নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
আজ থেকে ১০০ বছর আগেও সুন্দরবনের বিস্তৃতি ছিল অনেক বেশি। তখন সুন্দরবনে প্রচুর গণ্ডার ও রয়েল বেঙ্গল টাইগার ছিল। শৌখিন শিকারিরা মাঝে মাঝে এখানে আসত। আজ সুন্দরবনের আয়তন অনেক কমে গেছে। গন্ডারের দেখা পাওয়া যায় না। রয়েল বেঙ্গল টাইগার এখনও হাতে গোনা।
প্রশ্নঃ বাঘ ও সিংহের মধ্যে যে বিষয়টি লক্ষ করা যায়-
(i) লক্ষ্যে অবিচল
(ii) পথের বাধা উত্তরে যাবে
(iii) একটি করতে গিয়ে অন্যটি করবে না
ক. i ও ii
খ. ii ও iii
গ. iও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii