নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মিঃ আব্দুল খালেক একজন চাষী। তার প্রতিবেশী রিফাতও চাষ করে। মিঃ খালেকের ফসল ভাল হওয়া দেখে রিফাত ভীষণ মন খারাপ করে। সুযোগ বুঝে মিঃ খালেকের
ফসলের ক্ষতি সাধন করে।
১. রিফাতের কর্মকাণ্ডে আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে?
[ Dha-20 | Mym-20 ]
ফিতনা
হিংসা
লোভ
ক্রোধ
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই।
২. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতি পরিলক্ষিত হয়?
[ Dha-20 | Mym-20 ]
ওয়াদা পালন
আত্মশুদ্ধি
ভাতৃত্ববোধ
আমানত
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জামাল সাহেব গবেষণা করে পাটের দ্বারা বিভিন্ন ব্যবহারিক দ্রব্যাদি তৈরির কৌশল আবিষ্কার করেন। সরকার তাকে পুরস্কৃতও করেন। আর তাঁর পুত্র কামাল তার বন্ধুদের নিয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করে কলেজের নারী শিক্ষার্থীদের জন্য একটি কমনরুম প্রতিষ্ঠার ব্যবস্থা করেন।
৩. জামাল সাহেবের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে?
[ Dha-20 | Mym-20 ]
কর্তব্যপরায়ণতা
স্বদেশপ্রেম
আমানত
তাকওয়া
৪. কামালের কর্মকাণ্ডে অর্জিত হবে
(i) রাসুলের আদর্শ
(ii) ইমানের পূর্ণতা
(iii) আল্লাহর সন্তুষ্টি
[ Dha-20 | Mym-20 ]
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
৫. হাদিসে কোন গুণটিকে পুরোটাই কল্যাণময় বলা হয়েছে?
[ Dha-20 | Mym-20 ]
তাকওয়া
শালীনতা
আমানত
সত্যবাদিতা
৬. "তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"-এ আয়াতে কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ Dha-20 | Mym-20 ]
নারীদের প্রতি শালীন আচরণ
স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
নারী-পুরুষের সমমর্যাদা
৭. "সকল মানুষই আদম (আ.) এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্ট” -এ হাদিসটির মূল প্রতিপাদ্য-
[ Dha-20 | Mym-20 ]
বিশ্ব ভ্রাতৃত্ব
ইসলামী ভাতৃত্ব
সাম্প্রদায়িক সম্প্রীতি
মানব সৃষ্টির উপাদান
আমানতদারিতা
প্রতিশ্রুতি পালন
লজ্জাশীলতা
সত্যবাদিতা
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রাবেয়া নিজ দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালন করে। তার উপর অর্পিত দায়িত্ব পালনে কখনো উদাসীনতা বা
অবহেলা দেখায় না।
১০. রাবেয়ার অভ্যাসটিকে বলা যায় -
[ Raj-20 ]
স্বদেশ প্রেম
কর্তব্যপরায়ণতা
মানবসেবা
ওয়াদা পালন
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
১২. বেশির ভাগ কবর আযাবের কারণ কী?
[ Raj-20 | Chit-20 ]
শরীরের ময়লা ও দুর্গন্ধ
প্রস্রাবের পর উত্তমরূপে পরিচ্ছন্ন না হওয়া
সালাতের আগে ঠিকমতো মিসওয়াক না করা
নখ, চুল ও দাঁত ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা
১৫. জনাব "ক" স্থানীয় বাজারের দোকানিদের ভয় ভীতি দেখিয়ে বিপুল টাকা তুলে নেয়। তার কর্মটি কী হিসেবে গণ্য?
[ Chit-20 ]
হিংসা
ফিতনা
পরনিন্দা
ইভটিজিং
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
আনু মিয়া তার গ্রামে মানুষের মাঝে এক হাজার টাকা ঋণ দিয়ে তিন মাস পর এগারো শত টাকা ফেরত নেয়। অপর দিকে তার ভাতিজা মনুর ভালো ফলাফলের খবর শুনে আনু মিয়া বলে, রেজাল্ট ভালো হলেও ওর চাকরি পাওয়ার ক্ষমতা নেই।
১৬. আনু মিয়ার কাজটি কী হিসেবে গণ্য?
[ Chit-20 ]
রিবা
মুনাফা
রিশওয়াত
ফিতনা
১৭. আনু মিয়ার মন্তব্যের কারণে -
(i) ঐক্য নষ্ট হবে
(ii) সহমর্মিতা বৃদ্ধি পাবে
(iii) শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে
[ Chit-20 ]
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
১৮. আল্লাহ তায়ালার নিকট অত্যধিক মূল্য কোনটির?
