ঞান এবং অন্যান্য কাজের সাথে সাথে গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন ও লিবনিজ।

 আইনস্টাইন
 সত্যেন্দ্রনাথ বসু
 ম্যাক্স প্ল্যাঙ্ক
 ম্যাক্সওয়েল
ব্যাখ্যাঃ

বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যার তত্ত্বের সঠিক ব্যাখ্যা দেন সত্যেন্দ্রনাথ বসু। পদার্থবিজ্ঞানের জগতে যে অবদান তিনি রেখেছিলেন তার স্বীকৃতি স্বরূপ এক শ্রেণির মৌলিক কণাকে বোজন নাম দেওয়া হয় ।

 ম্যাক্সওয়েল
 ডিরাক
 আইনস্টাইন
 প্ল্যাঙ্ক
ব্যাখ্যাঃ

বিজ্ঞানী ডিরাক 1931 সালে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অব রিলেটিভিটি ব্যবহার করে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন ।

 থেলিস
 পিথাগোরাস
 ডেমোক্রিটাস
 আর্কিমিডিস
ব্যাখ্যাঃ

পিথাগোরাস (প্রায় ৫৮২-৫০১) একজন গ্রিক

দার্শনিক, গণিতবিদ ও ধর্মীয় পণ্ডিত ছিলেন। পিথাগোরাস সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সম্পর্কের সূত্রের জন্য সারাবিশ্বে পরিচিত (যাকে পিথাগোরাসের সূত্র বলা হয়)। তিনি এমন একটি স্কুল প্রতিষ্ঠা করেন যেখানে গণিত, সঙ্গীত, বিজ্ঞান, দর্শন ও ধর্ম শিক্ষার ব্যবস্থা করা হয়। সংখ্যাতত্ত্ব এবং ত্রিমাত্রিক ও ক্ষেত্রফল সম্পৰ্কীয় জ্যামিতি শাস্ত্রে পিথাগোরাস অনেক বেশি অবদান রাখেন। তিনি ২ এর বর্গমূলসহ অমূলদ সংখ্যার পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন। তিনি অনুপাত ও সমানুপাত নিয়ে যথেষ্ট গবেষণা করেন।

৭০. পদার্থের অবিভাজ্য এককের নাম এটম দেন কে?

[ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ]

 পিথাগোরাস
 ডেমোক্রিটাস
 ইবনে সিনা
 আল হাজেন
ব্যাখ্যাঃ

গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস (খ্রিস্টপূর্ব ৪৬০-370) ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক রয়েছে। তিনি এর নাম দেন এটম বা পরমাণু। পরমাণু সম্পর্কে তার এ ধারণা বর্তমান ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা হলেও বেশ তাৎপর্যপূর্ণ।

৭১. আল জাবির বইটি কার লেখা?

[ খুলনা জিলা স্কুল, খুলনা ]

 ইবনে হাইয়ান
 পিথাগোরাস
 আল খোয়ারিজমি
 শেন কুয়ো
ব্যাখ্যাঃ

আল জাবির বইটি আল খোয়ারিজমির লেখা। মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের ভেতর আল খোয়ারিজমির নাম উল্লেখযোগ্য। তার লেখা আল জাবির বই থেকে বর্তমান এলজেবরা

নামটি এসেছে।

 বিজ্ঞানী নিউটন
 ওমর খৈয়াম
 ইবনে আল হাইয়াম
 আল খোয়ারিজমি
 কোপার্নিকাস
 থেলিস
 আর্যভট্ট
 রাদারফোর্ড
ব্যাখ্যাঃ

1543 সালে কোপার্নিকাস তার বইয়ে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন। আর্যভট্ট শূন্য (০) এবং রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াসের ধারণা দেন । গ্রিক বিজ্ঞানী থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যদ্বানী করেন । গ্যালিলিওকে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা বলা হয়

 নিউটন
 গ্যালিলিও
 ইরাতোস্থিনিস
 আর্কিমিডিস
ব্যাখ্যাঃ

গ্যালিলিও সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হওয়ার কারণে তিনি চার্চের কোপানলে পড়েন এবং শেষ জীবনে তাকে গৃহবন্দি হয়ে কাটাতে হয়।

 ফ্যারাডে
 ওয়েরস্টেড
 জগদরশচন্দ্র বসু
 ম্যাক্সওয়েল
 আলহাজেন
 নিউটন
 গ্যালিলিও
 কেপলার
ব্যাখ্যাঃ

১৬৮৭ খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন বলবিদ্যার তিনটি এবং মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন, যেটি বল এবং গতিবিদ্যার ভিত্তি তৈরি করে দেয়। আলোকবিজ্ঞান এবং অন্য আরও কাজের সাথে সাথে বিজ্ঞানী নিউটন লিবনিজের সাথে গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন।

৭৭. কে প্রমাণ করেন যে তাপ এক ধরনের শক্তি?

[ কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া ]

 জুল
 নিউটন
 কাউন্ট রামফোর্ড
 রাদারফোর্ড
ব্যাখ্যাঃ

অষ্টাদশ শতাব্দীর আগে তাপকে ভরহীন এক ধরনের তরল হিসেবে বিবেচনা করা হতো। ১৭৯৮ সালে কাউন্ট রামফোর্ড দেখান, তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করা যায়।

 থেলিস
 কেপলার
 রজারবেকন
 হাইগেন
 ম্যাক্সপ্ল্যাঙ্ক
 আলবার্ট আইনস্টাইন
 চন্দ্রশেখর বর্মন
 জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ব্যাখ্যাঃ

আলবার্ট আইনস্টাইন : ১৯০৫ সালে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি থেকে আপেক্ষিক তত্ত্বের ব্যাখ্যা পাওয়া যায় । থিওরি অব রিলেটিভিটি থেকে সর্বকালের সবচেয়ে চমকপ্রদ সূত্র E = mc2 বের হয়ে আসে, যেখানে দেখানো হয় বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব।

 রন্টজেন
 ম্যাক্সপ্ল্যাঙ্ক
 পিয়ারে কুরি
 আল হাইয়াম
ব্যাখ্যাঃ

১৮৯৯ সালে পিয়ারে কুরি ও মেরি কুরি রেডিয়াম দৈর্ঘ্য আবিষ্কার করেন ।

 ডিরাক
 হাবল
 বেকেরেল
 রন্টজেন
ব্যাখ্যাঃ

1924 সালে হাবল দেখান বিশ্বব্রহ্মাণ্ডের সবগুলো

গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, যেটি প্রদর্শন করে যে বিশ্বব্রহ্মান্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। যার অর্থ অতীতে একসময় পুরো বিশ্বব্রহ্মান্ড এক জায়গায় ছিল। বিজ্ঞানীরা দেখান প্রায় চৌদ্দ বিলিয়ন বছর আগে 'বিগ ব্যাং' নামে একটি প্রচন্ড বিস্ফোরণে বিশ্বব্রহ্মান্ড তৈরি হওয়ার পর সেটি প্রসারিত হতে থাকে।

 ওটোহান ও স্ট্রেডম্যান
 নিলসবোর ও আর্নেস্ট রাদারফোর্ড
 পিয়েরে কুরি ও মাদাম কুরি
 ম্যাক্সপ্ল্যাঙ্ক ওআলবার্ট আইনস্টাইন
ব্যাখ্যাঃ

1938 সালে অটোহান এবং স্ট্রেসম্যান একটি নিউক্লিয়াসকে ভেঙে দেখান যে নিউক্লিয়াসের ভর যেটুকু কমে গিয়েছে সেটা শক্তি হিসেবে বের হয়েছে। এই সূত্রটি ব্যবহার করে নিউক্লিয়ার বোমা তৈরি করে সেটি দ্বিতীয় মহাযুদ্ধ হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলে মুহূর্তের মাঝে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা সম্ভব হয়েছিল। শুধু যে মারণাস্ত্র তৈরি করা সম্ভব তা নয়, এই শক্তি মানুষের কাজেও লাগানো সম্ভব।

 আলফা
 বিটা
 গামা
 এক্স-রে
 সুন্দরবন
 রামপাল
 রুপপুর
 বিজয়নগর
ব্যাখ্যাঃ

বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের অন্তর্গত রুপপুর নামক স্থানে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে।

 ভর
 তাপ
 তড়িৎ প্রবাহ
 পদার্থের পরিমাণ
ব্যাখ্যাঃ

ভর, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ মৌলিক রাশি। তাপ এক প্রকার শক্তি যা যৌগিক রাশি।

 তাপ
 শক্তি
 তাপমাত্রা
 পরিবাহিতা
ব্যাখ্যাঃ

যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভরশীল নয় বরং অন্য রাশি এই রাশির উপর নির্ভরশীল সেগুলো মৌলিক রাশি । যেমন— দর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ ও দীপন চীব্রতা। অপরদিকে তাপ, শক্তি, তড়িৎ পরিবাহিত যৌগিক রাশি।

৮৮. নিচের কোনটি অন্য রাশির ওপর নির্ভরশীল?

[ কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ]

 তাপমাত্রা
 ওজন
 বৈদ্যুতিক প্রবাহ
 দীপন তীব্রতা
ব্যাখ্যাঃ

ওজন ভর × ত্বরণ = ভর x বেগ সময় : ভর x সরণ সময় অর্থাৎ, ওজন তিনটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। তাই এটি অন্য রাশির উপর নির্ভরশীল।

 দৈর্ঘ্য
 ভর
 সময়
 বল
ব্যাখ্যাঃ

বেগ

» তথ্য-ব্যাখ্যা : বল ভর × ত্বরণ = ভর x = সময়

সরণ ভর × সরণ সময় × সময় সময় = ভর x

অর্থাৎ বল তিনটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত লব্ধ রাশি।

 তড়িৎ প্রবাহ
 দীপন তীব্রতা
 ক্ষমতা
 তাপমাত্রা
ব্যাখ্যাঃ

ক্ষমতা =কাজ/সময়=বল/(ক্ষেত্রফল*সময়)

 9.3cm
 3.6cm
 6.3cm
 3.9cm
ব্যাখ্যাঃ

ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস এন্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভরকে 1 kg বলে। এ সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা একই

অর্থাৎ 3.9 cm

 1
 1/299792456
 1/299792457
 1/299792458
ব্যাখ্যাঃ

শূন্য মাধ্যমে এক সেকেন্ডের 299,792,458 ভাগের এক ভাগ সময়ে আলো, যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে এক মিটার।

 পিথাগোরাস
 ডেমোক্রিটাস
 থেলিস
 এরিস্টটল
 গ্যালিলিও
 আরিস্তারাকস
 কোপার্নিকাস
 কেপলার
 আল খোয়ারিজমি
 আল মাসুদি
 ওমর খৈয়াম
 আল হাইয়াম
 রাদারফোর্ড
 থমসন
 ম্যাক্সপ্ল্যাঙ্ক
 ম্যাক্সওয়েল
 রাদারফোর্ড
 বেকরেল
 পিয়ারে কুরি
 মেরি কুরি