নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
প্রাণি জগতের মধ্যে বাঘ ও সিংহ যখন যাকে লক্ষ্য করে ছুটতে শুরু করে তখন শুধুমাত্র তাকেই ধরে। একটা ধরতে গিয়ে বাঘ ও সিংহ অন্যকে ধরে না। বাঘ ও সিংহ শিকার ধরার পেতে লক্ষ্যে অবিচল। শিকার করার সময় এরা পানের যেকোনো বাধা অবলীলায় মোকাবিলা করে।
প্রশ্নঃ উদ্দীপকের বিষয়টি ‘জাগো সুন্দর" নাটিকার কোন বিষয়টি নির্দেশ করে?
ক. ভেড়া শিকারের বিষয়টি
খ. হরিণ শিকারের বিষয়টি
গ. গরু শিকারের বিষয়টি
ঘ. মোচ শিকারের বিষয়টি
উত্তরঃ ভেড়া শিকারের বিষয়টি