প্রশ্নঃ বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধানের চাষ হয়?
[ 18th ntrca (স্কুল সমপর্যায়-২) (15-03-2024) ]
ক. ৫০%
খ. ৬০%
গ. ৭০%
ঘ. ৮০%
উত্তরঃ ৭০%
ব্যাখ্যাঃ
তথ্য অনুযায়ী:
- ২০২২-২৩ অর্থবছরে দেশের মোট ধানি জমির ৮১ শতাংশে উচ্চ ফলনশীল ধান চাষ হচ্ছে।
- ২০০৯-১০ অর্থবছরে তা ছিল ৭৩ শতাংশ।
- দেশের মোট আবাদি জমির শতকরা ৮০ ভাগ জমিতে ধানের চাষ হয়।