[ Chit-20 ]
আমানতদারি
সত্যবাদিতা
কর্তব্যপরায়ণতা
তাকওয়া
১৯. শালীনতার ফলে-
(i) মান-সম্মান বৃদ্ধি পায়
(ii) সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়
(iii) পরকালীন সফলতা লাভ করা যায়
[ Chit-20 ]
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
একতা
সহমর্মিতা
সাম্প্রতিক সম্প্রীতি
ইসলামি ভ্রাতৃত্ব
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রাফি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ঢাকা যাবে বিধায় তার কাছে অন্য বন্ধুদের রাখা কিছু জিনিসপত্র টাকা- পয়সা তারই ছোট ভাই কাফির কাছে বুঝিয়ে দিয়ে যায়।
২২. রাফির কাজটি কীরূপ?
[ Jess-20 ]
তাকওয়াস্বরূপ
সত্যবাদিতার বহিঃপ্রকাশ
মানবসেবা
আমানতস্বরূপ
i
ii
ii ও iii
i, ii ও iii
আমানত
রিসালাত
পরিচ্ছন্নতা
কর্তব্যপরায়ণতা
আল্লাহর
মহানবি (স.) এর
জ্ঞানীদের
সাহাবিদের
২৮. জীবনে সফলতা লাভের জন্য প্রয়োজন-
(i) বস্ত্রের পবিত্রতা
(ii) আত্মার পরিশুদ্ধি
(iii) দেহের পবিত্রতা
[ Bari-20 ]
i
ii
iii
i, ii ও iii
বৈষম্য
সমতা
পুরুষের শ্রেষ্ঠত্ব
নারীর শ্রেষ্ঠত্ব
৩০. স্বদেশপ্রেম প্রকাশ পায়-
(i) কৃষি কাজের মাধ্যমে
(ii) জনসেবার মাধ্যমে
(iii) শিক্ষা প্রসারের মাধ্যমে
[ Bari-20 ]
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
৩২. আত্মশুদ্ধি মানুষের মধ্যে সৃষ্টি করে-
(i) অন্তরের পবিত্রতা
(ii) পার্থিব সচ্ছলতা
(iii) নৈতিক উন্নতি
[ Comi-20 ]
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
মানবিক মূল্যবোধ
ইসলামি ভ্রাতৃত্ব
সাম্প্রদায়িক সম্প্রীতি
বিশ্ব ভ্রাতৃত্ব
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জনাব ‘প’ একজন কাপড় ব্যবসায়ী। বাংলাদেশি কাপড়ের প্যাকেটে জাপানি সিল লাগিয়ে বিক্রয় করে। কোনো কাপড়ে ছিদ্র থাকলে এমনভাবে সেখানে স্টিকার লাগিয়ে দেয় যা ক্রেতারা ধরতে পারে না। এভাবেই সে তার ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
৩৪. জনাব "প" এর কাজটি কীসের শামিল?
[ Comi-20 ]
প্রতারণা
ঘুষ
সুদ
কৌশল
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
৩৮. সাম্প্রদায়িক সম্প্রীতি বিকাশ ঘটায়-
[ Din-20 ]
ভ্রাতৃত্ববোধের
সামাজিক অনৈক্যের
গোত্রপ্রীতির
স্বজনপ্রীতির
গিবত
হিংসা
প্রতারণা
সুদ
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
শালীনতা
আমানত
আত্মশুদ্ধি
পরিচ্ছন্নতা
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
ধর্মীয় শিক্ষক জনাব শিহাব প্রতিদিন ক্লাস শুরুর ৩০ মিনিট আগে স্কুলে উপস্থিত হন এবং ছুটির ১৫ মিনিট পরে বাসার দিকে রওনা হন। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তার পাঠদান উপভোগ করে। এ বছর তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তার পুত্র আম্মার হোসেন এক বৃদ্ধ মহিলার লাগেজ মাথায় করে বাড়ি পৌঁছে দেয়।
তাকওয়া
আমানত
মানবসেবা
কর্তব্যপরায়ণতা
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
খতিয়ানকারীরা
অশ্লীল ব্যক্তিরা
অপব্যয়কারীরা
চরিত্রহীন ব্যক্তিরা
৪৬. সুরা আত্ তাওবায় আল্লাহ তায়ালা কাদের সঙ্গী হতে বলেছেন?
[ সকল বোর্ড-19 ]
সত্যবাদীদের
মুমিনদের
মুক্তাকিদের
সচ্চরিত্রবানদের
সৎচরিত্র
পবিত্রতা
পরিছন্নতা
আত্মশুদ্ধি
৪৮. ব্যক্তি জীবনে সফলতা লাভের প্রধানতম হাতিয়ার -
[ সকল বোর্ড-19 ]
সত্যবাদিতা
কর্তব্যপরায়ণতা
পরিচ্ছন্নতা
সচ্চরিত্র
৫০. কীসের দ্বারা সমাজে সকল অন্যায়-অত্যাচারের দরজা খুলে যায়?
[ সকল বোর্ড-18 ]
হিংসা
গিবত
কর্মবিমুখতা
ফিতনা-ফাসাদ