১. রক্তরসে শতকরা কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে?
[ Jess-15 | Syl-21 ]
8 - 9%
10 - 12%
91 - 92%
90 - 95%
২. নিচের কোনটির উপস্থিতির কারণে রক্ত লাল হয়?
[ Jess-19 | Bari-21 ]
পটাশিয়াম
ক্যালসিয়াম
আয়রন
ম্যাগনেসিয়াম
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
P. মায়ের রান্না করা পায়েশে কিশমিশগুলো ফুলে টসটসে হয়েছে। Q. রাতে হাসনাহেনার গন্ধে চারদিক মুখরিত। R. স্থলজ উদ্ভিদ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়।
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
ভৌত
জৈব
জৈব রাসায়নিক
রাসায়নিক
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
৮. কোষরস উদ্ভিদের পাতায় পৌছে-
(i) প্রস্বেদনের টানে
(ii) মূলজ চাপে
(iii) অভিস্রবণ প্রক্রিয়ায়
[ Bari-20 ]
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
১০. হৃদপিণ্ডের আবরণকে বলা হয়-
[ Jess-20 | Bari-15 ]
এপিকার্ডিয়াম
মায়োকার্ডিয়াম
এন্ডোকার্ডিয়াম
পেরিকার্ডিয়াম
ইমবাইবিশন
অভিস্রবণ
ব্যাপন
শ্বসন
রক্তকোষ
ত্বকীয় কোষ
পেশীকোষ
স্নায়ুকোষ
থায়ামিন
লিপোপ্রোটিন
লিপিড
এডিনিন
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
স্ট্রোক
এইডস
অ্যানিমিয়া
লিউকোমিয়া
০.৯০ - ১.৪৫
০.৪০ - ১.৫৩
০.৯০ - ১.৬৮
০.৪৫ - ১.৮১
করোনারি ধমনী
পালমোনারি শিরা
পালমোনারি ধমনি
নিম্ন মহাশিরা
বায়ুচাপ বৃদ্ধি
নিম্ন তাপমাত্রা
পাতার সংখ্যা বেশি
পত্রফলকের আয়তন ছোট
২২. পত্ররন্ধ্রের সাথে যুক্ত কোষ কোনটি?
[ Din-19 ]
লেন্টিসেল
গার্ডসেল
স্পঞ্জি প্যারেনকাইমা
প্যালিসেড প্যারেনকাইমা
২৩. উচ্চ রক্তচাপ সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি?
[ Din-19 ]
Amino Acid
Phospholipid
High Density Lipoprotein
Low Density Lipoprotein
২৪. শুকনো কাঠ পানি শোষণ করে স্ফীত হওয়ার সাথে সম্পর্কিত কোনটি?
[ Syl-16 | Din-19 ]
প্রস্বেদন
ব্যাপন
অবিস্রবণ
ইমবাইবিশন
২৫. টিউনিকা মিডিয়া কী দ্বারা তৈরি?
[ সকল বোর্ড-18 ]
তন্তুময় যোজক কলা
অনৈচ্ছিক পেশী
সরল আবরণী কলা
ঐচ্ছিক পেশী
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
অর্ধ চন্দ্রাকার
বাইকাসপিড
ট্রাইকাসপিড
অলিন্দ নিলয়
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
৩২. হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কী বলে?
[ Dha-16 | Din-15 ]
স্ট্রোক
অ্যানজিনা
অ্যানিমিয়া
অ্যাথারোস্ক্লোরোসিস
৩৩. রক্তের ‘A’ গ্রুপ শুধুমাত্র নিচের কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে?
[ Dha-16 | Bari-16 ]
B এবং O
শুধু A
A এবং O
A এবং B
৩৪. প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী?
[ Raj-16 | Jess-15 ]
লিনিয়াস
কার্টিস
লোয়ী
গ্রেগর জোহান মেন্ডেল
কিউটিকল
বর্ষবলয়
লেন্টিসেল
কাইটিন
৩৭. RBC এর জন্য প্রযোজ্য কোনটি?
(i) ১২০ দিনের আয়ুষ্কাল
(ii) নিউক্লিয়াসবিহীন
(iii) দ্বিঅবতল
[ Syl-16 ]
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
গ্লুকোজ
এনজাইম
কার্বন ডাইঅক্সাইড
ক্যালোজ
ইথানল
কোলেস্টেইন
ফ্যাটি অ্যাসিড
ফরমালডিহাইড
বেনজ
কার্ল এরেকি
স্টাস বার্জার
কার্ল ল্যান্ডস্টেইনার
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মিসেস রিনার রান্নাকরা পায়েশের সুঘ্রাণ পেয়ে তার ছোট ছেলে রিপন দৌড়ে রান্নাঘরে এসে মাকে বললো যে, পায়েশের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে এবং পরবর্তীতে মাকে সে কিসমিসগুলো ফুলে টসটসে হওয়ার কারণ জিজ্ঞাসা করলো।
৪৪. প্রথম ও দ্বিতীয় ঘটনাটি যথাক্রমে-
[ Comi-16 ]
ব্যাপন ও অভিস্রবণ
ইমবাইবিশন ও অভিস্রবণ
ব্যাপন ও ইমবাইবিশন
অভিস্রবণ ও ব্যাপন
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
কবির সাহেবের বয়স ৬০। কিছুদিন যাবৎ মাথা ব্যথা, বুক
ধড়ফড় এবং অস্থিরতাভাব অনুভব করছেন।
৪৭. কবির সাহেবের সমস্যার কারণ কি?
[ Din-16 ]
অ্যাজমা
অ্যানেমিয়া
থ্যালাসেমিয়া
উচ্চ রক্তচাপ
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
দুর্ঘটনায় আহত একজন পথচারীকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিলে ডাক্তার সাহেব তাকে তাৎক্ষণিক রক্ত দেওয়া প্রয়োজন বোধ করলো। কিন্তু রক্তের গ্রুপ জানা না থাকাতে তাকে বিশেষ একটা গ্রুপের রক্ত দিলেন।
A
B
AB
O